|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
শুভসকাল। কেমন আছেন প্রিয় ব্লগবন্ধুরা!!
চলুন,
চলে যাই কালপ্রবাহের অনন্ত গন্তব্যে
চলে যাই কালান্তরের অসীমে
চলে যাই শূন্যতার কৃষ্ণগহ্বরে!!
ধাবমান এই কালস্রোতের টানে চলেছি নিরুদ্দেশে আজানায়, এরই মাঝে আপনাদের সান্নিধ্যে আমি গর্বিত, আমি মহিমান্বিত।
সারাবছর ধরে সবসময় আমার পাশে, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ, ভাল থাকুন চিরদিন।
 ৮০ টি
    	৮০ টি    	 +১০/-০
    	+১০/-০  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫০
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫০
বিজন রয় বলেছেন: শুভসকাল প্রামানিক ভাই। ভাল আছেন নিশ্চয়ই।
আগামীকাল থেকে নতুন বৎসর। তাই আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম।
আর আপনাকে অবশ্যই চা খাওয়াবো নতুন বৎসরের কোন এক সময়।
ভাল থাকুন সবসময়। 
শুভকামনা।
২|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫৩
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: আমি ভাল আছি । আপনি কেমন আছেন দাদা? নতুন বছরের শুভেচ্ছা রইল
  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫৫
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫৫
বিজন রয় বলেছেন: আগের থেকে অনেক ভাল আছি। নতুন বছর ভাল নিয়েই শুরু করবো বলে আশা করছি।
আপনিও ভাল থাকুন।
সবসময় আমার পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ।
শুভকামনা সবসময়ের।
৩|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫৪
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫৪
ধ্রুবক আলো বলেছেন: ভাই আপনাকেও নববর্ষের শুভেচ্ছা...... পোষ্টের জন্য ধন্যবাদ,,,
শুভ কামনা রইলো, আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। ভালো থাকবেন।
  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫৭
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫৭
বিজন রয় বলেছেন: সোনালি রৌদ্রে নতুনের আলো ছড়িয়ে ধ্রুবক এলো, এ যে মর্ম ছোঁয়া ভাললাগা।
আপনার শুভেচ্ছায় সিক্ত হলাম।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
৪|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫৭
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
চা খেতে পারলাম না 
ভেবেছিলাম বছরশেষের কবিতা হবে এটি।
হ্যাপি নিউ ইয়ার....
  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:০০
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:০০
বিজন রয় বলেছেন: ওহো! মইনুল বাই আপনি!!
কবিতা পোস্ট করতে চেয়েছিলাম। কিন্তু ভাবলাম ওই কবিতাটি দিয়ে নতুন বছর শুরু হোক।
তাই শুধু শুভেচ্ছা জানিয়ে, ও শুভকামনা জানিয়ে বছরকে বিদায় দেয়া।
আশাকরি নতুন বছরে ব্লগে আপনাকে অনেক বেশি পাবো।
অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক্য।
৫|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:০০
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:০০
লেখা পাগলা বলেছেন: হ্যাপি নিউইয়ার
  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:০২
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:০২
বিজন রয় বলেছেন: নতুন বছরে আপনি লেখার মাধ্যমে আমার পাগল করে রাখবেন এই আশা রাখি।
নতুনের শুভেচ্ছায় আপনাকে শুভকামনা জানিয়ে রাখলাম।
ভাল থাকুন প্রিয় লেখা পাগল।
৬|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:২৬
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:২৬
কবীর বলেছেন: 
ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। 
হ্যাপি নিউ ইয়ার ।
  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩৩
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩৩
বিজন রয় বলেছেন: একটি শুরু একটি শেষ, এরই মাঝে রয়ে যাক সবটুকু সুখের রেশ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৭|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩০
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩০
সাদা মনের মানুষ বলেছেন: শুভ নববর্ষ
  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩৪
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩৪
বিজন রয় বলেছেন: স্বাগতম।
অজস্র ধন্যবাদ।
ঘুরতে থাকুন।
৮|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩৬
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নববর্ষের শুভেচ্ছা সবাইকে। নতুন বছর কল্যাণময় হোক সবার জীবনে।
  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৪৪
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৪৪
বিজন রয় বলেছেন: আপনার আশির্বাদ মাথা পেতে নিলাম।
আপনি আমার পরমশ্রদ্ধেয় এবং প্রিয় গল্পকার।
বেঁচে থাকুন চিরদিন সুন্দরভাবে।
৯|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৪০
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৪০
সাদা মনের মানুষ বলেছেন:  
  
আবার এলাম ইতিহাস হতে  
  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫০
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫০
বিজন রয় বলেছেন: এই ইতিহাস ভাললাগার ইতিহাস, এই ইতিহাস ভালবাসার ইতিহাস, এই ইতিহাস শ্রদ্ধার, নির্বরতার ইতিহাস।
এই ইতিহাস ব্লগের পাতায় পাতায় লেখা থাকবে, এই ইতিহাস অমর।
১০|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৪২
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
বিদায় বেলায় হয় স্মরণ
বুঝি হারাবার এলা ক্ষন
ভুলে যাই ভরসায়
নতুেনর আগমনী শুভেচ্ছায়....
ভাল থাকুন নতুন বছরে
  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫৩
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫৩
বিজন রয় বলেছেন: এই তো সবাই হাজির। এই তো ভালবাসার টান। এই তো পারস্পারিক চাওয়া-পাওয়া।
এসব অব্যাহত থাকুক নতুন দিনগুলোতে।
শুভেচ্ছা আর শুভকামনা।
১১|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫০
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫০
জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ পাশে থাকার জন্য বিজন রয়। ২০১৭ আপনার জন্য অনেক সৌভাগ্য বয়ে নিয়ে আসুক এই কামনা রইলো।
  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫৬
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: জুন আপা। আমার পরম মমতাময়ী দিদি। আমি আপনার পরশে, আপনার সান্নিধ্যে সবসময় ধন্য হই।
আপনার দীর্ঘায়ু কামনা করি।
ভাল থাকুন অবিরাম।
১২|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৫৫
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৫৫
কানিজ রিনা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ব্লগ বাগান ফুলে ফুলে
ভরে উঠুক পবিত্র আলোকীত শব্দে।  ধন্যবাদ
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৪৭
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৪৭
বিজন রয় বলেছেন: আলোকিত শব্দ! পবিত্র!!
হোক তবে হৃদয়ের মধ্যস্থল থেকে উৎসারিত।
অনেক অনেক শুভেচ্ছা।
১৩|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:০২
৩১ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:০২
সুমন কর বলেছেন: বিদায় ২০১৬ - স্বাগতম ২০১৭। শুভেচ্ছা রইলো।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫০
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫০
বিজন রয় বলেছেন: মধুরতম ভালবাসা ও শুভেচ্ছা।
আপনার আন্তরিক সহচর্য আমার সবসময়ের পাথেয়।
ভাল থাকুন।
১৪|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:১২
৩১ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:১২
শায়মা বলেছেন: হ্যাপী নিউ ইয়ার বিজন ভাইয়া!
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫১
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫১
বিজন রয় বলেছেন: তবে তাই হোক।
শুভেচ্ছায়, ভালবাসায়, হৃদ্যতায় আমরা সবাই ভরপুর হয়ে উঠি।
প্রাণজুড়ানো শুভেচ্ছা।
১৫|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:০৪
৩১ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। মঙ্গলময় হোক আগত নতুন বছরের প্রতিটি দিন।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫৩
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: আমাদের এখন সামনে যাওয়ার সময়।
আমাদের এখন একসাথে চলার সময়।
আবারো প্রাণঢালা শুভকামনা।
১৬|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০২
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০২
কালীদাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার! নতুন বছর সবার জন্য হয়ে উঠুক ডিসকো ডিসকো টাইপের!
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫৫
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫৫
বিজন রয় বলেছেন: দোদুল-দোদুল দোল দিয়ে যায়, শুভেচ্ছায় আর প্রেরণায়।
অনেক ভাল লাগল আপনাকে পেয়ে।
ভাল থাকুন সবসময়।
১৭|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:২৬
৩১ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়  , 
যে দিনগুলো পিছে পড়ে গেছে তার অমলিন ছবি থেকে যাবে মনের বিজন কোনে । যে দিন আসছে , তাকে সাদরে বরন করে নেয়াই সভ্যতা । এই সভ্যতার পথে ধরেই আপনাকে পাওয়া , পাওয়া শতেক সহব্লগারদের । আপনার মতো আমরাও সবাই-ই গর্বিত, মহিমান্বিত।
শুভ হোক পথচলা , শুরু হোক নতুন করে কথা বলা .............
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫৭
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫৭
বিজন রয় বলেছেন: সভ্যতার কাছে হাত পেতেছি।
তাই আপনার নিকট থেকে এমন মায়াময়, সুন্দরময়, তাৎপর্যময় কথা উপহার পেলাম।
অসম্ভব ভাল লাগল।
সাথে থাকুন এভাবেই।
১৮|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৩১
৩১ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা নিন কবি।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০০
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০০
বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আর শুভকামনা লিটনভাই।
আশাকরি এবছর আপনাকে অনেক বেশি পাবো।
ভাল থাকুন।
১৯|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৪৮
৩১ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
দেওয়ার মতো কিছুই নেই শুধু অাছে একটু ভালোবাসা।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০২
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০২
বিজন রয় বলেছেন: আজ কঠিনরে সহজ করে তুলবই।
এই হোক এবারের জয়গান।
আপনাকেও অশেষ ধন্যবাদ আর শুভকামনা।
২০|  ৩১ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১০:৫৪
৩১ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১০:৫৪
ঋতো আহমেদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছায় শুরু হোক আমাদের আগামীর দিন ও রাত। ভাল থাকবেন ।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০৩
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০৩
বিজন রয় বলেছেন: ভাল লাগল আপনার সহচর্য। এভাবেই পাশে থাকেন।
অনেক অনেক শুভেচ্ছা নতুন দিনের।
২১|  ০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ১২:২৪
০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ১২:২৪
নীলপরি বলেছেন: নতুন বছরের আগাম শুভেচ্ছা রইলো ।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০৪
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০৪
বিজন রয় বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
নতুন দিনগুলি আপনার জন্য সুন্দর হয়ে উঠুক।
নিত্য বাজুক সেই সুর।
ধন্যবাদ নীলপরি।
২২|  ০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ১:০৮
০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ১:০৮
সচেতনহ্যাপী বলেছেন: শুভ নববর্ষ।। ভাল আর আনন্দে থাকুন, এই কামনায়।।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০৭
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০৭
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম।
তাও একটি সন্ধিক্ষণে!!
প্রিয় সচেতন অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
২৩|  ০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ১:০৯
০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০৯
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:০৯
বিজন রয় বলেছেন: প্রিয় রাজপুত্র আপনাকে হারাতে চাই না।
আরো কাছে পেতে চাই।
সেই অপেক্ষায় শুভকামনা রইল আগামীর।
২৪|  ০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ২:৫১
০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ২:৫১
ডঃ এম এ আলী বলেছেন: 
চলে যাবনা আসব  তব পাশে ।
ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি । 
 
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:১২
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:১২
বিজন রয় বলেছেন: বিগত এক বছরে আপনি আমাকে যা দিয়েছেন, আমি তার কিছুই দিতে পারিনি।
তবু আপনার নিকট থেকে যা পেয়েছি তার তুলনা নেই।
আমি ব্লগে আপনাকে পেয়ে অনেক গর্বিত।
আপনাকে সবসময় চাই।
আরো একথা হবে এবছর, অনেক কথা।
সবসময়ের মঙ্গল কামনায়.............. আমি।
২৫|  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৫
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৫
আরজু পনি  বলেছেন: 
নতুন বছরের শুভেচ্ছা রইল, লাল মিয়া।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:২৫
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:২৫
বিজন রয় বলেছেন:  আমি লাল মিয়া হলাম কিভাবে?? কোথায় কি গড়বড় হলো??
আপনাকে অনেক দিন পর পাওয়া গেল! কষ্ট করে আমার এখানে এসে আমার আমার শুভেচ্ছায় অংশীদার হওয়াতে আপনাকে অনেক ধন্যবাদ।
একটি কথা, এত দিনে জেনেছি যে, এই ব্লগে আপনার অনেক প্রভাব রয়েছে, তাই ব্লগে আপনার নিয়মিত হওয়া অবশ্যই আবশ্যক। অনেকেই ব্লগাদের নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন, সেখানে আপনার নামটি জ্বলজ্বল করে।
বিষয়টি ভাববেন বলে আশারখি।
২৬|  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:০৩
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: শুরু সমাপ্তির এই সন্ধিক্ষণে রচিত আপনার এই আহ্বান মর্মে সাড়া দিয়ে গেল! প্রিয়জনের এই মিষ্টভাষণে আপ্লুত।
আহমেদ জী এস এর ১৭ নং মন্তব্য ও প্রতিমন্তব্যের জন্য আপনাদের দু'জনকেই ধন্যবাদ, ভাল লেগেছে। 
সুখে সাফল্যে সমৃদ্ধ হোক আপনার জীবন এ নতুন বছর ২০১৭ এ!
  ০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৩৩
০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: আপনার নিকট থেকে এমন স্পর্শী বাণী পাওয়া পরম সৌভাগ্যের বিষয়। ব্লগে চলার পথে আপনাকে সবসময় পাশে পেয়েছি, আর পেয়েছি অসাধারণ কিছুর সমন্বয়ে অনেক কমেন্টস। যা আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ দিনে দিনে শুধুই সমৃদ্ধ করেছে।
আমি ভাগ্রবান।
আপনাকে সবসময়ের মতো সহস্র শুভকামনা।
২৭|  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৪৯
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৪৯
আরজু পনি  বলেছেন: 
হাহাহাহা
'প্রভাব' কখনোই ছিল না। কখনোই খাটাই নি।
আমি সবসময়ই ব্লগের প্রতি আন্তরিক। 
জীবনের ব্যস্ততায় কখনো কখনো সময় কম দেয়া হয় এই আর কি।
আর সহব্লগারদের পোস্টে যদি নাম থাকে তবে বলবো 'প্রভাব' এর জন্যে নয়। আমার প্রতি তাদের আন্তরিকতা আর ভালোবাসার জন্যে।
আপনাকে লাল মিয়া ডেকেছি প্রোপিকের কারণে। আর তেমন কিছু নয়।
ভালো থাকুন।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৪৪
০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৪৪
বিজন রয় বলেছেন: কারো প্রতি অন্য কারো অান্তরিকতাবোধ জাগ্রত করা বা রাখাও একটি প্রভাব। আমি সেই প্রভাবেরই কথা বলতে চেয়েছি। তাই প্রভাব ছিল না কখনোই, এটি মানতে পারলাম না।
অন্য ব্লগাররা যে আপনাকে আন্তরিকভাবে মনে রাখে সেটা, ওই রকমেরই প্রভাব।
প্রভাবের তো শেষ নেই।
প্রপিকের জন্য আমিও ভেবেছিলাম, তবু মনে হচ্ছিল অন্যের কমেন্টস আমার এখানে কি না।
যা হোক, আপনাকে আবারো ধন্যবাদ আর শুভকামনা।
২৮|  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৫৩
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৫৩
রাফা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার..।
গেলো দিন ছিলো ভালো,
নতুন দিন আরো বেশি আলো।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৪৬
০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৪৬
বিজন রয় বলেছেন: আপনি!!
অনেক খুশি হলাম!!
এভাবেই ভালয় ভালয় কাটুক সবসময় সকলের।
আপনার জন্য একরাশ শুভেচ্ছা পুরানো ব্লগার।
২৯|  ০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:০২
০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:০২
শরতের ছবি বলেছেন: Happy New Year . Wishing for u a very improving, successful & glorious new year .
ইংরেজী বছর তাই এক মুহূর্তের জন্য ইংরেজীকে এক্টুখানি সুযোগ দিলাম ।
সকল মঙ্গলের প্রত্যাশায় নতুন বছরের পাতা খুলে দিলাম আজ আপনার ব্লগে এসে । পাশে ছিলাম আছি ।আপনি নতুনের পাশে সব সময় থাকেন সেজন্য নতুন বছর আপনাকে নিয়ে শুরু হয়ে গেল ।
সকল মঙ্গলের প্রত্যাশায় চলুন এগিয়ে যাই ।
.....২০১৭
এমন যদি হত
যত আছে অন্যায় দুর্নীতি
ময়লার ডাস্টবিনে চিরতরে শুয়ে যেত ......... 
 
  ০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৫০
০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন: অনেক বড় শুভেচ্ছা পেলাম আপনার নিকট থেকে শরত।
এই যে দেয়া-নেয়া, এই যে চাওয়া-পাওয়া, এটাই তো জীবন।
এভাবেই চলুক জীবনের গতি বাঁধাহীন।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
৩০|  ০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:০৮
০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:০৮
অদৃশ্য বলেছেন: 
চলুন কোথায় নিয়ে যাবেন, যাই... না ভালোলাগার দেশে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি... 
নিউ ইয়ারের শুভেচ্ছা 
সাথে
শুভকামনা...
  ০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২০
০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২০
বিজন রয় বলেছেন: ভাল বলেছেন........ না ভাললাগার দেশ........
আপনি তো অনেক পুরানো ব্লগার।
ব্লগে আপনার অনেক স্মৃতি।
নিশ্চয়ই এই ব্লগে ভাললাগার অনেক কিছুই পেয়েছেন।
যাহোক আমি ব্লগে আপনার সাথে আপনার কবিতার সাথে পরিচিত হতে পেরে ধন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৩১|  ০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৩৪
০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৩৪
অন্তরন্তর বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৫৮
০১ লা জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা।
আপনি তো পুরানো ব্লগার, নিয়মিত হন।
ভাল থাকুন।
৩২|  ০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৩৩
০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৩৩
অতৃপ্তচোখ বলেছেন: ভাল আছি দাদা।  কৃতজ্ঞ খবর নেওয়ার জন্য। আপনি নিশ্চয় ভাল আছেন।
আপনার জন্যও অফুরন্ত ভালোবাসা। সফলতায় ভরে উঠুক আপনার আগামী দিনগুলো
  ০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪০
০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪০
বিজন রয় বলেছেন: এমন আন্তরিকতায় প্রাণটা ভরে উঠল।
আমি অনেক খুশি হলাম আপনার কথায়।
ভাল থাকুন অবিরাম।
৩৩|  ০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৩৭
০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৩৭
জেন রসি বলেছেন: অতীত কিংবা ভবিষ্যৎতে ডুবে না থেকে বর্তমানে সাঁতার কাটার মজা বেশী। 
হ্যাপি নিউ ইয়ার।   
 
   
 
 
  ০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪২
০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪২
বিজন রয় বলেছেন: কিন্তু সেটা কি সম্ভব?
হয়তো কেউ পারে, কেউ পারে না।
হয়তো জেন রসি পারেন।
শুভেচ্ছা রইল আপনাকেও।
৩৪|  ০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪৮
০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪৮
আহা রুবন বলেছেন:  
   
শুভ নববর্ষ।
  ০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫০
০১ লা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫০
বিজন রয় বলেছেন: +++++
হ্যাপি নিউ ইয়ার
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা আহা রুবন ।
৩৫|  ০২ রা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৪১
০২ রা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৪১
সোহানী বলেছেন: ছবিটা কি আপনার আঁকা??
শরতের ছবি বলেছেন: 
.....২০১৭
এমন যদি হত
যত আছে অন্যায় দুর্নীতি
ময়লার ডাস্টবিনে চিরতরে শুয়ে যেত ......... 
১০০% মনের কথা.........
  ০২ রা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৪৯
০২ রা জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৪৯
বিজন রয় বলেছেন: না, ছবিটা আমার আঁকা নয়। ওসব আমি পারি না। আমি শুধু কবিতা আর গল্প লিখতে পারি।
অন্যায় দুর্নীতি তো শুধুমাত্র এক বছরে চিরতরে বিদায় করা যাবে না, শুধু চেষ্টা করে যেতে হবে কতটা কমানো যায়।
হ্যাঁ, আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত এটাই, একটি সুন্দর জীবনের জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৩৬|  ০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:১৭
০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:১৭
কাবিল বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।  
 
  ০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:২০
০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:২০
বিজন রয় বলেছেন: ওয়েলকাম! ওয়েলকাম!!
আপনার জন্যও শুভেচ্ছা আর শুভকামনা রইল।
ভাল থাকুন সবসময়।
৩৭|  ০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:০২
০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:০২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আগামি ৩৬৩টা দিন ভালো কাটুক। খারাপ কিছু হলেও সেটার পরিমান-ব্যপ্তি কম থাকুক এই কামনাই করি।
  ০২ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:০৫
০২ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:০৫
বিজন রয় বলেছেন: শামিল হলেন তাহলে আমাদের সাথে!
বেশ তবে তাই হোক সবে মিলে চলি এক পথে।
শুভকামনা দিলাম প্রাণ উজাড় করে।
ভাল থাকুন।
৩৮|  ০২ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:১২
০২ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:১২
বিলিয়ার রহমান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই!
সুন্দর ও আনন্দে কাটুক ২০১৭!
  ০২ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:০২
০২ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:০২
বিজন রয় বলেছেন: বিলিয়ার রহমান!
একজন সদহাস্যময় ব্লগার।
ভাল লাগে আপনাকে।
সাথে থাকুন সামনের দিনগুলোতে।
শুভকামনা।
৩৯|  ০২ রা জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:২১
০২ রা জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:২১
ডঃ এম এ আলী বলেছেন: দাদা একটি ভুল করে গিয়েছিলাম
সংসোধন করে গেলাম । 
শুভেচ্ছা রইল।
  ০৩ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:০৭
০৩ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:০৭
বিজন রয় বলেছেন: কি ভুল করেছিলেন? এখানেও তো একটি ভুল করলেন। সংসোধন, সংশোধন হবে।
আরে, এসব কোন ব্যাপার না।
আপনি কোন চিন্তা করবেন না তো!
৪০|  ১৬ ই জানুয়ারি, ২০১৭  রাত ১০:৩১
১৬ ই জানুয়ারি, ২০১৭  রাত ১০:৩১
অতৃপ্তচোখ বলেছেন: আপনাকেও অফুরন্ত ভালোবাসা হে প্রিয় শ্রদ্ধেয় সু-লেখক।
শুভেচ্ছা রইল। ভালো থাকুন অনন্তকাল, শুভকামনা সবসময়
  ২৫ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪৫
২৫ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা।
ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৪৭
৩১ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৪৭
প্রামানিক বলেছেন: সকাল বেলা ১ম হইছি চা দেন