নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

আত্মক্ষরণ কিংবা ফুলেদের ইতিহাস

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯



মানুষগুলো যখন অস্তমিত হয় দিকচিহ্ণহীন ধূসরে
অভিমানের আর কি অবশেষ থাকে,
হৃদয়ের অন্তরঙ্গ সুখগুলো পূর্ণতার
অভিব্যক্তি হয়ে উঠতেই উঠতেই বিসর্জন!

অথবা,
মানুষ অজানার যাত্রী এক দহন রাত্রি ফেলে
মানুষ অকালের ভ্রম এক দিকশূন্য আঁধার মেলে।

মানুষগুলো যখন খুব জীবন্ত হয়ে ওঠে
মৃত্যু আর উপেক্ষায়
হৃদয়ের তখন আত্মবেদনায় নিমজ্জন!

কিংবা,
মানুষের সব অস্তিত্বের গন্তব্য স্বপ্নভঙ্গের আত্মক্ষরণ
মানুষের সবশেষ দীর্ঘশ্বাস ফুলেদের ইতিহাস।

কেননা.............
মানুষ ভালবাসার আঁচড়ে সুখ খোঁজে অবারিত সৌন্দর্যে, মানুষ অপেক্ষায় থাকে আগামীর, মানুষ হেঁটে চলে অসীমের পথে অবিচল, মানুষ কখনো বলতে পারে না তার ইতিহাস ফুলের মতো ক্ষণস্থায়ী নয়, তবে সে দোষ মানুষের নয়, হতে পারে মৃত্যু কিংবা ঈশ্বরের!!

মন্তব্য ১০০ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

কবিতায় লাইক!:)

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩

বিজন রয় বলেছেন: সুন্দর বললেন!! কিন্তু কতটা ভাল হলে তাকে সুন্দর বলা যায়!

আমাদের চারপাশে আজ বড়বেশি অসুন্দর, মানুষ সেখানে ক্রীড়া করে।

এই পোস্টে প্রথমে আপনাকেই পাওয়া গেল!
অনেক ধন্যবাদ।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

পাগলাগরু বলেছেন: এই কবিতা পাবলিক খাইবো না। আরেকটু হার্ডকোর লিখেন।

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫

বিজন রয় বলেছেন: তাই কি?
আচ্ছা দেখা যাক।

আচ্ছা আমি কি পাবলিককে খাওয়ানোর জন্য লিখি?
কই, আপনাকে কি বলেছি সেকথা, কোনদিন কোথাও?

হা হা হা ...............
ওয়েট এন্ড সি।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৬

বিজন রয় বলেছেন: কি বুঝলেন এতদিন পরে?

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষ ভালবাসার আঁচড়ে সুখ খোঁজে অবারিত সৌন্দর্যে, মানুষ অপেক্ষায় থাকে আগামীর, মানুষ হেঁটে চলে অসীমের পথে অবিচল, মানুষ কখনো বলতে পারে না তার ইতিহাস ফুলের মতো ক্ষণস্থায়ী নয়, তবে সে দোষ মানুষের নয়, হতে পারে মৃত্যু কিংবা ঈশ্বরের!!
জীবন প্রবাহ এমনি ..........

কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

বিজন রয় বলেছেন: ফুল আর মানুষের জীবন একই রকম, তাই না?

ফুল যেমন অল্প সময়ের, মানুষের জীবনও তেমন ক্ষণস্থায়ী।
তবে ইতিহাস পৃথিবীর বয়সের সমান। তাই মানুষ খুব ছোট।

অনেক ধন্যবাদ কবীর।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

সিগনেচার নসিব বলেছেন: পড়ে গেলা্ম শুধু

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১

বিজন রয় বলেছেন: শুধু পড়ে গেলেন, কিছু বলতেও পারতেন।

আমরা কি আজকাল কথা কম বলি বা লিখি?

কি জানি নসিবে কি সিগনেচার লেখা আছে!!

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: চতুর্থ লাইক আমার !!
শুভ কামনা :)

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

বিজন রয় বলেছেন: মনিরা আপা অনেক দিন পর পেলাম আপনাকে।
মনে হয় অনেক ব্যস্ত আছেন।

কবিতায় লাইকটি ধরে রাখলাম।
অনেক অনেক শুভকামনা রইল।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ অজানার যাত্রী এক দহন রাত্রি ফেলে
মানুষ অকালের ভ্রম এক দিকশূন্য আঁধার মেলে।

কবিতা ভাল লেগেছে। ভাল থাকবেন।

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬

বিজন রয় বলেছেন: আপনার ভাললাগায় প্রীত হলাম সুজন।

মানুষ আর ফুল নিয়ে পথে নেমেছি, একটু পরেই হাওয়া।

সবসময় সাথে থাকার জন্য ধন্যবাদ।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা জীবনের । মানুষ আশা করতে ভালোবাসে । নয়তো নিশ্চিত মরণেও দূর্গ গড়ে তুলে কেন ! এ কেমন ইচ্ছে !!

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: মানুষের জীবন আসলে ফুলের চেয়েও ছোট। ফুল কিছু চায়না শুধু বিলায়, আর মানুষ শুধু চায়।
এই জন্য মানুষের জীবন এত ছোট, আর ছোট বলেই জীবনের জন্য মানুষের এত হাহাকার।

মানুষের ইচ্ছের তো শেষ নেই।
জীবন বাঁচিয়ে রাখার জন্যই তো সে ইচ্ছা, আশা, স্বপ্ন বেঁচে থাকে।

তাই মানুষ ইতিহাস হয়ে থাকুক।

ধন্যবাদ প্রিয় কথা।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা আমি তেমন একটা ভালো বুঝি না। তবে, পড়ে যেটুকু বুঝেছি তাহলো মানুষের নানাধিক তুলে ধরার চেষ্টা করেছেন।

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

বিজন রয় বলেছেন: হ্যাঁ, মানুষ, হৃদয়, মানুষের গন্তব্য, মানুষের অস্তিত্বের স্থায়ীত্ব এসবই কবিতার মূল সুর।
আপনার অনেক ধন্যবাদ কষ্টকরে আমার এখানে কথা বলার জন্য।

ভাল থাকুন।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৮

salim miya বলেছেন: আপনার লেখাটি আমার কাছে অনেক ভালো লেখেছে। আপনাকে অভিনন্দন সেই সাথে আমাদের পত্রিকায় অভিনন্দন।
দৈনিক সবুজ বাংলাদৈনিক সবুজ বাংলা

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: আমার কবিতা ভাললাগায় আপনাকে ধন্যবাদ।
আপনার পত্রিকাটি দেখলাম।

শুভকামনা রইল।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বা: দরুণ হয়েছে

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: এলেন সত্যি সত্যি!!
বাহ! ভাল লাগল।

কবিতা পড়ায় ও ভাল লাগায় কৃত্জ্ঞ।
সাথে থাকুন, ভাল থাকুন।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪

ক্লে ডল বলেছেন: ভাল লাগল।

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

বিজন রয় বলেছেন: খুব ব্যস্ত আছি। তাই উত্তর করতে দেরী হচ্ছে।
আজকেও অনেক ব্যস্ত থাকবো।

কবিতা ভাললাগায় কৃতজ্ঞ।

সাথে থাকুন।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:
মানুষের সব অস্তিত্বের গন্তব্য স্বপ্নভঙ্গের আত্মক্ষরণ
মানুষের সবশেষ দীর্ঘশ্বাস ফুলেদের ইতিহাস

এই একটু আগে ঘুম থেকে জেগেই দেখা মিলল এই
অসাধারণ একটি কবিতার, দিনটি মনে হয় ভালই
যাবে মাশাআল্লা ।
রেখে গেলাম হাজার গোলাপের শুভেচ্ছা সাথে
ফুলটির ছোট এক ইতিহাস ।
এই গোলাপ ইকুইডরে ১০০০০ ফুট উচ্চতায়
পাহাড়ে অবস্থিত ছোট আন্ডিজ শহরে বাগানে
ফুটে।আন্তর্জাতিক ফুল প্রদর্নীতে এই ফুল গুচ্ছটি
প্রথম স্থান অধিকার করে ,দামটা কততে ঊঠেছিল
তা হবেনা বলা এখানে, কারণ উপহারের দাম
বলাটা মানা । তবে তা অনুমানেরো বা্‌ইরে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪

বিজন রয় বলেছেন: দেরী করে উত্তর করছি। সময় কোথা বলুন।

সেদিনটি ভাল কেটেছিল নিশ্চয়ই।
আপনার অনেক লেখাপড়া তা আগেই বলেছি। আর প্রতিদিন নিজেকে আপডেট রাখা এটাও আপনার একটি বড় যোগ্যতা।

ব্যস্ত আছি।
কথা হতে থাকবে।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

সুমন কর বলেছেন: মানুষ কখনো বলতে পারে না তার ইতিহাস ফুলের মতো ক্ষণস্থায়ী নয়, তবে সে দোষ মানুষের নয়, হতে পারে মৃত্যু কিংবা ঈশ্বরের!! --- সুন্দর লিখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩

বিজন রয় বলেছেন: আত্মায় আর ফুলে নাম লেখালাম।

শুভকামনা।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

আখেনাটেন বলেছেন: মানুষ ভালবাসার আঁচড়ে সুখ খোঁজে অবারিত সৌন্দর্যে, মানুষ অপেক্ষায় থাকে আগামীর, মানুষ হেঁটে চলে অসীমের পথে অবিচল, মানুষ কখনো বলতে পারে না তার ইতিহাস ফুলের মতো ক্ষণস্থায়ী নয়, তবে সে দোষ মানুষের নয়, হতে পারে মৃত্যু কিংবা ঈশ্বরের!!--ভালো লিখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ পড়ে কোড করার জন্য।
আবার কথা হোক।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




মানুষ যেখানে যতোদূরেই রয়
শেষ গন্তব্য মাটির কোলেই হয় ।

অবারিত সৌন্দর্যে খুঁজুক সে ভালোবাসা
অনন্তকাল রহিবে ধরণীতে , এ মিছে আশা ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: মানুষের জীবন ফুলের মতো।
এই আছে এই নেই।

ধন্যবাদ আর শুভকামনা।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

বিজন রয় বলেছেন: প্রামানিক ভাই কেমন আছেন?

আপনাকে ব্লগে কম দেখা যাচ্ছে।

শুভকামনা রইল।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

অলওয়েজ ড্রিম বলেছেন: মানুষগুলো যখন অস্তমিত হয় দিকচিহ্ণহীন ধূসরে
অভিমানের আর কি অবশেষ থাকে,

আসলেইতো অস্ত যাওয়া মানুষের প্রতি অভিমান রেখে কীইবা লাভ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: জীবন মানে যার নিশ্চিত যবনিকা আছে। ফুল মানে যে নিশ্চিত নি:শেষ হয়।

ধন্যবাদ ড্রিম।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরের জন্য ধন্যবাদ,

ফুল আর মানুষের জীবন একই রকম, তাই না?

ফুল তো নিজের জন্য ফোটে না, মানুষও কি তাই ?

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: ফুল মৌন, মানুষ মুখর। ফুল স্থির, মানুষ চলন্ত।

আবারো ধন্যবাদ।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: মানুষ কখনো বলতে পারে না তার ইতিহাস ফুলের মতো ক্ষণস্থায়ী নয়, তবে সে দোষ মানুষের নয়, হতে পারে মৃত্যু কিংবা ঈশ্বরের!!.......সুন্দর লিখেছেন, নামের মাঝেও মুন্সিয়ানা আছে, ভালোলাগা জানিয়ে গেলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

বিজন রয় বলেছেন: আপনার ভাললাগা আমার সুদর্শন।

সাদা সাদা আরো সাদা.................

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন:

০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

বিজন রয় বলেছেন: গতকালের চা এখনো গরম আছে, যাই পান করি।
হ্ হ্ হ্ হ্ ।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্যে ১২ তম লাইক।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

বিজন রয় বলেছেন: রোল নম্বর ২১?
উপস্থিত স্যার।

২১তম ভাললাগা।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত কাব্যকথন!

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

বিজন রয় বলেছেন: ছোট কথায় অনেক বলে দিয়েছেন।
বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯

আলোরিকা বলেছেন: কেননা.............
মানুষ ভালবাসার আঁচড়ে সুখ খোঁজে অবারিত সৌন্দর্যে, মানুষ অপেক্ষায় থাকে আগামীর, মানুষ হেঁটে চলে অসীমের পথে অবিচল, মানুষ কখনো বলতে পারে না তার ইতিহাস ফুলের মতো ক্ষণস্থায়ী নয়, তবে সে দোষ মানুষের নয়, হতে পারে মৃত্যু কিংবা ঈশ্বরের!---- সুন্দর !

তবে , ফুল ক্ষণস্থায়ী জীবনে তার সৌন্দর্যে , সুবাসে তার চারপাশ যেভাবে মোহিত করে তোলে অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী জীবনে কজন মানুষ তা পারে !

শুভ হোক নতুন বছর :)

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

বিজন রয় বলেছেন: দেরী করে উত্তর করার জন্য দুঃখিত!

কালের বয়সের তুলনায় মানুষের জীবন খুবই ছোট। এই জন্য জীবনের জন্য মানুষের অনেক হাহাকার।
মানুষের জীবনটাও ফুলের মতো সুন্দর।

অনেক ধন্যবাদ আলোরিকা।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

আলপনা তালুকদার বলেছেন: চমৎকার! ভাল লাগলো।

আমি কিছু কিছু সম্মানিত ব্লগারের বানান ভুলের অসাধারণ প্রতিভায় এতটাই বিমোহিত যে প্রায়ই মনে হচ্ছে ব্লগ ছেড়ে পালিয়ে বাঁচি। কারণ এত ভুল সহ্য করতে পারছিনা।

কিছু মনে না করলে আমাকে আপনার ইমেইল নাম্বারটা কি দেয়া যায়? কিছু কথা শেয়ার করার খুব তাগিদ বোধ করছি।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২

বিজন রয় বলেছেন: হা হা হা ........
ব্লগে বানান ভুলের অনেক কারণ আছে। কোনটা রেখে কোনটা বলি।

তবে আপনাকে অনুরোধ করবো ধৈর্য্য ধরতে। অনেকে তো বাংলা ঠিক মতো লিখতেই পারে না। তাদেরকে আমরা ভুল ঠিক করে নেওয়ার জন্য পথ দেখাতে পারি।

ব্লগতো একটি বিচিত্র জায়গা, সেটা আমরা মেনে নিতে পারি, তাই না।

ইমেইল নাম্বারটা দেওয়া যাবে না। কিছু কথা অবশ্যই শেয়ারিং হবে।
অপেক্ষা করুন।

ধন্যবাদ ও শুভকামনা।

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

তারুবীর বলেছেন: জীবনের সাথে মিশে যাও্য়া কথা।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩

বিজন রয় বলেছেন: অনেক গভীরের। ধরতে পেরেছেন।

ধন্যবাদ।

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মানুষের সব অস্তিত্বের গন্তব্য স্বপ্নভঙ্গের আত্মক্ষরণ
মানুষের সবশেষ দীর্ঘশ্বাস ফুলেদের ইতিহাস।


খুব ভাল লাগল, পুরোটাই।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫

বিজন রয় বলেছেন: আপনার ভাল লাগাতে পারাটা একটি মাপকাঠি হিসেবে নিলাম।

ধন্যবাদ।

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৭

সায়েদা সোহেলী বলেছেন: ভালো লিখেছেন

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫

বিজন রয় বলেছেন: আপনার ভাললাগায় ধন্য হলাম।

অনেক ধন্যবাদ।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

অগ্নি সারথি বলেছেন: মানুষের সব অস্তিত্বের গন্তব্য স্বপ্নভঙ্গের আত্মক্ষরণ
মানুষের সবশেষ দীর্ঘশ্বাস ফুলেদের ইতিহাস।
- :( :( :(

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

বিজন রয় বলেছেন: মানুষের ইতিহাস ফুলের মতোই হোক।

ধন্যবাদ অগ্নি।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫

কাছের-মানুষ বলেছেন: মানুষগুলো যখন অস্তমিত হয় দিকচিহ্ণহীন ধূসরে
অভিমানের আর কি অবশেষ থাকে,
হৃদয়ের অন্তরঙ্গ সুখগুলো পূর্ণতার
অভিব্যক্তি হয়ে উঠতেই উঠতেই বিসর্জন!

চমৎকার কবিতা । অনেক শুভ কামনা রইল । :)

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭

বিজন রয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ আর অনেক শুভকামনা।

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



মানুষের সময় সীমিত, শিক্ষিত মানুষের ভাবনা সীমাহীন; এখানে একটা দ্বন্দ্বের সৃস্টি হয়েছে, এটার সমাধান হয়তো হবে না।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: মানুষের কোন সমাধান নেই।
মানুষ একটি গোলকধাঁধা।

৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

এফ.কে আশিক বলেছেন: দারুণ লিখেছেন, কবিতায় ভালো লাগা রইল.....।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: ধন্যবাদ আর ভালথাকার শুভকামনা।

৩২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬

অদৃশ্য বলেছেন:



ভালোলেগেছে... ভাবনাগুলো দারূন...

শুভকামনা...

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

বিজন রয় বলেছেন: মানুষগুলো যখন খুব জীবন্ত হয়ে ওঠে
মৃত্যু আর উপেক্ষায়
হৃদয়ের তখন আত্মবেদনায় নিমজ্জন!

আপনাকে দেখে ভাল লাগল প্রিয় অদৃশ্য।
ভাল থাকুন।

৩৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

কামরুন নাহার বীথি বলেছেন:
মানুষের সব অস্তিত্বের গন্তব্য স্বপ্নভঙ্গের আত্মক্ষরণ
মানুষের সবশেষ দীর্ঘশ্বাস ফুলেদের ইতিহাস
।---- অসাধারণ!!

শুভকামনা সতত!!!!

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১

বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপা।

আপনার উপস্থিতি সদাহাস্যময়।

ভাল থাকুন।

৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০২

আরজু পনি বলেছেন: স্বপ্নভঙ্গের আত্মক্ষরণ
কী দারুণ একটা কথা লিখেছেন।

কবিতায় ভালো লাগা রইল।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: আপনাকে ধন্যবাদ আরজু পনি।

আপনি কবিতা পছন্দ করেন কি না জানিনা।
তবে আমার কবিতা যে ভাল লাগিয়েছেন, সেটা দেখে ভাল লাগছে।

শুভকামনা।

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

জুন বলেছেন: মানুষের বিভিন্ন অনুভুতি আর ভাবনা নিয়ে লেখায় অনেক ভালোলাগা রইলো বিজন রয় ।
+

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

বিজন রয় বলেছেন: মানুষের অনুভূতিগুলোর কোন দিক নেই।
সব কেবল সামনে চলে।

ধন্যবাদ জুন আপা।

৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: শিরোনাম, ছবি ও কবিতা- সবই চমৎকার!
কিছু গভীর ভাবনার পংক্তিমালাঃ
মানুষ অজানার যাত্রী এক দহন রাত্রি ফেলে
মানুষ অকালের ভ্রম এক দিকশূন্য আঁধার মেলে।
---
মানুষের সব অস্তিত্বের গন্তব্য স্বপ্নভঙ্গের আত্মক্ষরণ
মানুষের সবশেষ দীর্ঘশ্বাস ফুলেদের ইতিহাস।---
আর আপনার মন্তব্য থেকেও আরেকটি কথাঃ
তবে ইতিহাস পৃথিবীর বয়সের সমান। তাই মানুষ খুব ছোট।---
আপাততঃ এ টুকুই। পরে আবারো একবার আসবো বলে আশা রাখি।
সুন্দর এ কবিতায় প্লাস + + রেখে গেলাম।



২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: তবে ইতিহাস পৃথিবীর বয়সের সমান। তাই মানুষ খুব ছোট।--- কথাটি খারাপ না।

আপনার অতুলনীয় আন্তরিকতায় সবসময় সিক্ত হই।

অনেক অনেক শুভকামনা।

৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো ভাইয়া।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: আরে আপনি!! এত কম আসেন কেন ব্লগে?

ভাল থাকুন।

৩৮| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

অতৃপ্তচোখ বলেছেন: একরাশ ভাল লাগা রেখে গেলাম দাদা।
একবুক ভালোবাসা কবির প্রতি

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

বিজন রয় বলেছেন: হা হা হা, এক বুক ভালবাসা নিয়ে একটি কবিতা লিখতে হবে।

ভাল থাকেন অতৃপ্তভ

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১২

বিজন রয় বলেছেন: .

৩৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আশা রাখি আরো ভালো কিছু পাবো।
চালিয়ে যান ভাই।


যাই হোক আমি ব্লগে নতুন।
আমার প্রোফাইল ঘুড়ে আসবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

বিজন রয় বলেছেন: অবশ্যই ভাল কিছু পাবেন।

ধন্যবাদ আমার এখানে আসার জন্য।
শুভকামনা।

৪০| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৩

মহা সমন্বয় বলেছেন: মানুষ ভালবাসার আঁচড়ে সুখ খোঁজে অবারিত সৌন্দর্যে, মানুষ অপেক্ষায় থাকে আগামীর, মানুষ হেঁটে চলে অসীমের পথে অবিচল, মানুষ কখনো বলতে পারে না তার ইতিহাস ফুলের মতো ক্ষণস্থায়ী নয়, তবে সে দোষ মানুষের নয়, হতে পারে মৃত্যু কিংবা ঈশ্বরের!![/su

দারুণ। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮

বিজন রয় বলেছেন: কি আমার ফলাফল! কি আমার অভিমাত্রা!!
আপনাকে দিতে পারিনি সোনালী রোদের কিনার।

৪১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

শিখা রহমান বলেছেন: "মানুষের সব অস্তিত্বের গন্তব্য স্বপ্নভঙ্গের আত্মক্ষরণ
মানুষের সবশেষ দীর্ঘশ্বাস ফুলেদের ইতিহাস।" কি অদ্ভুত সুন্দর সত্যি কথা!! একমাত্র কবিরাই সত্যি সুন্দর করে বলতে পারেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

বিজন রয় বলেছেন: আপনি আমাকে কবি বলে কেন? আমি কবি নই, সৌখিন।

দেরী করে উত্তর করলাম।
আবার ফুলেদের ইতিহাসে নাম লিখিয়ে ফেলবেন না।

ধন্যবাদ।

৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো আপনার এই জীবনের হিসাব নিকাশ। সত্যিই তো মানুষের জীবন ফুলের মতোই ক্ষণস্থায়ী। এই অল্প সময়ে জীবনকে সাজানো গুছানো করতেই শেষ। এই দোষ মানুষের না।


ভালোবাসা রইল কবিতায়। কবির প্রতি কৃতজ্ঞতা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

বিজন রয় বলেছেন: অনেক দেরিতে উত্তর করলাম নয়ন।

কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।

৪৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১০

চাঁদগাজী বলেছেন:


উলকার মতো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

বিজন রয় বলেছেন: অন্য কারো বলতে যেয়ে এই কথাটি কি আমাকেই বলে দিলেন?

৪৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাই।


আমি চোরদের ঠেকাইতে পারছিনা ভাই। কষ্ট তো এটুকুই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

বিজন রয় বলেছেন: আমাদের দেশে বেশিরভাগ মানুষ লিখতে পারেনা এবং আজকাল ছেলেমেয়েরা তো একদমই ক্রিয়েটিভ নয়, হাতেগোনা কয়েকজন ছাড়া। এই ব্লগেই দেখবেন প্রায় ২০০০০০ এর উপর ব্লগার, কিন্তু ভাল লেখা লিখতে পারে কজন!!

তাই তারা চুরি করে। তাদের দোষ দিয়ে লাভ নেই। বরং আমরা প্রতিকারের ব্যবস্থা নিয়ে পারি। যেমন, ভাল লেখাগুলো ব্লগে বা ফেসবুকে প্রকাশ করার দরকার নেই।

মন খারাপ করবেন না, লেখা চুরি করে বরং সে শিক্ষিত হবে।

ধন্যবাদ, ভাল থাকুন।

৪৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রিপ্লে তে প্রেরণা পেলাম দাদা। করুক চুরি, তবুও লেখবোই। আমার লিখতেই ভালো লাগে।



মন খারাপ করিনি দাদা, মন সংকোচিত হয়েছিল চোদের দৌরাত্ম্য দেখে। আপনার পরামর্শে ঠিক হয়ে গেছে।

ভালোবাসা জানবেন সবসময়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬

বিজন রয় বলেছেন: তবে তাই হোক। লেখা চলুক অবিরত। শত প্রতিকূলতার মাঝেও যেন লেখা না থামে।
যেদিন আপনার সাথে আমার দেখা হবে সেদিন আপনার লেখায় প্রকাশিত অনেকগুলো বই আমি পাবো বলে আশা রাখি।

আর চোরের ভয়ে তো আমরা লেখা থামাতে পারি না।

শুভকামনা নয়ন।

৪৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

মুহাম্মাদ শাথিল বলেছেন: মানুষ ভালবাসার আঁচড়ে সুখ খোঁজে অবারিত সৌন্দর্যে, মানুষ অপেক্ষায় থাকে আগামীর, মানুষ হেঁটে চলে অসীমের পথে অবিচল, মানুষ কখনো বলতে পারে না তার ইতিহাস ফুলের মতো ক্ষণস্থায়ী নয়, তবে সে দোষ মানুষের নয়, হতে পারে মৃত্যু কিংবা ঈশ্বরের!!

কি দারুণ কথা! একবারেই মগজস্থ হয়ে গেছে।

ভালো থাকুন বিজন'দা। আমরা আপনার কবিতার আঁচড়ে অবারিত সৌন্দর্য খুঁজেফিরি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

বিজন রয় বলেছেন: অনেক দিন পর পেলাম আপনাকে।

উদ্দীপনাময় ভাষণ। অনেক ভাল লেগেছে।
আমার কবিতার একটি তাৎপর্য খুঁজে পেলাম আপনার মন্তব্যে।

অনেক অনেক শুভকামনা।

৪৭| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: কেননা.............
মানুষ ভালবাসার আঁচড়ে সুখ খোঁজে অবারিত সৌন্দর্যে, মানুষ অপেক্ষায় থাকে আগামীর, মানুষ হেঁটে চলে অসীমের পথে অবিচল, মানুষ কখনো বলতে পারে না তার ইতিহাস ফুলের মতো ক্ষণস্থায়ী নয়, তবে সে দোষ মানুষের নয়, হতে পারে মৃত্যু কিংবা ঈশ্বরের!!

ধন্যবাদ নীলপরি।

৪৮| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

জলপাতা বলেছেন: বিপুল ভাবে পঠিত একেকটি কবিতা বলে দেয় বেশ জনপ্রিয় আপনি!! আর কবিতার মানও সেই রকম।অন্তরাত্মা থেকে উঠে আসা লেখা যেন।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৬

বিজন রয় বলেছেন: অনেক পিছনে এস কথা বলে গেলেন!!
এত বেশি আন্তরিক আপনি। আপনি অবশ্যই কোমল ও অমায়িক হৃদয়ের মানুষ।

আমার দুটি কবিতায় দুটো মন্তব্য করলেন।
দুটোই হৃদয়ছোঁয়া ও মনে রাখার মতো।

এভাবেই তো একে অন্যের সহচর হতে হয়।
অনেক অনেক ভাল লেগেছে আপনার কথাগুলো।

সাথে থাকুন, এভাবেই কথা বলুন।

৪৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

লেখোয়াড়. বলেছেন: আপনার কবিতা পড়ে আমার আবার ব্লগে আসতে ইচ্ছে করে।
আবার কবিতা পোস্ট দিতে ইচ্ছে করে।

লিখে যান।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: আপনি আর নিয়মিত হলেন না!

হুট করে আসেন আর দু কথা বলে চলে যান।

যা হোক শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.