নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

কবিদের আত্মবেদনা ও কবিতার অস্তিত্ব

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৭



কবিদের আত্মবেদনাগুলোর
অন্ত্যমিল একই,
দীর্ঘঃশ্বাস কিংবা দহন।

কবিহৃদয়ের এই লেনদেনগুলো
দুঃখ, তাপ আর শোকে নির্যাতিত,
কবি এখানেই বেদনার্ত হতে চায়
অক্ষরে, শব্দে আর বিস্ময়বোধে........

নিখিল ভূবনে কবির অন্তরের প্রতিবিম্ব কী, কবির হৃদয়ের স্মৃতিচিহ্ণের বিপন্ন অস্তিত্বগুলো কেমন, কবির আত্মার প্রগাঢ় বন্ধন কখন ছিন্ন হয়ে যায়, কবির জীবনের প্রতিটি সত্ত্বা কখন বিন্দু বিন্দু উজ্জ্বল হয়ে ওঠে!!

কবির কি মুল্য আছে স্বপ্নে বা দুঃস্বপ্নে, স্থায়িত্বে বা বিপন্নতায়?
সৃষ্টির ভাবে-বৈভাবে কবি কখনো অতিজাগতিক, কখনো অতিপ্রাকৃত আবার কখনো কখনো অবিনশ্বর।

কবির দায়বদ্ধতা, কবির কালোত্তীর্ণ হওয়া আলোর দিব্যাক্ষরে অবতীর্ণ এক দেবশিশু, বহুবর্ণময়তায় মুগ্ধতার ব্যুহ ভেদ করে প্রশ্নহীন কবির ব্রতকথা, তাই কবি এক রহস্যময় ব্রহ্মস্বরূপ!!

আর এখানেই প্রোত্থিত কবিতার সব উত্তর।

মন্তব্য ১২৬ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++++

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++++

২| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: শিরাজের নওরোজে...
ফাল্গুন মাসে.......
যেন তার প্রিয়ার সমাধির পাশে.....
তরুণ ইরান কবি, কাঁদে নিরজনে.....
ঝরা বন গোলাপের বিলাপ শুনে.....

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: অনেক দিন পর আমাকে মন্তব্য করলেন!

এটা কার, কি কবিতা?

আমার পোস্টের সাথে এটার সম্পর্ক কি?

৩| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯

সিফটিপিন বলেছেন: কবিরা ভালু না, সব যায়গাই হানা দেয়।




আপনি ভালু।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

বিজন রয় বলেছেন: হা হা হা .........
কেমন আছেন?

তা কবিরা কোথায় কোথায় হানা দেয় একটু বলবেন কি?

৪| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: সম্পর্ক আছে! :)

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: সেটাই জানতে চেয়েছি।

কখন বলবেন?

যদি বলতেন তাহলে আমি আরো একটি কবিতা লিখতে পারতাম।

৫| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

গেম চেঞ্জার বলেছেন: কবিতা হলো মাথার মধ্যে বসবাস করা একটা চুলকানি, এটা চুলকালে কবিদের আরাম বোধ হয়! এটাই কবিতার উৎস বলে বোধ করি।

(আছেন ভাল?)

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: হা হা হা ......

"চুলকানি".....শব্দের অনেক অর্থ হয়, কিন্তু কবির কাছে তা শুধুমাত্র সন্তানসম্ভবা।

মাঝের কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম।

আপনি ভাল থাকেন গেম।

৬| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

সামিয়া বলেছেন: থিম ছবিটি ভালো লেগেছে। আর প্রতিটি লাইন প্রতিটি শব্দ চিন্তা ঠিক ঠিক জায়গা মত বসিয়ে দিয়েছেন। দারুন লিখেছেন কবি।। শুভকামনা।।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: ছবিটি হলো কবিতার ফলাফল, যা কবির বহুমুখী প্রসার।

প্রতিটি লাইনে আপনার পরশ পেয়ে ধন্য হয়েছে।
সাথে এই লেখকও।

ভাল থাকুন সামিয়া।

৭| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩

ধুতরার ফুল বলেছেন: বেশ চমৎকার লাগল। বড় বড় কবিদের ভীড়ে আর কিছু বলার সাহস দেখাতেও দুঃসাহস লাগে। :-P

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪

বিজন রয় বলেছেন: আমি আর বড় হলাম কোথায়! এই ব্লগে অনেক ভাল এবং বড় লেখক আছেন।

আপনাকে অনেক ধন্যবাদ আমার এই লেখাটি পড়ার জন্য।

ভাল থাকবেন সবসময়।

৮| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দিন পর খুব সুন্দর একটা বিষয় নিয়ে সুন্দর লেখা উপহার দিয়েছেন দাদা। আপনার প্রশ্ন গুলোর উত্তর আমি পারিনা দিতে। আমি পড়ে তৃপ্ত হয়েছি, মুগ্ধতা জানিয়ে গেলাম।

সৃষ্টির ভাবে-বৈভাবে কবি কখনো অতিজাগতিক, কখনো অতিপ্রাকৃত আবার কখনো কখনো অবিনশ্বর। অসাধারণ কথা তুলে এনেছেন পোষ্টে। গ্রেট।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৭

বিজন রয় বলেছেন: আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ নয়ন।

আমি খুব স্বল্প কথায় চেষ্টা করেছি কবি কে এবং কবিতা কি বলতে।

আসলে এই দুটোর বিশালতা অনেক অনেক বড়।
আমার লেখাটি তার মধ্যে থেকে একটি বিন্দু মাত্র।

শুভকামনা রইল।

৯| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা কবির মনের প্রতিচ্ছবি।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: বেশ কয়েকদিন ব্লগে কথা বলতে পারিনি।
আপনাদেরকে এক এক করে পাচ্ছি সে জন্য ভাল লাগছে।

এই প্রতিচ্ছবি যেন সবসময় প্রকাশিত থাকে।

তবেই না কবিতা স্বার্থক।

সবসময় ভাল থাকুন সোহেল।

১০| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৩

রাতু০১ বলেছেন: রহস্যময় ব্রহ্মস্বরূপ!! :D

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪

বিজন রয় বলেছেন: কবিতা অনিবার্যভাবে অবয়বহীন, বর্ণহীন, স্পর্শগন্ধহীন। কবিতা উদ্দীপনাময় দেবীর মূর্তি, কবিতা অমৃতলোকের মায়াবী অনুভব।
আর কবিতার উদয়ন যে কল্পনালোকে, সেটার কবিরই প্রতিবিম্ব।

সেটাই চেনাজানাহীন রহস্যময়তা।
ব্রহ্মস্বরূপ!!

জায়গা মতো স্পর্শ করেছেন।
ভাল লেগেছে।

অনেক অনেক ধন্যবাদ।

১১| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


এত কিছুর পরও, কবিরা কেন কবিতা লিখতে চান; মানব থেকে দেবশিশু হওয়ার লোভ?

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: কবিরা মানুষকে ভালবাসে বলেই কবিতা লিখতে চান।

কবির কালোত্তীর্ণ হওয়া আলোর দিব্যাক্ষরে অবতীর্ণ এক দেবশিশু, বহুবর্ণময়তায় মুগ্ধতার ব্যুহ ভেদ করে প্রশ্নহীন কবির ব্রতকথা............... এখানেই তো উত্তর দেওয়া আছে।

মানুষ যখন কবি হয়ে ওঠে নিশ্চয়ই পার্থিব প্রাপ্তি ভুলে যায়।
একটি শব্দের জন্য অপেক্ষা করতে করতে কবিকে অনেক সময় শিশু হতে হয় বৈকি।
হয়তো দেবশিশু!!

১২| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে

শুভেচ্ছা কবি দাদাকে

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

বিজন রয় বলেছেন: আপনার শুভেচ্ছা হৃদয়ভরে নিলাম।
আপনার উৎসাহ সময় সময় উদীপ্ত করে।

অনেক অনেক শুভকামনা।

১৩| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২১

শূন্যনীড় বলেছেন: অসাধারণ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কবি ও কবিতা সম্পর্কে

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: যখনই অাকস্মিক একটি শব্দ আবিস্কার করি তখনই মনে হয় এটি কি কবিতার সাথে যাবে!

কিন্ত আপনাদের মন্তব্য পেয়ে মনে হয় কিছু একটি বোধহয় হয়েছে।

অসাধারণ কথাটি সবসময় বড় হতে সাহায্য করে।

আপনাকে মনে থাকবে।

১৪| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

আখেনাটেন বলেছেন: অাপসোস। কাব্য পয়দা করা এ জীবনে হল না।

ভালো লাগল পড়ে। ভালো থাকুন কবি।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২

বিজন রয় বলেছেন: হা হা হা .....

আপনার যেমন কথা।
আশাকরি অচিরেই আপনার ব্লগে একটি কবিতা পোস্ট পাবো।

অনেক ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্য প্রিয় ব্লগার।
ভাল থাকুন।

১৫| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮

আখেনাটেন বলেছেন:
'এ হবার লয়'। দাদা

মাঝে মাঝে কাব্যের প্রসব বেদনা উঠলেও সেই লেবার পেইন ততটা তীব্র নয় যতটা হলে কাব্যের কচিমুখ ভোরের অালো দেখবে। :P

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৭

বিজন রয় বলেছেন: হা হা হা .......

কবিদের প্রসববেদনা বড়ই রোমাঞ্চকর।
তাই একবার কনসিভ করেই দেখুন না!!

কিছু না হোক, একটি জন্ম তো হতেই পারে।

হা হা হা .........
আবারো অনেক ধন্যবাদ।

১৬| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮

সিফটিপিন বলেছেন: হা হা হা .........
কেমন আছেন?

তা কবিরা কোথায় কোথায় হানা দেয় একটু বলবেন কি?


হা হা এইখানেই তো কবি এক রহস্যময়।


৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৯

বিজন রয় বলেছেন: রহস্যময় ও ব্রহ্মস্বরূপ!!
ঠিক ধরেছেন।

তাহলে রহস্যটি অজানাই থাকুক, অজানাতেই তো রহস্যের স্বার্থকতা।

সুখে থাকুন সিফটিফিন।

১৭| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ! আর কিছু বলতে পারছিনা। কেমন আছেন দাদা? বহুদিন পর এলেন। ভালো থাকুন।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৩

বিজন রয় বলেছেন: আরে না না। বহুদিন নয়, প্রতিদিন ব্লগে লগইন হয়েছি, কিন্তু ফুসরত কম ছিল তাই পোস্ট দেওয়া হয়নি। পোস্ট দিলে তো আবার উত্তর করতে হবে।

এই লেখাটি পড়ে আপনার অনুভূতি আমাকে ছুঁয়ে গেল।

আমাকে এভাবে মনে রাখার জন্য আমি কৃতজ্ঞ।
আপনার আন্তরিকতা স্পর্শময়।

সুন্দর।

১৮| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

অর্ক বলেছেন: দারুণ ভালো লাগলো! অল্প কথা কিন্তু এর গভীরতা বিরাট। অনেককিছু জানার, বোঝার আছে।
জানি না কেন, বেশ কিছুদিন আপনার কোনও বিচরণ নেই ব্লগে! ভয়ই পেয়েছিলাম যে ব্লগ ছেড়ে দিলেন নাকি আবার! আপনার মতো দলমত নিরপেক্ষ সৎ ব্লগারের দারুণ প্রয়োজন ব্লগে। আপনি বোঝেন কতো প্রতিকূলতার মাঝে আমাদের শুভ, মুক্তবুদ্ধিরর চর্চা করতে হয়। আপনার উপস্থিতি সবসময় আমাদের উদ্দীপিত করে। আশা করি আবার আগের মতো সরব হবেন ব্লগে।
অফুরন্ত শুভেচ্ছা। ভালো থাকুন সদা।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩১

বিজন রয় বলেছেন: আমি কিন্তু খুব দূরে যাইনি। প্রতিদিন ব্লগে লগইন থেকেছি। শুধু পোস্ট দেওয়া হয়নি, তেমন কথা বলা হয়নি। না না, অত সহজে কি আর ব্লগ ছাড়া যায়!

এই ব্লগটিতে আসলে মুক্তবুদ্ধির চর্চা বেশ কঠিন হয়ে পড়েছে।
তবুও শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালাতে হবে। স্পেস দিয়ে দিলে তো হেরেই গেলাম।
লড়তে লড়তে শেষ হওয়ার মাঝে গর্ব করা যায়।

কিন্ত অনেক ভাল ব্লগার ব্লগে ছেড়ে দিয়েছেন।
এটা মানতে আমার কষ্ট হয়।

আমি অবশ্যই ব্লগে সরব থাকবো।

আপনার মন্তব্য নিশ্চয়ই আমাকে অনেক উৎসাহ দিয়েছে।
সাথে থাকুন প্রিয় অর্ক।

১৯| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: সৃষ্টির ভাবে-বৈভাবে কবি কখনো অতিজাগতিক, কখনো অতিপ্রাকৃত আবার কখনো কখনো অবিনশ্বর।
সঠিক বিশ্লেষন বিজন রয় । অনেক ভালোলাগা রইলো ।
+

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

বিজন রয় বলেছেন: জুন আপা, আপনাকে পেয়ে পুলকিত।

অতিন্দ্রীয় স্পর্শ পেতে কবিতার কাছে কবিকে আসতেই হয়।
আর মানুষকে আসতে হয় কবির কাছে।

অনেক ধন্যবাদ।
আপনার ভাললাগা আমার প্রেরণা।

২০| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবির কি মুল্য আছে স্বপ্নে বা দুঃস্বপ্নে, স্থায়িত্বে বা বিপন্নতায়?
সৃষ্টির ভাবে-বৈভাবে কবি কখনো অতিজাগতিক, কখনো অতিপ্রাকৃত আবার কখনো কখনো অবিনশ্বর।


কঠিন বিশ্লেষন +
ভালো লাগা রইলো ।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫০

বিজন রয় বলেছেন: কবি সাধারণতঃ অসাধারণ।
সাধারণ মানুষ তাকে ছুঁতে পারে কই।

আর ছুঁতে না পারাটাই কবিকে করেছে অতিজাগতিক আর অবিনশ্বর।

ভাল লেগেছে কবীর।

২১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৬

উম্মে সায়মা বলেছেন: কবিমনের কথা সকল কবিদের পক্ষ হতে খুব সুন্দর করে কবিতায় তুলে ধরেছেন। ভালো লাগল বিজনদা

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: এই তো, অল্প একটু চেষ্টা করেছি।
আপনাদের ভাললাগায় আমি বিভোর হয়ে উঠছি।

আমাকে কবিমনের প্রতিনিধি করে দিলেন!!

অনেক অনেক শুভকামনা সায়মা।

২২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি কবিতা লিখতে চেষ্টা করিনা তাই কবি হওয়ার সাধ কখনো হয়নি।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৬

বিজন রয় বলেছেন: একটুখানি চেষ্টা করে দেখুন না!
দেখবেন আপনার চারপাশটি কেমন অানমনায় ভরে উঠবে।
আপনার সমগ্র সত্ত্বা বিন্দু বিন্দু করে উজ্জ্বল হবে।

লিখবেন তো??

২৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪১

মেরিনার বলেছেন: এমন কথা প্রচলিত রয়েছে যে, "আধা গ্লাস" পানিকে দুই ধরণের মানুষ দুই ভাবে দেখেন বা বর্ণনা করেন: কেউ বলেন গ্লাসটা অর্ধেক ভরা, আবার কেউ বলবেন অর্ধেক খালি! উপরের মন্তব্যগুলো যারা করেছেন, তারা প্রায় সবাই প্রথম দলের। আমি না হয় দ্বিতীয় দলের হয়েই কথা বলি। আমার অভিজ্ঞতায়, কবিদের সবচেয়ে ভালো বর্ণনা করেছেন কবিদের সৃষ্টিকর্তা। কুর'আনে কবিদের নামে নামকরণ করা একটি সূরাহ্ হচ্ছে "সূরাহ্ শুয়ারা" (কবিগণ)। এই সূরাহর এক জায়গায় আল্লাহ্ বলেন:

"আমি কি তোমাদেরকে সংবাদ দেব, কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট। তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে। তুমি কি লক্ষ্য করো নি যে, তারা (কল্পনার) প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়? আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না। তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা ছাড়া......।" (কুর'আন, ২৬:২২১~২২৭).

"আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না" - এই কথাটা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনান্দ থেকে শুরু করে পৃথিবীর প্রায় সকল কবির বেলায় প্রযোজ্য। ইসলামী পরিভাষায় এই বৈশিষ্ট্যকে "নিফাক" (hypocrisy) বলে। সত্যিই এই "শিল্পের" শাখা প্রশাখাগুলোও নিফাকে পরিপূর্ণ। তাই তো দেখা যায়, "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য....." এমন কথায় আমাদের মুগ্ধ করেও কেউ ঘৃণা ছড়ানো "বি.জে.পি."-র টিকেটে নির্বাচন করতে পারেন!

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৯

বিজন রয় বলেছেন: বেশ তো!

আমি এই ভেবে অবাক হচ্ছি যে, আমার এই সামান্য একটি লেখায় আপনি কত বড় মন্তব্য করেছেন! বড়টা অবশ্যই গভীরতা ও বিস্তারের দিক বিবেচনা করে বলছি।

সৃষ্টিকর্তা, কুর'আন, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, ভূপেন হাজারিকা, বি. জে, পি. র মতো রাজনৈতিক দল অনেক কিছুই এসেছে আপনার মন্তব্যে। কিন্তু আপনার এসবের ঠিক মতো উত্তর করতে হলে তো আমার কবিতাটি গৌণ হয়ে যাবে!

তবু দুই একটি কথা বলি....

কবিদের সবচেয়ে ভালো বর্ণনা করেছেন কবিদের সৃষ্টিকর্তা।

এই কথা শুনে আমার নিজেকে নিয়ে গর্ব হচ্ছে যে, সৃষ্টিকর্তা নিজেই তার এক বান্দা'র মাধ্যমে আমার এই কবিতায় হাজির হয়েছেন। তাহলে বলতে পারি কবি এবং কবিতার অসীম ক্ষমতা রয়েছে, যা ওই সৃষ্টিকর্তারই দান।

আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে। তুমি কি লক্ষ্য করো নি যে, তারা (কল্পনার) প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়? আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না।

মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করে এটুকু বলতে পারি, তাই যদি হতো তাহলে পৃথিবীটা এত সুন্দর হতো না। হয়তো তারা সবাই সবকিছুই সুন্দরভাবে করতে পারেননি, কিন্তু কিছু কিছু তো করেছেন। যার জন্য আমরা একটি সুন্দর পৃথিবী পেয়েছি।
আপনি নিশ্চয়ই একমত হবেন কবিরা সৃষ্টিকর্তা নয়, তবে সৃষ্টিশীল, যা সৃষ্টিকর্তারই অবদান।

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"........ গানটি সৃষ্টি করে ভূপেন হাজারিকা যদি নিজেই নষ্ট হয়ে যান, তাতে তো সৃষ্টির কোন ক্ষতি নাই। কারণ মানুষ মরে যায় থেকে যায় তার সৃষ্টি। ভূপেন হাজারিকা নষ্ট হলেও "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" গানটি তো নষ্ট হয়নি।

যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা ছাড়া............ অর্থাৎ যারা ভাল কিছু সৃষ্টি করে গিয়েছেন, তাদের সেই সৃষ্টিকে আমরা গ্রহণ করতে পারি।

শিল্পের নিফাক!

সৃষ্টিকর্তা তো শিল্পের মধ্যে সততা এবং নিফাক দুটোই দিয়েছেন, আবার কবিদেরও সৃষ্টি করেছেন। তাহলে সবার আগেই তো সৃষ্টিকর্তাকে অপরাধী বলতে হয়। কিন্তু সেটা তো ভাল দেখায় না।

আসলে আপনার সব উত্তর এখানেই আছে...........তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা ছাড়া.........

আসলে সৃষ্টিকর্তা মানুষকে দিয়ে কমবেশি সবকিছু করিয়ে নিচ্ছেন।

সবশেষে আপনাকে অনেক ধন্যবাদ তাৎপর্যপূর্ণ মন্তব্য করার জন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা।









২৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিবিম্ব কি(কী) হবে
মূল্য

আমি তো উত্তরের খোঁজে এসছিলাম। আপনি প্রশ্ন ধরিয়ে দিলেন।

আত্মবেদনা একটা ধাপ। এইটা পেরিয়েই কবিতা। কিন্তু আমরা ওইখানেই আটকে যাই।
তাই কবি জীবন লিখতে গিয়ে বিষণ্নতা লিখে ফেলে। এইটা কিন্তু ব্যর্থতা। যেমন আমি।

কবিতার অস্তিত্ব কোথায় নাই এইটা একটা প্রশ্ন হতে পারে।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৮

বিজন রয় বলেছেন: কবিতার অস্তিত্ব কোথায় নাই এইটা একটা প্রশ্ন হতে পারে।

.......... হা হা হা .......... ২৩ নম্বর মন্তব্যটি পড়েন উত্তর পেয়ে যাবেন, তবে বিভ্রান্ত হয়েন না যেন।

যাকগে.......... ধরুন..... কারো শাঁড়ির আঁচলে হলুদ শর্ষের রঙ লাগলকি সকালের সোনালি রোদে মেখে, তা দেখে আপনার মনটা কি আজ একটু বেশি ভাল হয় না?

কবিদের জলের মতো হৃদয়ে ভালবাসার বুদবুদ ওঠে অহরহ, ভুলে কি অভুলে, কবি তাই ভোরের গোলাপ ফুটে ওঠার জন্য সারা রাত জেগে থেকে অপেক্ষা করে। খেলাঘর ভেঙে গেলে অনেকেই আর উত্তাপ পায় না, কিন্তু কবিরা পায়।

এটা আত্মবেদনা নয়, আত্মঅহংকার।
এটা পাপ নয়, এটা কবি হৃদয়ে কবিতার জন্মসূত্র।

ভাললাগা নিয়ে যান।

২৫| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:

কবিতা ও লেখা হয়েছে অসাধারণ

কবিহৃদয়ের এই লেনদেনগুলো
দুঃখ, তাপ আর শোকে নির্যাতিত,
কবি এখানেই বেদনার্ত হতে চায়
অক্ষরে, শব্দে আর বিস্ময়বোধে........


একসাথে লাইক ও প্রিয়তে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩১

বিজন রয় বলেছেন: আপনি আজকাল ব্লগেও আসেন না, পোস্টও দেন না, কথা বলেন কম, কোন খোঁজ খবরও রাখেন না।
আরে ভাই, ভালমন্দ একটি সংবাদ তো দিতে পারেন।

আপনার বর্তমান সবকিছু আমাকে জানান।
খুব বেশি ফিল করি আপনাকে।

২৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: দারুণ লিখেছেন। ভালো লাগা রইলো।


অ.ট.: মাঝে মাঝে ব্লগ থেকে বুমমম হয়ে যান, দেখি !!

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৪

বিজন রয় বলেছেন: মাঝে মাঝে কর্মমুখর হয়ে পড়ি যে!

তবুও ব্লগ কিন্তু ছাড়িনি।
প্রতিদিন লগইন হয়েছি।

শুধু কথা বলিনি।

সুমনদা, এভাবে নাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

২৭| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




এমন কাব্যিক শব্দের মূর্ছনায় সুর তুলে কবির বেহালায় যে রাগিনী বাজিয়ে গেলেন তাতেই প্রোত্থিত আছে উত্তর, এই লেখার । কথার ছড় টেনে টেনে যে ঝংকার বইয়ে দিলেন তা বোধগম্য শুধু তেমন কবির কাছেই যিনি স্বরগমের উত্থান পতনের অর্থ খুঁজে পান, মনের ভূবনে যার অন্তরের প্রতিবিম্ব ছায়া ফেলে !

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৮

বিজন রয় বলেছেন: কি সুন্দর কাব্যময় মন্তব্য! মনটা জুড়িয়ে গেল।
কবিতা না লিখেও অনেকে কবি হতে পারে, আর আপনি কবিতার মানুষ। তার নিকট থেকে তো এমনই মাতাল সুর শুনতে পাবো।

কবির আত্মার নিঃসঙ্গ স্বর আর আকুলতাগুলো আপনি শুনতে পেয়েছেন।
এটাই হয়তোবা কবিমনের দিব্যকথনের অন্তরঙ্গ ধ্বনি।

কবির চোখে লুকাতে চায় স্বস্তির বাতাস, সে চোখের লোনাজলে কুয়াশা মিশে সোনালি রোদ হয়ে উড়ে যায়, কবিতা বলে আমি মরিনি................... আমি মরতে পারিনি।

আপনিও বেঁচে আছেন আমার হৃদয়ে আহমেদ জী এস!!

২৮| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ২৩ নং মন্তব্যের ঘরে মরিনার ভাই, আপনি তো চিন্তায় ফেলে দিলেন ভাই!! যাঁদেরকে আল্লাহ্ নিজেই তিরস্কার করেছেন, তাঁদেরকে নিজের মধ্যে ধারণ করতে চাই!! কি করি বলেন তো!!

তবে, ভরসা একটু "তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা ছাড়া......।" (কুর'আন, ২৬:২২১~২২৭)." এখানে পাইলেও ভয় থেকেই যায়!!

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৫

বিজন রয় বলেছেন: ২৩ নং মন্তব্যের অল্প একটু উত্তর করেছি। বেশি বললে আবার গোটা বিশ্ব নিয়ে ঝাপিয়ে পড়বেন।

মাঝে মাঝে তো মনে হয় আল্লাহ নিজেই একজন বোকা।
কবিতার মতো অসাধারণ জিনিষটা যিনি মানুষের মাঝে দিয়েছেন তিনিই আবার তিরস্কার করছেন!!

আমার তো মানে হয় কোথাও একটু কিন্তু আছে।

নয়ন ধন্যবাদ।

২৯| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেখব ট্রাই করে।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬

বিজন রয় বলেছেন: আপনি যদি একটি কবিতা লিখে ব্লগে পোস্ট করেন তো আমি আপনাকে পুরস্কৃত করবো।

অপেক্ষায় থাকলাম।

৩০| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৭

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন ভাইয়া।
ভালো লাগা রইল। ভালো থাকবেন।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০১

বিজন রয় বলেছেন: ধন্যবাদ মৌমুমু আমার সাথে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

অনেক ভাল থাকুন।

৩১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা !!

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০১

বিজন রয় বলেছেন: আপনার ভাললাগা প্রিয়তে রাখলাম মনিরা আপা।

আমাকে আশীর্বাদ করবেন।

৩২| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন। ভাল আছেন নিশ্চয়। ইদানিং কবিতা পড়ার হার কমে যাচ্ছে। কবির মনোজগত কবি ছাড়া আর কেউ বুঝেনা। ভাল লাগলো।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮

বিজন রয় বলেছেন: হ্যাঁ, প্রায় দেড় মাস পরে পোস্ট দিলাম।

ব্লগে কবিতার সুদিনটি ফিরিয়ে আনতে হবে।

কবির মনোজগত কবি ছাড়া আর কেউ না বুঝলেও কবি ও কবিতা কিন্তু অন্য অনেকের মনোজগতকে নাড়া দিতে পারে, ভাবনার সংশ্রব এনে দিতে পারে।

অনেক ভাল লাগল আপনাকে পেয়ে।
শুভকামনা সবসময়ের।

৩৩| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১০

কথাকথিকেথিকথন বলেছেন: কবি নিয়ে মনে হচ্ছে বেশ গবেষণা হচ্ছে । যদিও কবি যাবতীয় গবেষণার বাইরে, দুঃখ বা বেদনা নিয়ে কেইবা পড়ে থাকতে চায় কবি ছাড়া !

আপনার গবেষণা খুব সুন্দর হয়েছে । গভীর কিছু প্রশ্ন, ধাঁধাঁয়বাঁধা উত্তর !

(আপনার পূর্বের পোস্টে মন্তব্য বন্ধ রেখেছেন বোধয়। চেষ্টা করে পারলাম না । )

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯

বিজন রয় বলেছেন: দুঃখ বা বেদনা নিয়ে কেইবা পড়ে থাকতে চায় কবি ছাড়া........... এত সত্যি কথা আপনি বলতে পারলেন!!

ঠিকই তো... কবি অস্তিত্ত্ব লুপ্ত হয় দুঃখদীর্ণে, বেদনা ধুয়ে মেঘ বুনে বুনে।
কবির কোন বিপন্নতা নেই, কবির কোন দুঃস্বপ্ন নেই, কবি এক অবিনশ্বর।

আপনি বোধহয় আমার চেয়ে ভাল বরতে পারবেন।
কারণ আপনি অনেক বড় একজন কবি।

ভাল থাকুন সবসময়।

৩৪| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৩

ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন, ভালো লাগা রইলো। +++++

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

বিজন রয় বলেছেন: আলো আমার আলো।

আপনার ভাললাগাকে সহৃদয়ে স্থান দিলাম।

অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।

৩৫| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৭

সনেট কবি বলেছেন:



কবি বিজন রয়

এ বিশ্ব ধরায় এক বিজন প্রান্তরে
সেথায় নির্জনে এক কবির নিবাস,
নির্মোহ বিজন রয়, একলা আলাদা
পরের চিন্তায় থাকে সর্বদা নিমগ্ন।
সাধুর সাধনা ধ্যানে কবিতা রতন
গোপনে সাধুর হৃদে আসন গাঁড়েন
সুন্দরী এমন যেন নয়ন বিস্ময়
যে দেখে সে হয় যেন সে রূপে অজ্ঞান।

পাঠক তলিয়ে যায় কবিতা অতলে
সেথায় থাকতে তার মনের আকুতি
তাদের আচ্ছহ্ন করে কবিতা মাধুরী।
কবিতা বিজন প্রিয়া মাধুরী শালিকা
চঞ্চল বালিকা দ্বয়ে মুগ্ধতা আবেশে
সকলে আবদ্ধ রাখে কবিতা সাম্রাজ্যে।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪২

বিজন রয় বলেছেন: আপনি অসম্ভব প্রতিভার অধিকারী।

যেকোন সময়ই আপনি একটি কবিতা লিখতে পারেন। তাও আবার মুগ্ধ হওয়ার মতো।
আপনার প্রশাংসা শুধু আপনি নিজেই।

ভাল থাকুন নিরন্তর।

৩৬| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য ।
একটু ব্যস্ত আছি কোন একটি ধ্যানে ।
লিখায় ফিরে আসব যদি কিছু আসে জ্ঞানে ।
সনেট কবির লিখা কবিতাটি পাঠে মুগ্ধ
খুব সুন্দরভাবে কবিতায় তুলে ধরা হয়েছে
কবি বিজয় রয়কে ।

শুভেচ্ছা রইল

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮

বিজন রয় বলেছেন: আহারে! তাই তো বলি।

তা সাধুর ধ্যান ভঙ্গ হোক শীঘ্রই।
সাধু মর্ত্যলোকে নেমে আসুক।
আমরা ধন্য হই।

বুঝলাম।
কিন্তু আপনার সহচর্য আমার যে কাম্য।
সে দিকটা খেয়াল রাখার অনুরোধ থাকল।

৩৭| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮

কানিজ ফাতেমা বলেছেন: বাহ! কি অসাধারনভাবে এত অল্প কথায় বলে দিলেন কবিদের মনের কথা ।

শব্দের জালে অনুভূতির গভীরতায় এক কথায় মুগ্ধ ।

অনেক অনেক শুভ কামনা রইল ।

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১

বিজন রয় বলেছেন: আপা, আপনিও কিন্তু অল্প কথায় সমগ্র উপলব্ধি প্রকাশিত করেছেন। এভাবে দেখতে, শুনতে আসলেই ভাললাগে।

আমার কাছে কবিতাকে, কবিতার স্পর্শহীন অনুভবকে কখনো কখনো অতিন্দ্রীয় মনে হয়, আর কবিতা স্রষ্ঠা সেই কবিদেরকে মনে হয় দেবত্বের অশীর্বাদ।

আপা, আমার এখানে আপনার সহৃদয় উপস্থিতি আমাকে সবসময় ভাল থাকতে বলে।
সেটা আমি গ্রহণ করি।

আপনাকে অনেক অনেক শুভকামনা।

৩৮| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫২

প্রামানিক বলেছেন: ভালো লাগল কাব্য কথামালা। ধন্যবাদ

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৪

বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রামানিকভাই।
নিয়মিত হন, সাথে থাকুন।

৩৯| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিদের আত্মবেদনাগুলোর
অন্ত্যমিল একই,
দীর্ঘঃশ্বাস কিংবা দহন।
এটা যখন একজন কবির স্বীকারোক্তি তখন দ্বিমতের সুযোগ কই?
চমৎকার লিখেছেন কবি।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩

বিজন রয় বলেছেন: আপনিও এক রহস্যময় ব্রহ্মস্বরূপ!!
কারণ আপনি সৃষ্টিশীল।

ভাল থাকুন সবসময়।

৪০| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: খুব সুন্দর

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।

৪১| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কবির কি মুল্য আছে স্বপ্নে বা দুঃস্বপ্নে, স্থায়িত্বে বা বিপন্নতায়?
সৃষ্টির ভাবে-বৈভাবে কবি কখনো অতিজাগতিক, কখনো অতিপ্রাকৃত আবার কখনো কখনো অবিনশ্বর।


সুন্দর +

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০১

বিজন রয় বলেছেন: আরে আপনি এলেন! ভাল লাগল।

আপনার কাছে আর কি ব্যাখ্যা হবে। আপনি নিজেই তো বড় কবি।

ব্লগে আপনি অনেক দিন আছেন, ব্লগ ছেড়ে যাননি!
এটা দেখতে ভাল লাগে।

অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার।

৪২| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আরে আপনি এলেন! ভাল লাগল।

আপনার কাছে আর কি ব্যাখ্যা হবে। আপনি নিজেই তো বড় কবি।

ব্লগে আপনি অনেক দিন আছেন, ব্লগ ছেড়ে যাননি!
এটা দেখতে ভাল লাগে।

অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার।


আমি কবিতা লিখার প্রচেষ্টা চালাই । কবিতা হয় কিনা জানি না । আপনি এটা অনেক ভাল লিখেছেন। আমি কখনো অমন লিখতে পারিনি ।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: যত ভাল বললেন তত ভাল নয় সম্ভবত।

তবে ভাল হতে হতে একদিন ভাল হবে এই আশা করতেই পারি।

আবারো ধন্যবাদ।

৪৩| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

নীল-দর্পণ বলেছেন:

কবিহৃদয়ের এই লেনদেনগুলো
দুঃখ, তাপ আর শোকে নির্যাতিত,
কবি এখানেই বেদনার্ত হতে চায়
অক্ষরে, শব্দে আর বিস্ময়বোধে........


বেশ ভাল লাগল।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৮

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ অনেকদিন পর আমার এখানে আসার জন্য।

কবি হৃদয় বড়ই কোমল।

শুভকামনা রইল।

৪৪| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

নীল-দর্পণ বলেছেন: কবি হৃদয় কিন্তু আমার কাছে দূর্বোধ্য লাগে ! আগে তো কবিতা পোষ্ট পড়তাম-ই না। মাথার অনেক উপর দিয়ে যেতো। এখন অবশ্য পড়ি এবং বুঝিও এক আধটু B-)

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: আপনি অনেক পরানো ব্লগার, ব্লগের অনেক ইতিহাসের স্বাক্ষী আপনি। সে তুলনায় আমি কিছুই না।

আর বলবো, কবিতা পড়ুন, কবিতা লিখুন, দেখবেন শান্তি পাবেন।
কবি ও কবিতার স্পর্শ আসলেই অতুলনীয়।

ধন্যবাদ আবারো আসার জন্য।

৪৫| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬

আজীব ০০৭ বলেছেন: ++

০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯

বিজন রয় বলেছেন: ++

৪৬| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩

মোস্তফা সোহেল বলেছেন: বিজন দা আমার নির্যাতিত পুরুষ লেখাটিতে প্রতি মন্তব্যর উত্তর দিলেন না কিন্তু।

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০০

বিজন রয় বলেছেন: উত্তর দিয়েছি।

আপনি থাকেন আমার সাথে!

৪৭| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সৃষ্টির ভাবে-বৈভবে কবি কখনো অতিজাগতিক, কখনো অতিপ্রাকৃত আবার কখনো কখনো অবিনশ্বর।" চমৎকার বলেছেন।

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য কৃতজ্ঞ অনিকেতবাবু।

কবিদের প্রকৃতি মানুষের মতো নয়।
এইজন্য ওকথা বলেছি।

আপনার জন্য শুভকামনা রইল।

৪৮| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮

নক্ষত্র নীড় বলেছেন: কবিকে শব্দে ধরতে চেয়েছেন।অাপনি মহাসন্ধানী হয়েছেন।

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬

বিজন রয় বলেছেন: এই ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র চেষ্টা বৈকি!

আমি মহাসন্ধানী হলে আপনি সত্যসন্ধানী।

এক শব্দেই আমাকে মহান করে গেলেন, আসলে আপনিই মহান হলেন।

অনেক অনেক ধন্যবাদ।

৪৯| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

নক্ষত্র নীড় বলেছেন: আপনার সাথে আমি একমত আমি সত্যসন্ধানী।মহান টহান বলবেন না।এত সহজ নাকি!সন্ধানী হতে পারলেই যথেষ্ট।শুভকামনা রইল।

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭

বিজন রয় বলেছেন: আপনি কে বলুন তো! অনেক চেনা চেনা লাগছে।
এত আপন আপন কথা বলছেন যেন আপনি আমার অনেক দিনের পরিচিত।

সত্যসন্ধানী আর মহাসন্ধানী একই।
তবে সত্যটা আগে আর মহানটা পরে।

ঠিক আছে সত্যেই থাকেন, ওটাই তো মহানের পথ।

আপনাকে আবারো ধন্যবাদ।
কথা বলুন এভাবেম সাথে থাকুন।

৫০| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩

একলা ফড়িং বলেছেন: কবির কি মুল্য আছে স্বপ্নে বা দুঃস্বপ্নে, স্থায়িত্বে বা বিপন্নতায়?

কথাটা বেশ ভালো লেগেছে!

পোস্টে গাছের ছবিটা সেভ করে রাখলাম। লাল নীল কলম দিয়ে আঁকিবুঁকি করতে ভালো লাগে। গাছটা আঁকা যাবে একসময়!

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

বিজন রয় বলেছেন: কবিদের মূল্যায়ন কিভাবে করি।
এখনো যে কবি হয়ে উঠতে পারিনি।
তবে বাইরে থেকে যা বুঝি তা সামান্য কয়েকটি শব্দে প্রকাশ করা আরকি!

আপনিও কি ছবি আঁকাতে পারেন? ব্লগে অনেকেই আছেন ছকি আঁকেন।
গাছটি নিয়েছেন জেনে ভাল লাগল। তবে নতুন করে আঁকার পর আমাকে দেখাতে ভুলবেন না যেন!

কষ্ট করে আমার এখানে এস কথা বলার জন্য অনেক ধন্যবাদ একলা।
সবসময়ের শুভকামনা।

৫১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

জেন রসি বলেছেন: দীর্ঘশ্বাস কিংবা দহন। একটা বেছে নেওয়া পথ। অন্য পথ ভ্রমণের অনীহাও হতে পারে। অথবা কবিরা ঐতিহ্যকে অগ্রাহ্য করতে পারেনা।

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

বিজন রয় বলেছেন: জেন রসি কেমন আছেন?
অনেক দিন পর আসলেন।

আপনার মন্তব্য সবসময় অর্থপূর্ণ।
মনে রাখার মতো।

৫২| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০

রানার ব্লগ বলেছেন: কবি হোল দূর দ্রষ্টা , কবি আজ যা ভাবেন তা হাজার বছর পর অন্যরা ভাবনায় আনেন। কবি তার মন কে ছুরে মারে ভবিষ্যতের চোরা স্রোতে আর সেখান থেকে তুলে আনে হাজার রত্ন ভান্ডার, এই হোল কবি আর কবিতা।

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৬

বিজন রয় বলেছেন: কবি ও কবিতা নিয়ে আরো কিছু নতুন ব্যাখ্যা জানতে পারলাম।
আসলে এই বিষয়ের ব্যাখ্যার শেষ নেই।

অনেক ধন্যবাদ রানা।
ভাল থাকেন।

৫৩| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর বিশ্লেষণ !!!!


প্লাস!:)

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৮

বিজন রয় বলেছেন: আপনাকে অনেক দিন ব্লগে দেখছি এটাই বড় খবর।

অনেক ধন্যবাদ বিলিয়ার।
শুভকামনা সবসময়ের।

৫৪| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ বিজনদা!:)

শুভকামনা!:)

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৫

বিজন রয় বলেছেন: বিলিয়ার, ভবিষ্যতে আপনার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারলে আমার ভাল লাগবে।
আমার অবশ্য ব্লগে এখনো কারো সাথে ব্যক্তিগত পরিচয় নেই।

৫৫| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সাথে পরিচিত হতে পারলে আমারো ভালো লাগবে!:)

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: দেখা যাক ভবিষ্যত কি বলে!

আবারো ধন্যবাদ বিলিয়ার।

৫৬| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার একটি কবিতা লিখেছেন, ভাল লেগেছে। কবিতার দার্শনিক বিশ্লেষণ আরো ভাল লেগেছে। কবিতায় প্লাস + +

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫০

বিজন রয় বলেছেন: আপনি এখানে পাঁচটি মন্তব্য করেছেন!!
দারুন ব্যাপার!!

কিন্তু আমি দুঃখিত, সময়মতো উত্তর করতে পারিনি।
এখন উত্তর দেওয়ার চেষ্টা করছি.............

দার্শনিক বিবেচনায় কবিতাটি আপনার অত্যন্ত চমৎকার লেগেছে, এজন্য আমি গর্বিত।

৫৭| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরু হয়েছে চমৎকার তিনটে চরণ দিয়ে। আর শেষের কথাগুলো তো বারবার পড়ে হৃদয়ঙ্গম করার মত।
কবির কি মুল্য আছে স্বপ্নে বা দুঃস্বপ্নে, স্থায়িত্বে বা বিপন্নতায়?
সৃষ্টির ভাবে-বৈভাবে কবি কখনো অতিজাগতিক, কখনো অতিপ্রাকৃত আবার কখনো কখনো অবিনশ্বর।
- এ এক অসাধারণ পর্যবেক্ষণ!
সম্পর্ক আছে! -- ৪ নং এ মন্তব্যটার পর এ সম্পর্কে আরো কিছু জানার অপেক্ষায় ছিলাম।
কবিতা কবির মনের প্রতিচ্ছবি কবিতা সম্পর্কে মোস্তফা সোহেল নিজে যতটুকু বুঝেছেন, ৯ নং মন্তব্যে সেটুকুই সহজ ভাষায় বলে গেছেন। তাই তার এ মন্তব্যটা ভাল লেগেছে।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮

বিজন রয় বলেছেন: আপনি কতটা উৎসাহব্যঞ্জক তা বলে বোঝাতে পারবো না।

তবে আপনি কবিতা লেখেন, আপনিও কবি, তাই কবির প্রকৃতি কি তা আপনাকে বোঝনোর দরকার পড়ে না।
ঠিক কোন স্তরে মানসিক ভাব-বৈভব থাকলে কবিতা ছোঁয়া যায় তা শুধু কবিই উপলব্ধি করতে পারেন।

আপনিও তাদের দলে!

পোস্টের লেখা পড়ার সাথে সাথে মন্তব্য ও প্রতিমন্তব্যগুলোও যে আপনি মন দিয়ে পড়েন, আপনার এই গুণটি আমাকে সবসময় সুখি করে।

৪ নং মন্তব্যের বিষয়ে শায়মাতো আর কিছু জানালেন না, তাই আমারো আর একটি কবিতা লিখা হলো না।
মোস্তফা সোহেল একজন আন্তরিক ব্লগার, তার ইনটেনশানটা ভাল লাগে।

৫৮| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: অতিন্দ্রীয় স্পর্শ পেতে কবিতার কাছে কবিকে আসতেই হয়। আর মানুষকে আসতে হয় কবির কাছে (১৯ নং প্রতিমন্তব্য) -- এটাও আরেকটা তীক্ষ্ণ পর্যবেক্ষণ প্রসূত মন্তব্য। +
মনে হচ্ছে, কবিতা লেখার দিনটিতে আপনি দার্শনিক ভাবাবেগে আচ্ছন্ন ছিলেন।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫

বিজন রয় বলেছেন: অসাধারণ!!

অতিন্দ্রীয় স্পর্শ পেতে কবিতার কাছে কবিকে আসতেই হয়। আর মানুষকে আসতে হয় কবির কাছে।


এখানেই তো মানুষ আর কবির পার্থক্য।
আপনি দেখি এই পোস্টের সবকিছুই নজরে এনেছেন।

আসলে এমন কবিতা লেখার সময় মনটাকে সেই স্তরে রাখতে হয়, যেখানে শুধু নিষ্পাপ আর নির্মল থাকা যায়।
সে দিন আমি কেমন ছিলাম তা মনে করতে পারছি না।

হা হা হা ..............

৫৯| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: মেরিনার এর মন্তব্যটি (২৩ নং) এবং তদুত্তরে আপনার প্রতিমন্তব্য পড়ে গভীর চিন্তায় আচ্ছন্ন হ'লাম, শিহরিত হ'লাম। তবে কি আমি কবিতা লিখি বলে বিভ্রান্ত ও অভিশপ্তদের দলভুক্ত?
পবিত্র কুর'আনে কবিদের নামে নামকরণ করা "সূরাহ্ শুয়ারা" (কবিগণ) হতে উদ্ধৃত আয়াত সমূহের বাংলা ও ইংরেজী অনুবাদ আবার পড়লামঃ
"আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে? তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর। তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে? এবং এমন কথা বলে, যা তারা করে না। তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পরই প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।" (লিঙ্কঃ Click This Link)
"Shall I inform you upon whom the devils descend? They descend upon every sinful liar. They pass on what is heard, and most of them are liars. And the poets - [only] the deviators follow them; Do you not see that in every valley they roam? And that they say what they do not do? Except those [poets] who believe and do righteous deeds and remember Allah often and defend [the Muslims] after they were wronged. And those who have wronged are going to know to what [kind of] return they will be returned." (লিঙ্কঃ https://quran.com/26/221-227)
মেরিনার এর মন্তব্য প্রসঙ্গে আমি শুধু এটুকুই বলবো, আমার স্রষ্টার বাণী কখনো মিথ্যে বা ভুল হতে পারেনা, এ আমার অন্ধ বিশ্বাস। আজীবন এ বিশ্বাস থেকে আমি বিচ্যূত হবোনা। তবে, স্রষ্টার বাণী অনুধাবনে এবং ব্যাখ্যায় মানুষের ভুল হতে পারে। যেমন উপরের বাংলা ও ইংরেজী অনুবাদেও আমার কিছুটা পার্থক্য চোখে পড়লোঃ
১। "তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?" আর, "Do you not see that in every valley they roam?" - অন্য বাংলা অনুবাদেও আমি ময়দানের জায়গায় 'উপত্যকা' পেয়েছি, যা valley এর সমার্থক। অন্য ইংরেজী অনুবাদেও valley ই পেয়েছি।
২। "তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে" আর, "Except those [poets] who believe and do righteous deeds and remember Allah" - এখানে "তবে তাদের কথা ভিন্ন" বলতে কাদের কথা বলা হয়েছে, সেটা বোঝানোর জন্য ইংরেজী অনুবাদে ব্রাকেটে [poets] কথাটার উল্লেখ করা হয়েছে, অর্থাৎ poets দের মধ্যেও তাহলে কেউ কেউ আছেন, যারা "যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে"। নিঃসন্দেহে আমি তো এই শেষোক্তদের দলেই আছি বলে মনে করি! আমি তো পারতপক্ষে শ্রুত কথার লেনদেন করিনা, উদভ্রান্তের মত বিচরণ করিনা, প্রতিশ্রুতি রক্ষায় সচেষ্ট থাকি এবং যথাসম্ভব মিথ্যাকে পরিহার করে চলি।
আসলে, উদ্ধৃত আয়াত সমূহের মর্মার্থ সম্যকভাবে অনুধাবন করার জন্য আরেকটু পেছনে যেতে হবে। ২১০ নং আয়াতে আল্লাহতা'লা "এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি" বলে বাকী কথা বলে বুঝিয়েছেন, শয়তানরা কেন ও কিভাবে তাদের নিকট যায়, যারা মিথ্যা কথা আর পাপাচারে লিপ্ত। তখনকার দিনের কবিরা হয়তো এসব কাজে বেশী লিপ্ত ছিলেন, কবিতা দিয়ে অবিশ্বাসীদেরকে প্রভাবান্বিত করতে চাইতেন। আবার ভাল কিছু কবিও হয়তো ছিলেন, যারা এসব করতেন না, সেজন্য তাদের কথাও বলা হয়েছে। সত্যই যদি কবিতা লেখা ইসলাম ধর্মে নিষিদ্ধই হতো, তবে তো জগতে মুসলমান কোন কবি থাকতেন না। এত এত হামদ, না'ত ও গজল লেখা হতোনা। স্রষ্টার অপার দয়া ও মহিমার কথা উল্লেখ করে নজরুল বহু কবিতা লিখেছেন, যেগুলো পড়ে বিশ্বাসীরা চোখের পানি ধরে রাখতে পারেনা। রবীন্দ্রনাথের বহু প্রার্থনার কবিতা ও গানগুলোকে তো মনে হয় আমারই মনের কথা।
অন্তর্যামী আল্লাহ রাব্বুল 'আ-লামীন সকলের মনের খবর জানেন, এবং সকলকে শাস্তি দেয়ার কিংবা মা'ফ করার এখতিয়ার একমাত্র তাঁরই।





২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩২

বিজন রয় বলেছেন: প্রথমেই বলে নি, মেরিনারকে করা আমার প্রতিমন্তব্য পড়ে যেন বিভ্রান্ত না হন।

মেরিনারের মন্তব্য পড়ে আমার ভিতর যে ক্রিয়া হয়েছিল, আমি সেভাবে উত্তর করিনি, তাহলে অন্য উত্তরটি অনেক কঠোর ও নির্মম হতো, যেটি মেরিনারের পাওনা ছিল। আমি মেরিনারকে জানি, জানি সে কোন ধরনের ব্লগার।

এক কথায় বলতে পারি, সে একজন বিভ্রান্ত ধর্মীয় অন্ধ বিশ্বাসী।
তাই সে যেন চিরদিন ওই অন্ধকারেই থাকে, আমি ঠিক সেভাবেই উত্তর করেছি।
মানে যাকে যেভাবে ঘুম পাড়িয়ে রাখা যায় আর কি!

তবে কি আমি কবিতা লিখি বলে বিভ্রান্ত ও অভিশপ্তদের দলভুক্ত?

অবশ্যই না, কখনো না।

৬০| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

খায়রুল আহসান বলেছেন: কবিদের জলের মতো হৃদয়ে ভালবাসার বুদবুদ ওঠে অহরহ, ভুলে কি অভুলে, কবি তাই ভোরের গোলাপ ফুটে ওঠার জন্য সারা রাত জেগে থেকে অপেক্ষা করে। খেলাঘর ভেঙে গেলে অনেকেই আর উত্তাপ পায় না, কিন্তু কবিরা পায়। (২৪ নং প্রতিমন্তব্য) -- চমৎকার কথা!
আহমেদ জী এস এও মন্তব্যটা (২৭ নং) ভাল লেগেছে।
@নাঈম জাহাঙ্গীর নয়ন , এই ভয়টাই আপনার তাকওয়া, আপনাও ঈমানের লক্ষণ। এই ব্লগেই এর বিশদ ব্যাখ্যা লিখে একজন ব্লগার ব্যাপারটা পরিস্কার করেছেন।
আপনাকে নিয়ে সনেট কবির কবিতাটা (৩৫ নং মন্তব্যে) ভাল লেগেছে।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৯

বিজন রয় বলেছেন: এই পোস্টের সবকিছু এত খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন যে আমি অভিভূত! তাই বেশি কথা বলতে পারছি না।

তবে........কবিদের জলের মতো হৃদয়ে ভালবাসার বুদবুদ ওঠে অহরহ, ভুলে কি অভুলে, কবি তাই ভোরের গোলাপ ফুটে ওঠার জন্য সারা রাত জেগে থেকে অপেক্ষা করে। খেলাঘর ভেঙে গেলে অনেকেই আর উত্তাপ পায় না, কিন্তু কবিরা পায়।........ এই কথাগুলো এখন আমি আবার পড়লাম, দেখি আমারো ভাল লাগছে। তখন কিভাবে বলেছিলাম বা মনে এসেছিল সেটা ভেবে আমি নিজেই এখন অবাক হচ্ছি।

এখানে এতগুলো মন্তব্য করেছেন অনেক কষ্ট করে।
এখান থেকেই বোঝা যায় এই পোস্টের গুরুত্ব আপনার কাছে কতখানি!!

আমি সত্যিই অভিভুত ও কৃতজ্ঞ।
আপনাকে সবসময় এভাবেই পেতে চাই।

৬১| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭

আলপনা তালুকদার বলেছেন: চমৎকার!!! হিংসে....

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: আমাকে হিংসা যদিও করেন মনে নিব, কিন্তু ঘৃণা যেন না করেন!

হা হা হা............

ধন্যবাদ।

৬২| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

এম আর তালুকদার বলেছেন: কবির দায়বদ্ধতা, কবির কালোত্তীর্ণ হওয়া আলোর দিব্যাক্ষরে অবতীর্ণ এক দেবশিশু, বহুবর্ণময়তায় মুগ্ধতার ব্যুহ ভেদ করে প্রশ্নহীন কবির ব্রতকথা, তাই কবি এক রহস্যময় ব্রহ্মস্বরূপ!!

আর এখানেই প্রোত্থিত কবিতার সব উত্তর।

খুব ভাল লাগলো। শুভ কামনা রইলো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: আপনার ভাললাগা হৃদয়ে স্থান দিলাম।

আলপনা তালুকদার আর এম আর তালুকদার।
দুজনই তালুকদার।
কি ব্যাপার কি জানি!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৬৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

জলপাতা বলেছেন: কি সুন্দর শব্দ দিয়ে মালা গাথেন সাথে ভাবনার গভীরতা প্রকাশ পায়

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

বিজন রয় বলেছেন: পিছনে এসে কথা বলার জন্য অনেক ধন্যবাদ।

আমার লেকা যে আপনার ভাল লাগছে এটা দেখতে আমারো ভাল লাগছে।

সাথে থাকুন, শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.