নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়জন স্বপ্ন রেখে চলে গেলে
হৃদ্যতায় কতটুকু উষ্ণতা হয়?
"আলো ও উত্তাপ
কিংবা
ফুল ও ফসল"
হৃদয়ের এইসব শুদ্ধতম দ্রোহ
সংগ্রাম ও সখ্যে স্মৃতিময় হয়।
প্রিয়জন প্রতিশ্রুতি রেখে চলে গেলে
ভালবাসার কতটুকু অগ্নিপরীক্ষা হয়?
"সূর্য ও জীবন
অথবা
প্রেম ও সংগীত"
পৃথিবীর প্রাচীণতম এইসব প্রিয়ময়তা
সৃষ্টি ও প্রলয়ে ইতিহাস হয়।
কবিরা কারো প্রিয়জন নয়
কবিরা শুধু জন্মমুহূর্তের ঈশ্বরের এক স্বর্গীয় বিধান।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
বিজন রয় বলেছেন: আপনি কি আমার কবিতা একবারের বেশি পড়েন?
কবিতা না পদ্য?
আজকাল পদ্য আছে নাকি?
সিদ্ধান্তটা জানার অপেক্ষায় রইলাম।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬
কথাকথিকেথিকথন বলেছেন:
নিরীক্ষাধর্মী কবিতা । প্রিয়জন স্বপ্ন, প্রতিশ্রুতি রেখে চলে গেলে সম্ভবত একজন কবি ভূমিষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
বিজন রয় বলেছেন: লেখার সময় মাথায় ছিলনা যে এটি নিরীক্ষা। যা মনে হয়েছিল, যেভাবে মনে হয়েছিল সেভাবেই চালিয়ে দেওয়া। এটাতে আপনাদের কাছে যদি নতুন টেস্ট লাগে তো আমি ধন্য।
শুধু কবি কেন, আমরা সকলেই তো সেই স্বর্গীয় বিধান!
প্রিয়জন কোন কিছু রেখে গেলে কবির উপকার হয় বৈকি!
ভাল পর্যবেক্ষণ আপনার, সেজন্য আপনার মন্তব্য সবসময় অর্থবহ ও ভাললাগার।
শুভকামনা রইল।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেকদিন পর...
ভালোলাগা +
শুভেচ্ছা নিরন্তর
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
বিজন রয় বলেছেন: পোস্টটা অনেক দিন পর ঠিক আছে।
আর ব্লগে কিছু দিন পর এটাও ঠিক আছে।
আসলে গত কয়েকদিন কক্সবাজার গিয়েছিলাম আমি বা আমরা।
রোহিঙ্গাদের অবস্থা দেখে এলাম।
খুব খুব খারাপ লাগার ব্যাপার, তারা মানুষ তো!!
অনেক ধন্যবাদ সামিউল।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১
এফ.কে আশিক বলেছেন: কবিরা কারো প্রিয়জন নয়
কবিরা শুধু জন্মমুহূর্তের ঈশ্বরের এক স্বর্গীয় বিধান।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১
বিজন রয় বলেছেন: অনেক আগে ব্লগে এক আশিক ছিলেন।
আপনাকে দেখে তার কথা মনে পড়ল।
আসলে আমরা সকলেই ঈশ্বরের সেই স্বর্গীয় বিধান।
অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক বুঝতে পারি নাই। স্বকীয় সংলাপ মনে হোল। অনেক দিন পর আসলেন। আমিও ভাবছিলাম আপনার ব্লগে ঢু মারব।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬
বিজন রয় বলেছেন: আসলে কম শব্দ দিয়ে বেশি বলার চেষ্টা।
"আলো ও উত্তাপ
কিংবা
ফুল ও ফসল"
"সূর্য ও জীবন
অথবা
প্রেম ও সংগীত"
ওই শব্দগুলোর সাথে আরো শব্দ জড়িয়ে দিয়ে লেখা যেত, কিন্তু কবিতায় একটু অচেনাভাব থাকা ভাল।
আসলে গত কয়েকদিন ব্লগে আসা হয়নি,
কক্সবাজার গিয়েছিলাম কয়েকজন মিলে।
রোহিঙ্গাদের অবস্থা দেখে এলাম।
ধন্যবাদ রইল।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১
জাহিদ অনিক বলেছেন: কবিরা কারো প্রিয়জন নয়
কবিরা শুধু জন্মমুহূর্তের ঈশ্বরের এক স্বর্গীয় বিধান।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪
বিজন রয় বলেছেন: জাহিদ আপনার মতো কবিতা লিখতে ইচ্ছে করে, যদিও সেটা সম্ভব নয়।
আপনার কবিতা পড়ি আর তন্ময় হয়ে যাই, কবিতা ভালবাসি কিনা!
অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩
রানার ব্লগ বলেছেন: আসলেই কবিরা কারো একক ভাবে হতে পারে না।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬
বিজন রয় বলেছেন: তাহলে কবিদের বহুরূপ আছে এটা সত্য।
এই জন্যই বলেছি কবিরা কারো প্রিয়জন নয়।
আসলে কবিরা সকলেরই প্রিয়জন।
ধরতে পেরেছেন।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
কবিরা কারো প্রিয়জন নয়
সবাই-ই কবির প্রিয়জন ...................
"আলো ও উত্তাপ কিংবা ফুল ও ফসল" ----- "সূর্য ও জীবন অথবা প্রেম ও সংগীত" সবই কবির প্রিয় ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১
বিজন রয় বলেছেন: পোস্টে ছবিতেই বলে দিয়েছি, "আই এ্যাম নাথিং"।
এই জন্য আমার কোন প্রতিশ্রুতি নেই, আমি কারো প্রিয়জন নই।
তবে আপনি এখানে মন্তব্য করে এই প্রতিশ্রুতি রেখে গেলেন যে, আপনি আমার প্রিয়জন!!
আসলে সকলেই কি কবির প্রিয় নাকি কবিই সকলের!!!
ভাবছি।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০
বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: কবিরা কারো প্রিয়জন নয়
কবিরা শুধু জন্মমুহূর্তের ঈশ্বরের এক স্বর্গীয় বিধান।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
বিজন রয় বলেছেন: বিষ্ণুগুপ্ত চাণক্য[/sb............ কঠিন নিক!
আমার ব্লগে স্বাগতম।
কবিদের দলে আপনার আগমন আমাকে আন্দোলিত করল।
আমার কবিতা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বাহ- সবদিক থেকে ভাল লাগা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২০
বিজন রয় বলেছেন: আপনি আজকাল খুব ব্যস্ত থাকেন।
আরো একটু আসা যায় না ব্লগে?
কবিতায় মতামতের জন্য ধন্যবাদ।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২
অর্ক বলেছেন: আরেকটি অনবদ্য কবিতা প্রিয় কবি! দারুণভাবে হৃদয়কে নাড়া দিয়ে গেল!
কবিরা কারো প্রিয়জন নয়
কবিরা শুধু জন্মমুহূর্তের ঈশ্বরের এক স্বর্গীয় বিধান।
দারুণ সত্য! অনেক কবিই আসলে সারাজীবন কবিতা লিখেও কবি হতে পারে না। কবিদের তাবৎ সংকীর্ণতার উপরে অবস্থান করতে হয়।
অন্তহীন ভাল লাগা কবিতায়।
অবিরাম চলুক কবিতা।
জয় হোক কবিতার।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০
বিজন রয় বলেছেন: আপনি কবিতার মানুষ তা কবিতার প্রতি আপনার মোহ দেখলেই বোঝা যায়। হৃদয় প্রচন্ড ভাল হয়ে যাওয়ার মতো কিছু কথা বললেন, সত্যি। অনেক ভাল লাগল।
কবি আসলে কারো একার নয়। বদলে যাওয়া পৃথিবীতে মানুষ কিছু সময়ের অতিথি হতে পারে কিন্তু কবি নয়।
এই জন্য কবির প্রতিশ্রুতি অন্যের কাছে হতে পারে প্রেম ও সখ্য।
এই তো!
শুভকামনা রইল।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিরা কারো প্রিয়জন নয়
কবিরা শুধু জন্মমুহূর্তের ঈশ্বরের এক স্বর্গীয় বিধান।
ভালো লিখেছেন+
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩
বিজন রয় বলেছেন: আমি যদি সেই কবিদের একজন হতে পারতাম!
তাহলে আলো আর উত্তাপে মগ্ন হয়ে হৃদয়ে ফসলে ফুল ফোটাতাম।
সে ভাগ্য আমার হলো কই?
প্রিয় শাহরিয়ার সাথে থাকার জন্য অবিরাম ধন্যবাদ।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯
প্রতিভাবান অলস বলেছেন: বেশ ভাল লাগলো!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬
বিজন রয় বলেছেন: আমার কবিতা পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
সামনের দিনগুলোতে আরো কথা হবে আশাকরি।
শুভকামনা।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭
বিজন রয় বলেছেন: মনে হচ্ছে সত্যিই সুন্দর বলেই আপনাকে পাওয়া গেল!!
তবে অসুন্দর হলে অারো বেশি করে চাই আপনাকে।
হা হা হা ......
১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৮
ধ্রুবক আলো বলেছেন: কবিরা কারো প্রিয়জন নয়
কথা অমূল্য।
আসলেই সমাজে একজন মানুষ কবি হয়ে উঠা খুব খুব কঠিন। সমাজ চায় চাটুকার, প্রকৃত কবি চাটুকারী কখনোই করতে পারে না।
কবিরা শুধু জন্মমুহূর্তের ঈশ্বরের এক স্বর্গীয় বিধান।
+++++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২
বিজন রয় বলেছেন: মানুষের কাছে প্রিয়জন হয়ে ওঠা অনেক কঠিন। আর কবির বেলায় তো আরো বেশি।
মানুষের কাছে কবির প্রিয়জন হয়ে থাকা নিয়ে আপনার উপলব্ধি আমার অন্তরের চোখকে আরো প্রসারিত করলো।
আমি চাই কবি কারো প্রিয়জন না হতে পারলেও যেন চাটুকর না হয়।
গভীর দৃষ্টির মন্তব্য।
ভাল থাকুন ধ্রুবক।
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। কেমন আছেন?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫
বিজন রয় বলেছেন: সুমনদা........... অসম্ভব বৈপরীত্যের মাঝে সভ্যতা কাঁপছে। আমিও বেঁচে আছি তারই মাঝে।
আগের মতো আর কবিতা আসে না!!!
ভাল আছি তবুও, বেঁচে তো আছি!!
১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
খুব ভাল লেগেছে কবিতা ।
কবিদের কোন পাপ নেই
নিশ্পাপ হয়ে ন্বর্গে যাবে।
শুভেচ্ছা রইল
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯
বিজন রয় বলেছেন: শব্দ খরায় দিন কেটে যাচ্ছে। এরই মাঝে নিষ্পাপ থাকাটা অনেক দুরূহ।
আপনারা প্রিয়জনরা আছেন বলেই এখানো সকল প্রতিশ্রুতি অবিচল আছে।
দুষ্টু লোকেরা তা কখনোই টলাতে পারবে না।
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
কিছুই নয় আবার সব কিছু........ হয়ত স্বর্গ কিংবা নরক.... হয়ত সত্য নয়ত মিথ্যা.... সম্পূর্ন ধ্রুবক....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
বিজন রয় বলেছেন: বাব্বা! আপনার মন্তব্যে ধাঁ ধা'য় পড়ে গেলাম যে!
প্রেম ও সংগীতের প্রবাহে জীবনে সুখ আসুক, প্রিয়জনেরা প্রতিশ্রুতি রাখুক।
ইতিহাস লেখা হোক..... ইতিহাস..........
১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ
ভাল লাগায় ভরপুর কবিতা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
বিজন রয় বলেছেন: আপনাকে বা আপনাদেরকে ভাল লাতে পেরে আমি গর্বিত।
এই রকম প্রতিশ্রুতি চাই সবসময়, প্রিয়জন।
ভাল থাকা হোক আপা।
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: প্রথমেই, ক্যাপশন ছবিটা সম্পর্কে কিছু বলতে চাই। আজকের যুগে অনেকেই অতি সহজেই যেখানে অতিআত্মম্মন্যতা বোধে (megalomania) আক্রান্ত হয়ে যাচ্ছেন, সেখানে কালোসাদায় উৎকীর্ণ "I AM NOTHING" কথাটা খুব সহজেই দৃষ্টি কাড়ে, এবং সচেতন পাঠককে একটু ভাবায়ও বৈকি। সত্যিই তো, আমি কে? আমার কী ক্ষমতা? আমার পরিণতি কী এবং কোথায়??
গভীর ভাবের এ কবিতাটি পাঠ শেষে অনেক পাঠকই মাথা চুলকোবেন, এতে কোন সন্দেহ নেই, বিশেষ করে শেষের দু'চরণ পাঠ করেঃ
কবিরা কারো প্রিয়জন নয়
কবিরা শুধু জন্মমুহূর্তের ঈশ্বরের এক স্বর্গীয় বিধান
ভাল থাকুন, প্রিয় কবি। শুভেচ্ছা রইলো...
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
আপনার এই মন্তব্যটি আমি অনেকবার পড়েছি, যত পড়েছি ততই আমার ভাবনার আকাশ প্রকাশিত হয়েছে, উন্মুখ হয়েছে।
প্রিয়জনের আলো আমাদের বিমুগ্ধ করে সবসময়, কিন্তু আমরা তার কতটুকু প্রতিদান দিতে পারি। পৃথিবীর প্রাচীণতম নিয়মানুসারে এসব শুধু আসে আর বিলীন হয়।
আমাদের পৃথিবী কী এবং কেন, আমরা মানুষরা কে এবং কেন?
উত্তর আমার জানা নেই, জানা নেই।
এজন্যই আমি এত অসহায়।
এই জন্যই আমি কারো প্রিয়জন হতে চাইনা। ঈশ্বরের বিধান শুধু ঈশ্বরেই থাকুক।
অনেক দিন মনে রাখার মতো মন্তব্য এটা।
২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯
খায়রুল আহসান বলেছেন: প্রিয়জন স্বপ্ন, প্রতিশ্রুতি রেখে চলে গেলে সম্ভবত একজন কবি ভূমিষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় - কথাকথিকেথিকথন এর এ মন্তব্যটা পড়ে অনেকেই হয়তো দুঃখের মাঝেও একটু হাসবেন।
কবিতায় ভাল লাগা + +
বেশ কিছুদিন পরে আপনি এলেন ব্লগে। কেমন আছেন, ছিলেন?
ভাল থাকুন, শুভেচ্ছা নিরন্তর...
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: আমি আসলে সময়ের সাথে পেরে উঠিনা। তাই ব্লগে নিয়মিত হতে পারছি না।
আপনি ভাল থাকবেন।
সব সময়ের শুভকামনা।
২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা ।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৪
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
অনেক ধন্যবাদ এই কবিতা পড়ার জন্য।
২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অপূর্ব কবিতাটি পড়ে মুগ্ধ হলাম প্রিয় ব্লগার। ভাল থাকুন নিরন্তর।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৪
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
আপনার মুগ্ধতা আমাকেও গ্রাস করেছে।
২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬
জাহিদ অনিক বলেছেন: জাহিদ আপনার মতো কবিতা লিখতে ইচ্ছে করে, যদিও সেটা সম্ভব নয়। আমায় লজ্জা দেছেন হেন !
খায়রুল আহসান বলেছেন: কথাকথিকেথিকথন এর এ মন্তব্যটা পড়ে অনেকেই হয়তো দুঃখের মাঝেও একটু হাসবেন।
কথাকথিকেথিকথন এর মন্তব্যটা আগে খেয়াল করি নাই, এবার দেখে সত্যিই একটু হাসলাম, না উপহাস নয়, সত্যি সত্যি উনি অনেক কঠিন কথাকে অনেক সহজ করে বলেছেন।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৬
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
কথাকথিকেথিকথন যেমন ভাল লেখেন তেমন ভাল মন্তব্যও করেন।
ধন্যবাদ জাহিদ।
২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অমূল্য কথাগুলো বলে গেছেন কবিবর, মুগ্ধতা কবি সারাংশে।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৭
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
অনেক ধন্যবাদ নয়ন।
ভাল থাকবেন।
২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
এই আমি রবীন বলেছেন: মুগ্ধ হলাম। শুভেচ্ছা জানালাম।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৮
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
আপনাকে ব্লগে খুব কম দেখা যায়।
২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবির বিজ্ঞ শূন্যানুভবে মনে পড়ে গেল মহান কবি জাতীয় কবির কথা গুলো-
” বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি— আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম—সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।
যদি আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়েই নামতে হয়— তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সে নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। সেদিন আমাকে কেবল মুসলমানের বলে দেখবেন না— আমি যদি আসি, আসব হিন্দু-মুসলমানের সকল জাতির ঊর্ধ্বে যিনি একমেবাদ্বিতীয়ম্ তাঁরই দাস হয়ে। আপনাদের আনন্দের জুবিলি উত্সব আজ যে পরম বিরহীর ছায়াপাত বর্ষাসজল রাতের মত অন্ধকার হয়ে এল, আমার সেই বিরহ-সুন্দর প্রিয়তমকে ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন— মনে করবেন— পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত-আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল “
(বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অনুষ্ঠানে নজরুলের শেষ ভাষণ থেকে )
কবি, কাব্য আর শুন্যতা একে অন্যের পরিপূরক বটে।
+++
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১০
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
অনেক ভাল মন্তব্য। এরকম চাই সবসময়।
কবি, কাব্য আর শুন্যতা একে অন্যের পরিপূরক বটে।........... ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ কষ্ট করে এমন মন্তব্য করার জন্য।
২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
অজানিতা বলেছেন: হৃদয়ের এইসব শুদ্ধতম দ্রোহ
সংগ্রাম ও সখ্যে স্মৃতিময় হয়।[/sb
ভালোলাগা জানবেন!
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১১
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
ধন্যবাদ এবং শুভকামনা।
২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
মনিরা সুলতানা বলেছেন: কবিরা কারো প্রিয়জন নয়
কবিরা শুধু জন্মমুহূর্তের ঈশ্বরের এক স্বর্গীয় বিধান ।
বাহ !! চমৎকার
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১১
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
আপনিও তাই, কেননা আপনিও কবি।
৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২১
ডঃ এম এ আলী বলেছেন:
You are everywhere
and you are everything
শারদিয় শুভেচ্ছা রইল ।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
ভাল আছি।
৩১| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো কবিতায়!
শুভেচ্ছা!
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
আপনাকেও শুভেচ্ছা।
৩২| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:১৬
ডঃ এম এ আলী বলেছেন: দেখা নাই কেন, ভাল আছেনতো ?
শুভেচ্ছা রইল
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৪
বিজন রয় বলেছেন: মাঝে মাঝে পেরে উঠি না।
সময় অনেক নিষ্ঠুর।
৩৩| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে বিজন দা।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৪
বিজন রয় বলেছেন: ভাল থাকেন রাজপুত্র।
৩৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩
জাহিদ অনিক বলেছেন:
বিজন দা !
অনেকদিন দেখি না ব্লগে !
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৫
বিজন রয় বলেছেন: আসি যাই, আসি যাই, এই তো চলছে।
৩৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
কানিজ রিনা বলেছেন: অনেক দিন পরে কবিতা, বেশ ভাল লাগল।
অভিনন্দন রইল।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৬
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
ধন্যবাদ কানিজ রিনা।
৩৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪
জলপাতা বলেছেন: এত অপূর্ব কিভাবে লিখেন।মুগ্ধ!!!
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৬
বিজন রয় বলেছেন: আশির্বাদ করবেন।
৩৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
খায়রুল আহসান বলেছেন: আপনি কোথায় হারিয়ে গেলেন? ফিরে আসুন যথাশীঘ্র সম্ভব!
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
বিজন রয় বলেছেন: ফিরে আসতে চাই সবসময়, পেরে উঠি না।
৩৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: সম্পর্ণ কবিতাই ভালো লাগলো, কিন্তু শেষের দু'টি লাইন একদম আগুন ধরিয়ে দিল।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে এখানে উত্তর করছি। ক্ষমা করবেন।
সাথে থাকুন এভাবেই।
৩৯| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৬
রাফা বলেছেন: কবিরা সবার না হোলেও কারো কারো প্রিয়জন`তো অবশ্যই।
আর কবিদের কবিতা কিন্তু অনেকেরেই প্রিয়।
well said.
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
বিজন রয় বলেছেন: আপনি তাহলে কবিতা পড়েন!!
আমার সৌভাগ্য, আমার পরের কবিতায় আসবেন।
আর ব্লগে একটু নিয়মিত হন।
ব্লগে আপনাদের দরকার। ব্লগটা তাদের দখলে চলে যাচ্ছে।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
দেখি, আরো কয়েকবার পাঠ করবো, তারপর একটা সিদ্ধান্ত জানাবো, এটা কি কবিতা, নাকি যেকোন পদ্য