নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে চিত্রপট ঈশ্বরের আঁকা প্রগলভা নটভঙ্গীতে,
কে বলতে পারে দীর্ঘশ্বাস কিংবা
মায়ার খেলা নয়?
বহুকালপ্রবাহে রাগ-বিরাগের নীড়ে
প্রণয় জাগা সম্প্রীতি
অস্তিত্বের আকন্ঠ তৃষ্ণায় আত্মমগ্ন হয়
সুখপিপাসার অক্ষিপটে।
বন্ধুতার বর্ণচ্ছটায় সব
মনিমালিকা রূপক নয়
অনির্দেশ লক্ষ্যে জীবনস্রোত
কখনো কখনো দিক-বিদিক হয়।
সেই জীবন ধূসর ধূম্রনীল হলে বলতে পারি
অনাদিকালের আত্মবেদনাগুলো
ক্ষয়িষ্ণু ধূপ জ্বালাবেই।
একদিন ঠিকই
জীবনের অন্তরালে খুঁজে পাওয়া যায়
জীবনের মানে।
কেননা, মৃত্যুবিলাসে মানুষের সব
অন্ত্যমিল এক, একই রকম,
নিরন্তর দহন আর শূন্যতাবৃত্তান্ত।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
বিজন রয় বলেছেন: হা হা হা .........
জীবনের মানে খুঁজতে নেই, কবিতার মানে খুঁজতে হয়।
মানুষ হওয়ার দরকার নেই, কবি হতে হবে।
সব উত্তর শেষের অন্ত্যমিলে।
ধন্যবাদ জাহিদ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৭
গালিব আফসারৗ বলেছেন: ভালোলাগা রেখে গেলাম। সুন্দর লেখা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: আপনার ভাললাগার ফুল ফুটল আমার কবিতা বাড়ি।
আপনাকে মনে হয় আমি প্রথম পেলাম।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯
গুলশান কিবরীয়া বলেছেন: খুব সুন্দর কবিতা। অনেক দিন পর আপনার একটি কবিতা পড়লাম ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭
বিজন রয় বলেছেন: আসলে আমি খুব কম পোস্ট করি। তাই আমাকে দেখায় যায় না। আর আগের মতো ব্লগে অত সময় দিতে পারি না।
অনেক ভাল লাগল আমাকে মনে রাখার জন্য।
আপনার লেখাও পড়তে চাই।
ভাল থাকুন গুলশান।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জীবনের হিসেব কষা হয়না। কবিতায় ভালা লাগা অনেক।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
বিজন রয় বলেছেন: জীবনের হিসাব একটাই।
দহন.....মৃত্যু......শূন্যতা।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রগলভা শব্দটার ব্যবহার ভালো লাগছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২০
বিজন রয় বলেছেন: ঈশ্বরের নায়িকারা যখন নটভঙ্গীতে মত্ত থাকে তখন তাদের প্রগলভা বলা যেতেই পারে।
তবে তাদের সমাপ্তি ওই দহনে আর শূন্যতায়।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫০
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: দারুণ.......................।
ছবিটা খুব সুন্দর ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা।
জীবন আমাকে ডাকছে শেষের দিকে........ শূন্যতার দিকে.......
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২২
চাঁদগাজী বলেছেন:
জীবনের অর্থপুর্ণ অংশটা খুবই ছোট, জীবনের শেষদিনগুলোতে সেটাই তারকে হয়ে জ্বলবে।
কবিতা ভালো লেগেছে, মসৃন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪
বিজন রয় বলেছেন: পথের শেষ কোথায়?
মানুষ যে এত বড়াই করে, তার শেষ কোথায়।
জীবন নাটকের শেষ অংক সবার জন্য একটাই..... মৃত্যু।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৬
অর্ক বলেছেন: খুব ভালো লাগলো কবিতার বক্তব্য। জীবন সতত অর্থপূর্ণ, কখনও পথ শেষ হয় না। কখনওই হাল ছেড় দিতে নেই। জীবনে জটিলতা আছে, সংঘর্ষ আছে, প্রিয়জনদেরও কঠিন সময়ে স্বার্থান্ধ মনে হয়, তখন সহসা মনে হতে পারে, জীবন অর্থহীন। এখানেই পথ শেষ। কিন্তু তা নয়, তবু হাল ছেড়ে দিতে নেই। ভেঙে যেতে যেতেই কীর্তিমান মানুষেরা গড়ে উঠেছিল, গড়ে ওঠে প্রস্তর খণ্ডের মতো দৃঢ় ও প্রবল...
সুন্দর আসবেই, মুক্তি মিলবেই। বক্তব্যধর্মী কবিতা। আমার মতো সাধারণ পাঠকের জন্য একটু মনোযোগপূর্ণভাবে একাধিকবার পাঠ প্রয়োজন কবিতার মর্মার্থ উপলব্ধিকরণে। বেশ ভালো লাগলো। এরকম আরও পোস্ট চাই আগামীতে প্রিয় কবি।
নিরবচ্ছিন্ন শুভকামনা।
(আগের মন্তব্য ঠিকভাবে আসেনি। ওটা ডিলিট করে দিন।)
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯
বিজন রয় বলেছেন: এত সুন্দর ও বড় মন্তব্য কবিতাকে স্বার্থক করেছে।
আমরা ক্রমাগত সেই দিকে যাচ্ছি, যেখানে অন্ধকার আর শূন্যতা।
তার আগে?
হ্যাঁ, আপনি কিছু বলেই দিয়েছেন।
আসলে আজকাল ব্লগে কথা বলার লোক কম।
আপনি সহ কয়েকজন আছেন যারা কথা বলেন।
ভাল লাগে।
অনেক অনেক ধন্যবাদ।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৯
সুমন কর বলেছেন: কঠিন কবিতা নিয়ে ফিরে আসলেন...........
ভালো লাগা রইলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
বিজন রয় বলেছেন: হা হা হা ......
ফিরে আসলাম মানে কি!!!
আমি তো কম বেশি ব্লগে থাকিই।
তবে হ্যাঁ, পোস্ট করা হয় কম।
ভাল থাকেন সুমনদা।
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩
শাহিন-৯৯ বলেছেন: ভাল লাগল বললে ভুল হবে, খুব ভাল লাগল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
বিজন রয় বলেছেন: কবিতার পড়ার জন্য ধন্যবাদ শাহিন।
সামনের দিনগুলোতে এভাবে সাথে থাকেন।
ভাল থাকেন।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৩
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগা রইলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪
বিজন রয় বলেছেন: আপনি একজন নিরবচ্ছিন্ন ব্লগার।
ভাললাগে ব্লগে আপনার তৎপরতা।
আমার সাথে থাকুন।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫১
চাঁদগাজী বলেছেন:
উপরের লাইনে টাইপো, তারকে
সঠিক হবে, তারকা।
ভাবছি, ব্লগারের আপনাকে বেশী পছন্দ করেন, নাকি আপনার কবিতাকে
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭
বিজন রয় বলেছেন: হা হা হা ........
আমাকে পছন্দ করার কোন কারণ নেই, তার কারণ অনেক।
তবে সম্ভবত কবিতা পছন্দ করে, কারণ সম্ভবত আমার কবিতাগুলো 'স্বয়ং' থাকার চেষ্টা করে।
তবে ব্লগারেরা আপনাকে অনেক পছন্দ করে। আপনার পোস্ট, মন্তব্য, প্রতিউত্তর, সব।
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৭
ডঃ এম এ আলী বলেছেন:
বহুকালপ্রবাহে রাগ বিরাগের নীড়ে
প্রনয় জাগা সম্প্রিতি
অস্তিত্বের আকন্ঠ তৃঞ্চায় আত্মমগ্ন হয়
সুখ পিপাসার অক্ষিপটে
কি দারুন কবিতা লিখেছেন দাদা, প্রতিটি ছত্রে অসাধারন শব্দগাথুনী । জানিনা দাদা কোন শুন্য প্রনয় নীড়ের বৃতান্ত শুনাতে চেয়েছেন । তবে কাল প্রবাহে রাগ বিরাগের কোন সে শুন্য নীড়ে যাওয়া ভিরে তা নিয়েই শুধু ভাবছিলাম । শুন্য নীড়ের খুঁজে, কালের প্রবাহে, কত কাল আগের কাহিণীতে যাওয়া যায়, ভাবতে গিয়ে পেয়ে গেলাম মিশরের রানী ক্লিওপেট্রার কথা । বিগত দুই হাজার বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে ক্লিওপেট্রার ব্যক্তিত্ব, রূপ, গুণাবলী ও প্রনয় কাহিনী আলোচিত হয়ে আসছে। নাটক, থিয়েটার, গল্প, উপন্যাস, মডেলিং, চলচ্চিত্র এমনকি মেয়েদের ব্যক্তিগত স্টাইল ও রূপচর্চার ক্ষেত্র পর্যন্ত দখল করে আছে ক্লিওপেট্রা। ক্লিউপেট্রা বিহনে অনেকের মন শুন্যতায় আজো হাহাকার করে উঠে । এ শুন্যতা কি পুরণ হবে কোন কালে !!!
তাকে নিয়ে লেখা হয়েছে কতনা কালজয়ী প্রনয় উপাখ্যান। কালজয়ী উপাখ্যানের অমর চরিত্র ক্লিওপেট্রা কিংবদন্তি হয়ে আজও বেঁচে আছে। তবে রহস্যময়ী ক্লিওপেট্রা যেন রহস্যের আধার হয়েই রয়ে গেছে । তাঁর অবর্তমানে বিশ্বে বিরাজ করছে প্রনয় লীলার বিরাট শুন্যতা । তবে এবার বোধ হয় সেই রহস্যঘেরা শুন্যতার অবসান হতে চলেছে। মিসরে টাপোসিরিস ম্যাগনা উপাসনালয়েই ক্লিওপেট্রার সমাধি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রত্নতাত্তি্বকরা প্রায় ২০০০ বছরের পুরনো দুটি সমাধির খোঁজ পেয়েছেন। ধারণা করা হচ্ছে এগুলো রানী ক্লিওপেট্রা এবং তার প্রেমিক মার্ক এন্থনির। এই ধারণা যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে এটি হতে পারে এ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার, পাওয়া যেতে পারে বিশ্ব বিখ্যাত দুই প্রনয় প্রনয়নীর হারানো অন্তিম নীড়ের সন্ধান।
উপরের ১৩ নং মন্তব্যে ছবিটা সঠিক জায়গায় পোষ্ট হয়নি, তাই ঐ ১৩ নং মন্তব্যটি মুছে দেয়ার জন্য অনুরোধ থাকল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
বিজন রয় বলেছেন: মন্তব্যে বিস্মিত হলাম!! যা সবসময় আপনি করে থাকেন।
কবিতায় আমি সংক্ষেপে বলতে চয়েছি জাগতিক যা কিছু, হোক সে প্রগলভা, নটভঙ্গী, প্রণয়, রাগ-বিরাগ, সম্প্রীতি, সুখপিপাসা, এসব একসময় জ্বলবেই, আত্মবেদনায়!
কারণ মৃত্যু আর শূন্যতা সন্নিকটে।
আপনার মন্তব্যগুলো আমার কবিতাকে আরো সমৃদ্ধ করে।
ক্লিওপেট্রা নিয়ে আর নতুন কি বলবো!
নতুন ওই সমাধির কথা, দেখা যাক কি হয়।
দেশে আসবেন?
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০১
আটলান্টিক বলেছেন: আহাহা অনেকদিন পর কবিতা লিখলেন।গতকাল রাত্রে চাঁদ দেখেছিলেন?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮
বিজন রয় বলেছেন: অনেক দিন আর কি!
আমার তো মাসে ওই একটি পোস্ট দেওয়া হয়।
হ্যাঁ চাঁদ দেখেছি, তবে ইচ্ছা করে নয়।
রাত সাড়ে ৯টা পর্যন্ত বাংলা একাডেমির মাঠে ছিলাম, মেলায় আমাদের স্টল সাজানোর কাজে।
আপনাকে ধন্যবাদ মহাসাগর।
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭
জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার কবিতা রেঁধেছেন। যেখানে যে মশলার প্রয়োজন ছিল সেখানে সেটার পরিমাণমতো ব্যবহার হয়েছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০
বিজন রয় বলেছেন: প্রণয়-নীড়-শূন্যতা................. জন্ম-জীবন-মৃত্যু।
আশাকরি বোঝাতে পেরেছি।
অনেত অনেক শুভকামনা ভুত।
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬
মোস্তফা সোহেল বলেছেন: জীবনের মানে কখনও খুজতে না যাওয়াই মনে হয় ভাল।
কবিতা খুব ভাল লেগেছে বিজন দা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫
বিজন রয় বলেছেন: জীবন দীর্ঘঃশ্বাস!
জীবন মায়ার খেলা।
জীবন শুধু বেদনার রঙের মেলা।
হে পারে তারে বাঁধতে!
হায়! হায়!
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫
বিজন রয় বলেছেন: কি সুন্দর??
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২
নীলপরি বলেছেন: প্রতিটা লাইনই আবেগে আবেশে ভরা ।
ডঃ এম এ আলী মন্তব্য ভালো লাগলো ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫
বিজন রয় বলেছেন: না, নীলপরি। আবেগে আবেশে ভরা নয়। হতে পারে কবিতার একটি নিজস্ব আবেগ থাকে সেটা বলতে পারেন। কিন্তু কবিতায় ভাবের কোন আবেগ আছে বলে আমার মনে হয় না, আর ভাবের একটি নিজস্ব দর্শন আছে।
এই কবিতায় সেই ভাব আর দর্শন মিলে একাকার।
সেটা হলো জীবন-দর্শন।
এবার কবিতাটি আর একবার পড়ে দেখুন না!!
হা হা হা .......
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩
আলোরিকা বলেছেন: সবই মায়া, মায়ার খেলাই ---- কখনও নীড় পূর্ণ প্রেমে , কখনও অপ্রেমে আবার কখনও শুন্যতায়
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২
বিজন রয় বলেছেন: মায়া খেলা, প্রেম-অপ্রেমের অভিঘাত কখন শেষ হয়?
মৃত্যুবিলাসে, মৃত্যুকে বিলাস ভাবতে পারে কে?
জয়ী না বিজয়ী?
কবিতার সুর ধরতে পেরেছেন।
অনেকদিন আপনাকে পেলাম আলোর দিশারিকা 'আলোরিকা'।
অনেক অনেক শুভকামনা।
২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: জন্ম, জীবন আর মৃত্যু জুড়ে কেবল শূণ্যতার খেলা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: কঠিন ভাবনা।
আমি কে?
আমার জীবন কি?
আমার শেষ গন্তব্য কোথায়?
মৃত্যুর পর কি আছে?
ছোট্ট একটি কবিতায় সব প্রশ্ন করা যায় না।
আপনি কবিতার গভীরে প্রবেশ করেছেন মাইদুল।
নিরন্তর শুভকামনা।
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭
বিজন রয় বলেছেন: হা হা হা ......
আপনার মন্তব্যটিও অসম্ভব!
২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪
কানিজ ফাতেমা বলেছেন: মানে খুজে পেতেই তো চলে নিরন্তর এই খেলা, কবিতায় ভালো লাগা রেখে গেলাম
ভালো থাকুন সতত ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০
বিজন রয় বলেছেন: আপা আপনাকে পাওয়া গেল!!
দারুন।
আমি ভাবলাম আমাকে ভুলেই গিয়েছেন।
আমার মতে জীবনের মানে খোঁজার চেয়ে জীবনকে উপভোগ করা উচিৎ।
কিন্তু কবিমন বড়ই অস্থির, খুড়ে খুড়ে বের করে।
আপা ভাল থাকুন।
২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
হু আই এম..... ??
জীবনে সমস্ত সমস্যার কারণ, শুধুমাত্র নিজে না চিনতে পারা!!
আমি হলাম অবিনশ্বর আত্মা; জীবনের মানে শুধুমাত্র এতোটুকু ...;
এটাই আমাদের আসল সত্যতা !
আধ্যাত্মিক কবিতা পড়ে মুগ্ধ ।।
শুভ কামনা রইল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
বিজন রয় বলেছেন: আমার অসীমে আমি নিত্যহারা, কোথায় আছে কুল, কোথায় কিনারা, এ বড় অসম্ভব উপলব্ধি।
জীবন শুধুই ধাবমান অসীমে, অন্ধকারে।
সুন্দর মন্তব্য।
ভাল থাকেন।
২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
বিজন রয় বলেছেন: প্রামানিক ভাই, আপনি অতুলনীয়সব ছড়া লেখেন।
এবার কবিতা চাই আপনার নিকট থেকে।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
জোকস বলেছেন: আমার মাথা ঘুরতাছে!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
বিজন রয় বলেছেন: মাথা ঘুরুক, তবে যেন লাটিম না হয়ে যায়।
মাথ ঘুরে ঘুরে কবিতা বের হোক।
যেমন আমার হয়।
হা হা হা ......
অনেক শুভকামনা।
২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
মানুষের জীবনে যে কতো সহস্র রকমের জটিলতা ! ঈশ্বরের প্রগলভা তুলির টানে কখন যে কোথায় রঙ বেশী চড়ে যায়, কোথায়ই বা রঙয়ের ঘাটতি পড়ে, কেনই বা পড়ে তার হিসেব বোঝা মাটির মানুষের সাধ্য নয় ।
কবি হয়তো এ জন্যেই বলেছেন - খেলিছো এ বিশ্ব লয়ে ...................
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
বিজন রয় বলেছেন: মন্তব্যে আভিজাত্যের সর্বোচ্চ প্রকাশ!
যে খেলায় আমার কোন হাত নেই তা নিয়ে ভেবে কি লাভ।
তার চেয়ে সব মেনে নিলাম.......... এই করেছ ভাল নিঠু রে, এই করছে ভাল।
কেমন আছেন?
কি করছেন আজকাল?
২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
মিথী_মারজান বলেছেন: আসলেই তো!
জীবনের অন্তরালেই তো জীবনের মানে লুকিয়ে আছে।
তবু কেন যে বারবার উত্তরটা খুঁজে ফিরি এখানে সেখানে!
সুন্দর কবিতায় ভালোলাগা রইল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪
বিজন রয় বলেছেন: আপনার প্রশ্ন এবং আপনার উপলব্ধি দুটোই সুন্দরভাবে বলে দিয়েছেন।
আসলে আমরা কজনই বা জীবনের অন্তরালে উঁকি মারি!!
সেটা যে খুব কঠিন!
ভাল লাগল আপনাকে পেয়ে।
২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা রয় !
আলী ভাই এর মন্তব্যে ভালোলাগা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬
বিজন রয় বলেছেন: আমাকে 'রয়' বলা, এটা আপনি মনে রাখেন কিভাবে মনিরা আপা!
আপনার এই 'রয়' বলাতেই সব কথা বলা হয়ে যায় বলেই আমি মনে করি।
আমার খুব বেশি পাওয়া।
ভাল থাকুন।
২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
বিজন রয় বলেছেন: লিটন ভাই এটুকুতেই যথেষ্ট।
আমি একটি বেল পাতাতেই তুষ্ট।
আপনার সিরিজগুরো কিন্তু আমি ফলো করি।
৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: মন্তব্য করার জায়গা খুজতে খুঁজতে জীবন শেষ।
এ জীবন ছোট তবে জীবনকে টেনেটুনে বড় করা যায়।
ভাল লেগেছে কবিতাটি।
শুভেচ্ছা নিবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
বিজন রয় বলেছেন: এ জীবন ছোট তবে জীবনকে টেনেটুনে বড় করা যায়।
..... হ্যাঁ, অবশ্যই, আয়ুর সীমারেখার বাইরে আমাদের কর্ম।
আমাদের কমই আমাদের জীবনকে বড় করে দিতে পারে।
অনেক অর্থবহ কথা বলেছেন।
আজ আপনার মন্তব্য পাচ্ছি।
ভাল লাগছে। ভাল থাকুন।
৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
কেমন আছি ?
কি করছি আজকাল ?
উত্তরে কবিতায় উচ্চারণ করি এমন -
" ..............আমি আছি দিনমান
হাটে যাই-বাজারে যাই, যাই কাজকামে ।
.............................................
...........................................
....................................
লোক আসে লোক যায় । টেলিফোনে কথা কই ।
নিপাট ভদ্রলোক একজন, কাজ ছাড়া বুঝিনা কিছুই
মনে হয় । বিকেলের ঝিম ধরা রোদে বাড়ী ফিরি
সুবোধ বালকের মতো । সবাই ঘিরে থাকে কাছেপিঠে
ঘরে কিম্বা বাইরে যেখানেই যাই । অথচ কিছু যেন গেছে খোয়া
এমোন চিনচিনে ব্যথা একশো চার জ্বর নিয়ে অন্দরে
ঘাপটি মেরে থাকে .............."
আর এটা মেনে নিয়ে আমিও বলতে চাই মনে মনে --- এই করেছ ভাল নিঠুর হে, এই করছে ভাল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৫
বিজন রয় বলেছেন: ভাবছিলাম আজ আর উত্তর করবো না।
কিন্তু নিচে সোহানীর মন্তব্য দেখে মনে হলো যাক দুটোরই উত্তর করি।
বলি, নিঠু রে, আর নিঠুর হে এ মধ্যে তফাৎ কি?
অথচ কিছু যেন গেছে খোয়া
এমোন চিনচিনে ব্যথা
............... তার মানে কি জীবনের অনেক আশা পূরণ হয়নি! তার মানে কি জীবনের অনেক চাওয়া কি এখনো চা্ওয়াই থেকে গেল!! যদি তাই হয় তো বলি............. এটাই আসল জীবন, কারণ মৃত্যুর আগে, সব আশা পূরণ হয় না।
তাই অন্দরের জ্বরটাকে শীলবাটায় নিক্ষেপ করুন, ঝেটিয়ে বিদেয় করুন।
জীবনের অন্তরাল ঝরঝরে হয়ে উঠুক।
৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
সোহানী বলেছেন: ওওওওওওও অসাধারন । সত্যিকারের কবিতায় +++++++++
আলী ভাইয়ের মন্তব্যে হাজারটা + । আর জীভাইয়ের কবিতা বা মন্তব্য... সেটারতো তুলনা অসম্ভব।
আমার অফিসের পাশের চিত্রটা ঠিক আপনার ছবির মতো। গত উইকে বেশ কিছু ছবি তুলেছিলাম এতো ভালোলাগছিল তাই।
আমি এখন অফিসে, বাসায় ফিরে একটা শেয়ার করবো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৯
বিজন রয় বলেছেন: সত্যি বলতে, আমি ভাবিনি এই কবিতাটি আপনাদের নিকট থেকে এত প্রশাংসা পাবে!
আমার উৎসুক মন আরো উৎসাহী হয়ে উঠছে।
আলী ভাই আর জী ভাই দুজনেই নিপাট ভদ্রলোক, জিনিয়াস, আমাদের এই ব্লগের রত্ন।
আপনার ওই ছবিগুলো দিয়ে একটি পোস্ট করার অনুরোধ করছি।
ছবি আমার দারুন ভাল লাগার বিষয়।
আপনি এখন অফিস করছেন আর আমি ঘুমুতে যাবো।
বিপরীত মেরু!!
অনেক ধন্যবাদ সোহানী।
৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ভাবনীয় কবিতা উপহার দিয়েছেন দাদা। মুগ্ধতা জানিয়ে গেলাম কথামালায়।
উদ্দেশ্য পূর্ণ হওয়ার আকুতি পৃথিবীর কাছে, শুভকামনা স্রষ্টায়।
জীবনবিলাস ভিন্নতর হলেও মৃত্যুবিলাস একই সর্বত্র, সবসময়।
জীবনবিলাসে আমাদের বুঝবার ও এক হওয়ার তৌফিক দিক স্রষ্টা।
শুভকামনা রইল দাদা
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮
বিজন রয় বলেছেন: সুন্দর মন্তব্য।
আপনার মন্তব্যে সবসময় আবেগ আর আন্তরিকতা থাকে।
এজন্য খুব ভাল লাগে।
অনেক অনেক শুভকামনা রইল নয়ন।
৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯
অয়ি বলেছেন: বাতাসে ছাই উড়ে যায়, ছাইয়ে ছাইয়ে জীবন । কবিতার নাম বলছে সমাপ্ত ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩
বিজন রয় বলেছেন: আর জীবনের সমাপ্তিটাই শূন্যতাবৃত্তান্ত।
ঠিক, ঠিক ধরেছেন।
আমার এখানে প্রথম আসার জন্য অনেক ধন্যবাদ।
৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১
সামিয়া বলেছেন: দারুন লিখেছেন ।। ++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২
অন্তরন্তর বলেছেন: কবিতায় ভাললাগা রইল। সুন্দর সহজ মসৃণ কবিতা।১৬ তারিখের পর ইনশাল্লাহ বই মেলায় দেখা হবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
বিজন রয় বলেছেন: আমি অপেক্ষায় আছি।
দেখার হওয়ার জন্য যোগাযোগের উপায়ও বলবেন আশাকরি।
অনেক ধন্যবাদ।
৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
অয়ি বলেছেন: আপনার এখানে আসার জন্য অনেক ধন্যবাদ দিলেন । ভাল লাগলো ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
বিজন রয় বলেছেন: হা হা হা .......
আসলে আন্তরিকতার মধ্যেই তো আসল সুখ।
আবারো অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৩৮| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৫
খায়রুল আহসান বলেছেন: শেষের তিনটে স্তবক অনবদ্য, অতুলনীয় হয়েছে। রাগ বিরাগের নীড়ে শূন্যতা বূত্তান্ত, জীবনের ঘনিষ্ঠ দর্শন এবং আত্মোপলব্ধি থেকে উঠে এসেছে।
জীবনের হিসাব একটাই। দহন.....মৃত্যু......শূন্যতা (৪ নং প্রতিমন্তব্য) - এটাও একটা জীবন ঘনিষ্ঠ পর্যবেক্ষণ।
রাত সাড়ে ৯টা পর্যন্ত বাংলা একাডেমির মাঠে ছিলাম, মেলায় আমাদের স্টল সাজানোর কাজে (১৪ নং প্রতিমন্তব্য) - মেলায় আপনাদের স্টল কোনটা ছিল? (যদিও মেলা শেষ, এবং এবারে আমি একদিনও মেলায় যেতে পারিনি)
জীবন শুধুই ধাবমান অসীমে, অন্ধকারে (২৩ নং প্রতিমন্তব্য) - আহা! কেমন করে এত ছোট্ট একটা কথায় এত বড় একটা জীবন দর্শনের কথা বলে যেতে পারলেন? অভিনন্দন!
কবিতায় ভাল লাগা + +
অনেকগুলো মন্তব্য/প্রতিমন্তব্য পড়ে মুগ্ধ হ'লাম। সেগুলোতেও 'লাইক' +
মনে হয় খুবই ব্যস্ত আছেন, তাই অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত? ভাল আছেন তো?
১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৪৫
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্যের বিস্তৃতি অসাধারণ! অনেক দিক বিবেচনা করে, ভেবে তারপর আপনি মন্তব্য করেন। এটাতে মন্তব্য পরিপূর্ণ হয়। জীবনের উপলব্ধি সবসময় আসেনা, যখন আসে তখন সেটাকে ধরে রাখতে হবে।
আমার প্রতি মন্তব্যগুলোও যে আপনি পড়েন সেটাও একটি বড় ব্যাপার!
বই মেলার স্টল সম্পর্কে আপনাকে পরে কখনো জানাবো।
আপনি ভাল থাকুন।
৩৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০
বর্ণা বলেছেন: বিষয়বস্তু সুগভীর
২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ অনেক পিছনে এসে কথা বলার জন্য।
আশাকরি ব্লগে নিয়মিত থাকবেন।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১
জাহিদ অনিক বলেছেন:
জীবনের হিসেব করে ফেলতে পারলে খুব ভাল হত;
কত জমা কত খরচ কত ইজা-- এসব জেনে নিতে পারলে বড্ড ভালো হত
প্যসা-কড়ি কিছু বাঁচিয়ে বাঁচিয়ে খরচা করা যেত
কবিতা ভালো লাগলো বিজন দা