|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
যতবার ভালবাসার কথা ভাবি, ততবার 
সামনে এসে দাঁড়ায় বিস্ময়বোধ!
আশ্চর্য অনুভবে তখন যাই আমি করি
সব ঝরাপাতার সঙ্গীত হয়ে ওঠে,
নরম আর করুণ
করুণ আর আর্তিময়।
অন্তরীক্ষে ক্ষয়ে ক্ষয়ে 
সব মায়াবী স্পর্শগুলো
সমর্পিত হয় আঁধারের সীমানায়,
যেন বেদনার উপাখ্যানেই
হৃদয়ের মন্থন।
এভাবেই কত ভালবাসার 
মৃত্যু হয় উপেক্ষার উপবাসে,
এভাবেই কত ভালবাসা 
সােনালি শিশির হয়
দিকশূন্য পরবাসে।
তবু হৃদয় ভালবাসায় 
জড়ায়, ভালবাসায় জ্বলে।
তবুও জলের মতো, হৃদয়ে ভালবাসার
বুদবুদ ওঠে অহরহ, ভুলে কি অভুলে।
তারপর, তবুও হৃদয় আর্তবিহ্বলতায়
সুখের আর্দ্রতা খুঁজে নিতে চায় এই বলে......
আজ ভুলে গেছি আত্মবেদন
আজ ভুলে গেছি অন্তর্দহণ
আজ ভুলে গেছি হৃদয়ের সব দুঃখভার
আজ ভুলে গেছি ভালবাসা, প্রেম আর হাহাকার।
তবু হৃদয় ভালবাসার দুয়ারে মাথা খুটে মরে বারবার!!
 ৮০ টি
    	৮০ টি    	 +২০/-০
    	+২০/-০  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:১৭
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:১৭
বিজন রয় বলেছেন: বিধ্বস্ত হবে, তখন কী-বোর্ডে মনে হয় সমস্যা হয়েছে।
২|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:২৫
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন: 
ফাগুন আপনাকে ফিনিক্স পাখীর মতো নতুন যৌবন দিক!
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:২৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:২৬
বিজন রয় বলেছেন: কবিতায় কি বুঝলেন!!!
৩|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:২৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:২৬
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়  , 
যতোবার আলো জ্বালাতে চাই
 নিভে যায় বারে বারে ..........................
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৩০
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৩০
বিজন রয় বলেছেন: আলো নিভে যায় বলেই প্রতিবার আলো জ্বালাবার নতুন স্বাদ পাওয়া যায়।
তাই ভুলে কি অভুলে আলো জ্বলুক বার বার।
৪|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৩৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৩৯
ভাইরাস-69 বলেছেন: প্রেমে বিস্ময়বোধ যতই থাকুক “বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়” -বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ! জীবনের চেয়ে সবকিছু অনেক ছোট কিন্তু প্রতিটি কবি একজন সামান্য মেয়েকে অসমান্য ভেবে ভেবে কবিতা লিখেন এবং জীবনের চেয়ে প্রেমকে বড় করে দেখেন।এখানে কামানা থেকে প্রেমের জন্ম। প্রকৃতির পারস্পরিক একটা আয়োজনে সাড়া দেওয়াটা হল প্রেম। এছাড়া আর কিছু নাহ। কবিতা সুন্দর হয়েছে।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৫৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৫৩
বিজন রয় বলেছেন: আরে যাহ! কি বললেন, এই সামান্য কবিতায় কবিগুরুকে টেনে আনলেন!!
আমাকে লজ্জ্বা দেওয়া আর কি।
৫|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৫৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: 
হৃদয় বড্ড বেহায়া! ব্যাথায় ভরে না মন তার, তাই বারে বারে রঙিন হতে চায়। অত:পর ধোকায় পরে রঙ হারায়!!
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩০
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩০
বিজন রয় বলেছেন: আমার উত্তর করতে দেরী হয়ে গেল!
তাই ব্যথা পেলেও আপনাদের ভালবাসায় আবার রঙিন হয়ে উঠলাম।
তাহলে ভালবাসা হারায় আবার ভালবাসার জন্য।
৬|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:০১
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:০১
ওমেরা বলেছেন: ভালবাসা এমনি — ভালবাসা দুঃখ দেয় কষ্ট দেয় তবু মানুষ ভাসবাসায় জড়ায়।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩০
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩০
বিজন রয় বলেছেন: তালে আপনি ভালবাসায় জড়াবেন না কিন্তু!
৭|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:১২
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:১২
সজিব। বলেছেন: হায়রে ভালবাসা ! এ কেবলই ভালবাসা, বাসতে কিংবা না বাসতে পারার ভালবাসা।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩১
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩১
বিজন রয় বলেছেন: ভাল না বাসতে বাসতে একদিন ভালবাসা হয়, আবার বাসতে বাসতে একদিন হারিয়ে যায়।
৮|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১২:০৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১২:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা খুব ভাল লাগল। শেষ লাইনে মাথা খুটে নাকি মাথা কুটে হবে? সুন্দর কবিতায় ভালোলাগা।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: 'খুটেই' তো লিখেছি।
কবিতা ভাল লাগাতে প্রীত হলাম সম্রাট!
৯|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১:৪৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১:৪৬
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
ছড়া লেখা কিন্তু বন্ধ করবেন না।
১০|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ২:০৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ২:০৯
ভ্রমরের ডানা বলেছেন: 
অসাধারণ কবিতা! ভাল লেগেছে কবি।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৪
বিজন রয় বলেছেন: কি যে বলেন! শুধু লজ্জা দেন।
আপনাদের আশে-পাশেও হয় না।
১১|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ২:১৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ২:১৬
অর্ক বলেছেন: যথারীতি উন্নত শব্দ চয়ন ও সাবলীল বাহুল্যহীন বর্ণনায় মুগ্ধ হলাম কবি! ভালবাসা, প্রত্যাখ্যান, না পাওয়া, জাগতিক জটিলতা, আবার ভালবাসা- বিষয়বস্তুতে সে অর্থে বৈচিত্র্য পেলাম না।
শুভকামনা অবিরাম।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৮
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৮
বিজন রয় বলেছেন: সুন্দর মন্তব্য!
আমি খুব বেশি লেখালেখি করি না, তাই অত সিরিয়াস নই।
সেজন্য বৈচিত্র নিয়ে অত ভাবা হয় না।
এই ব্লগে একটু সচেতন থাকার জন্য যা দু-একটি পোস্ট করি।
তাতেই আপনাদের যে সমর্থন পাই, তা আসলে অসাধারণ!
অনেক শুভকামনা।
১২|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ২:৪০
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ২:৪০
জাহিদ অনিক বলেছেন: 
বেশ বেশ ভালো লাগলো কবিতা। 
শুভেচ্ছা কবি
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৯
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৯
বিজন রয় বলেছেন: আরে, সবাই আমাকে কবি বলে কেন?
আমি কবি নই, আমি আপনাদের দলের মানুষ।
১৩|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৪
সুমন কর বলেছেন: হৃদয় কি আর আপনার কথা শুনবে........... ! 
ভালো হয়েছে। +।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪০
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: হৃদয় আমার কথা শুনলে তো আর আমি মানুষ থাকতাম না!
++++
১৪|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:২৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবু হৃদয় ভালবাসায়
জড়ায়, ভালবাসায় জ্বলে।
তবুও জলের মতো, হৃদয়ে ভালবাসার
বুদবুদ ওঠে অহরহ, ভুলে কি অভুলে। সুন্দর লিখেছেন কবি।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪১
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: সঠিক সময়ে ভুল করা ভাল।
ভুল সময়ে সঠিক করা ভাল।
১৫|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৩৮
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৩৮
ধ্রুবক আলো বলেছেন: ফাল্গুনের রঙে ভালোবাসার রং ছড়িয়ে পরুক ।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪১
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: অবিরাম মন্তব্য প্রদানকারীকে নিরন্তর শুভেচ্ছা।
১৬|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:১১
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পুড়তে পুড়তে ছাই তবু ভালোবাসা হারাবার নয়, ভালোবাসা যে আমার জীবন আমার হৃদয়।
অসাধারণ কথামালায় মনোমুগ্ধকর আমার মনের মতো একটা কবিতা উপহার দিয়েছেন কবিবর।
ভালোবাসা এভাবেই জায়গা করে নিক সকল প্রাণে প্রাণে।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৩
বিজন রয় বলেছেন: সেই একই আন্তরিকতা, সেই একই ভালবাসা।
সুন্দর।
যে বর আমার দিলেন তার ভার সইতে পারবো তো!
১৭|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০০
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০০
কাছের-মানুষ বলেছেন: ফাল্গুনের কবিতা ভাল হয়েছে ।
আমার ভাল লাগা রইল ++++
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৪
বিজন রয় বলেছেন: ফাগুনের দিনে ফাগুনের কবিতা লেখার চেষ্টা।
আর আপনাদের উপস্থিতি ফাগুনের রঙ আরো রঙিন হয়ে উঠল।
অনেক শুভেচ্ছা ।
১৮|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৭
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন ভালবাসার আহবানে সিক্ত কাব্য!  যেন সকলেরই হৃদয়ের অপ্রকাশ্য অনুভবের ফূলহার  
 
যেন এ তিয়াস নহে মিটিবার জনম জনমের পরেও  
 
ভাললাগা একরাশ. ..
++++
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৬
বিজন রয় বলেছেন: পন্ডিত লোকের পান্ডিত্যময় কথামালা। মুগ্ধ না হয়ে কি পারা যায়!
অনেক ভাল লাগল।
শুভেচ্ছা নিরন্তর।
১৯|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:২৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হৃদয়ের ভালোবাসা ধরে রাখুন, তাহলে জীবনবোধ সহজ হবে।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৭
বিজন রয় বলেছেন: আপনার কথা মানতে চেষ্টা করবো।
আসলেই মন ভালবাসায় কোমল থাকলে সুখ ও শান্তি বেশি অনুভব করা যায়।
ধন্যবাদ।
২০|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অপূর্ব কাব্যখানি। ভাল থাকবেন কবি সবসময়।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৯
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৯
বিজন রয় বলেছেন: আপনার এভাবে আমার সাথে থাকা আমাকে সজিব রাখে।
অনেক শুভকামনা।
২১|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:১৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:১৩
করুণাধারা বলেছেন: কি দারুন কবিতা! আশ্চর্য অনুভবে ঝরাপাতা সংগীত হয়ে ওঠে!!
এই চমৎকার কবিতার সাথের ছবিটা ভাল লাগল না যে!
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫১
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫১
বিজন রয় বলেছেন: কারো জীবন যেন কখনো ঝরাপাতা না হয়, তবে ঝরাপাতায় যদি কেউ সুখ খুজে পায় তাহলে ভাল।
ছবি তো দিয়েই ফেলেছি, এখন আর কি করবো বলুন!
থাকগে!
২২|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:৪৭
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:৪৭
উম্মে সায়মা বলেছেন: সত্যি বেহায়া মন! ভালো লাগা কবিতায়....
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: মানুষ খুব আবেগী। সেজন্য মন বেহায়া হতেই পারে!
হা হা হা.............. সেটা সুখ খোঁজার জন্য।
ধন্যবাদ সায়মা।
২৩|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
অন্তরন্তর বলেছেন: কবির কবিতা বরাবরের মত সুন্দর হয়েছে। শুভ কামনা।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: আপনার সাথে দ্বিতীয় পর্ব শুরু হলো।
অনেক কথা হবে।
শুভকামনা সবসময়।
২৪|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫১
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫১
মনিরা সুলতানা বলেছেন: বসন্তের শুভেচ্ছা ।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৪
বিজন রয় বলেছেন: আপনাকেও আন্তরিক শুভকামনা।
ভাল থাকুন সবসময়।
২৫|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৩:৪২
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৩:৪২
ডঃ এম এ আলী বলেছেন: ভালবাসায় বিস্ময়বোধ , অনুভবে ঝরাপাতা , হায়রে ভালবাসা । চায়না  চোখের ইশারা, চায় শুধু  অপলক চোখের ভাষা। হয়না পুরণ  আশা, কেবলি  বেদনা  আর বাড়ে  হতাশা। চায়না  রাত হোক ঘুমহারা, চায় শুধু কারো  একটু ভাবনা। চায়না  হাতের ছোঁয়া, চায় শুধু তার  হৃদয় দুয়ার থাকুক তারি  জন্য খোলা। কাঁদে হৃদয় , আর প্রলাপ বকে “ হায়রে ভালোবাসা”। বিধ্বস্ত ফাল্গুনে হৃদয়ে  আদ্রতা শুধু বাড়ে । আজ ফাগুনের এই দিনে  ঢাকার তাপমাত্র ২৯ ডিগ্রী সেলসিয়াস, প্রতি দিন যাবে  আরো বেড়ে,  বাতাসে  আদ্রতা এখন ৫০% এর  নীচে,  এই  আদ্রতা সামনের প্রবল খরার দিন গুলিতে  কোথায় গিয়ে দাঁড়াবে কবি কি তা বলতে পারে , ভালবাসার দশাটাই বা কি  ঘটে তা কে বলতে পারে । 
কবিতা খুব সুন্দর হয়েছে । 
ফাল্গুনী বসন্তের শুভেচ্ছা রইল
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৮
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৮
বিজন রয় বলেছেন: ভালবাসার দশাটা কোথায় গিয়ে দাঁড়াবে? কেন এখানে.............. অন্তর্দহনে!
আপনার মন্তব্য সবসময় আমাকে পূর্ণ করে দেয়।
তাই বেশি কিছু বলে তার সৌন্দর্য নষ্ট না করাই ভাল।
দেশে আসুন।
২৬|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৫১
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৫১
কবীর বলেছেন: কবিতা পড়ে ভাল লাগল+++
বসন্তের শুভেচ্ছা রইল!
কেমন আছেন কবি?
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৫৫
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: ভাল আছি?
আপনার কি কোন বই বেরিয়েছে মেলাতে?
২৭|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:০২
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:০২
কবীর বলেছেন: হা, হা, হা... আমি সে মানে কবি না।। এখানে শখের বসে লিখি....   শুধু এ একটা নিক আমার... 
সামু ছাড়া কোন নিক নেই !! আগে একটা ব্লগ লিখতাম বিজ্ঞান নিয়ে,,, এখন আর লেখা হয়না। 
আর কোনদিন বই বের করার ইচ্ছা নেই। তবে কেউ যদি চায় তবে তাকে ছদ্মনামে কবিতা লিখে দিতে পারি...
 বা সে তার নামেও চালিয়ে দিতে পারে।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ২:১২
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: কি বলেন! আপনার লেখা অনেক ভাল হয়।
বই বের করার প্রস্তুতি নেন।
আশাকরি পরের বই মেলায় আপনার একটি কবিতার বই পাবো।
২৮|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:১৬
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:১৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ফাগুনের আগুনে ভালবাসা শানিত। এই ভালবাসা হোক অন্তহীন..............
বড় ভাল লাগলো বিজন ভাই।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:২৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:২৬
বিজন রয় বলেছেন: দেরি করে উত্তর করার জন্য দুঃখিত।
মনে করে এসে যে কথা বলে গেলেন তা জন্য অজস্র ধন্যবাদ।
ফাগুন উন্মুক্ত হোক সবার হৃদয়ে।
ভালবাসার সুঅার্দ্রতা ছড়িয়ে পড়ুক সবখানে।
শুভকামনা রইল।
২৯|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ২:১৮
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ২:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: দিকশূন্য পরবাসে - এই যে সচেতন হেয়ালি, ভালো লাগছে।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:২৭
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:২৭
বিজন রয় বলেছেন: পরবাস নিজের করে নিতে চেয়েছি।
সেই পরবাসে আপনারা আপন হয়ে উঠেছেন।
বিলম্ব উত্তরে দুঃখিত।
ভাল থাকেন রাজপুত্র।
৩০|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৩
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৩
শামচুল হক বলেছেন: ভালো লাগল বসন্তের কবিতা।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৫
বিজন রয় বলেছেন: এই ভাললাগায় বিলীন হয়ে আপনাকে ফাগুনের অকৃত্রিম শুভেচ্ছা।
ভাল থাকুন অজস্র কাল।
৩১|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:৩৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: শেষ লাইন নিষ্ঠুর হলে ও এটা নিষ্ঠুর বাস্তবতা।
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৪
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৪
বিজন রয় বলেছেন: সত্য সবসময় নিষ্ঠুর হয়!
জীবন কখনো কখনো তাই বলে।
ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার।
৩২|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:৪১
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:৪১
জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: চমৎকার কবিতা .....
  ০৩ রা মার্চ, ২০১৮  বিকাল ৪:১৬
০৩ রা মার্চ, ২০১৮  বিকাল ৪:১৬
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ কবিতার পড়ার জন্য।
সাথে থাকুন।
৩৩|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:৪৩
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:৪৩
শিখা রহমান বলেছেন: বিজন ভালোবাসা ছাড়া কি আর বাঁচা যায়!! কবিতা বরাবরের মতোই দারুণ। আচ্ছা আপনার কি কবিতার বই আছে?
  ০৩ রা মার্চ, ২০১৮  বিকাল ৪:১৮
০৩ রা মার্চ, ২০১৮  বিকাল ৪:১৮
বিজন রয় বলেছেন: হা হা হা ..... না, আমার নিজের লেখা কোন কবিতার বই নাই। কেন, এমন মনে হলো যে আমার কবিতার বই আছে। তবে অন্যদের লেখা অনেক কবিতার বই আছে!!
ভালবাসা ছাড়া বাঁচা যায়।
৩৪|  ০৩ রা মার্চ, ২০১৮  সকাল ১১:৩২
০৩ রা মার্চ, ২০১৮  সকাল ১১:৩২
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । শেষের লাইনটা বিশেষ করে ভালো লেগেছে ।
  ০৩ রা মার্চ, ২০১৮  বিকাল ৪:২০
০৩ রা মার্চ, ২০১৮  বিকাল ৪:২০
বিজন রয় বলেছেন: শেষের লাইনটি বিশেষ ভাল লেগেছে!  কেন আরো তো অনেক লাইন আছে, যেগুলো আমার আরো বেশি ভাল লেগেছে। তবে আপনি যে কবিতা পড়েছেন সেটিই আামর সবচেয়ে বেশি ভাল লেগেছে।
ভাল থাকুন নীলপরি।
৩৫|  ০৩ রা মার্চ, ২০১৮  সকাল ১১:৫৪
০৩ রা মার্চ, ২০১৮  সকাল ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: বসন্ত ফুরিয়ে যায় আবার আসে
তবু জীবন কি আর থেমে থাকে।
  ০৩ রা মার্চ, ২০১৮  বিকাল ৪:২২
০৩ রা মার্চ, ২০১৮  বিকাল ৪:২২
বিজন রয় বলেছেন: বসন্ত চলে যাচ্ছে আর প্রেমিক-প্রেমিকাদের মন খারাপ হচ্ছে, আর কবিরা দিক বদল করছে।
জীবন কখনো থেমে থাকার নয়।
ধন্যবাদ হে কবি।
৩৬|  ০৫ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৩৭
০৫ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৩৭
শিখা রহমান বলেছেন: বিজন "ভালোবাসা ছাড়া বাঁচা যায়।" মানতে পারলাম না। আর কাউকে না হোক আমিতো নিজেকে ভালো না বেসে থাকতে পারবো না। 
আর কেন মনে হলো কবিতার বই আছে কিনা? কারনটা সহজ তাই না? আপনি খুব ভালো কবিতা লেখেন তাই!!  আপনার অনুরোধে কবিতা দিয়েছি। পড়ে নেবেন সময় পেলে। শুভকামনা। 
  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৫০
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৫০
বিজন রয় বলেছেন: না, মানুষ নিজেকে কখনো ভালবাসে না। কখনো না। ভুল বলেছেন।
আমার কবিতা আমার পছন্দ হয় না, তাই বই বের করার ইচ্ছে হয়নি।
আপনার কবিতা পড়েছি, ওখানে নিশ্চয়ই কথা বলবো।
দেরিতে উত্তর, দুঃখিত।
৩৭|  ২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৮
২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা বিজন দা।কবিতাটি মিস করে ফেলেছিলাম।
এই লেখাটি পড়ার অনুরোধ রইল।kobita
  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৫৩
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৫৩
বিজন রয় বলেছেন: দেরিতে পড়লেও তো কোন সমস্যা নেই।
তবে আমার কবিতার প্রতি যে আপনার আগ্রহ আছে সেটা বুঝতে পারলাম।
আপনার কবিতাও আমি পড়ি।
সাথে থাকেন।
৩৮|  ২৮ শে মার্চ, ২০১৮  রাত ১১:০৪
২৮ শে মার্চ, ২০১৮  রাত ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: মানুষের জীবনে ভালবাসার অনুভূতি শুদ্ধতম, পবিত্রতম!
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩৬
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩৬
বিজন রয় বলেছেন: সেই জন্য তো মানুষ ভাল হতে পারে, ভাল হতে শেখে।
ভালবাসার শুদ্ধতম স্পর্শের একটি জীবন সুন্দর হতে পারে।
৩৯|  ২৮ শে মার্চ, ২০১৮  রাত ১১:০৫
২৮ শে মার্চ, ২০১৮  রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: ছবিটা আমারও ভাল লাগেনি।
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩৭
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩৭
বিজন রয় বলেছেন: ছবিটা যে আমারও ভাল লাগেনি!
৪০|  ০৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
০৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
বাকপ্রবাস বলেছেন: আপনার কবিতাগুলো মায়াময়
  ০৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
০৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
বিজন রয় বলেছেন: এত পিছনে এলেন!!
খুব ভাল লাগল।
ধন্যবাদ আর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:১২
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি কি "বিধ্বস্ত" লিখতে চেয়েছিলেন, নাকি এটা ঠিক আছে?