|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
দোয়েল শিষ্ দিলে প্রকৃতি ধূসর হয়
কারো মন উদাস হয়
কারো হৃদয় রাঙা হয়।
প্রকৃতির সবকিছু অকারণে হয় না?
শুধু অবলা জীব যারা বিকৃতি করে
সুন্দর সৃষ্টি
যারা নিজেদের দাবী করে সৃষ্টির "সেরা জীব"।
তারা সব নির্বোধ মানুষ!
কেন ফুলের মতো নয়!!
 ৫০ টি
    	৫০ টি    	 +১২/-০
    	+১২/-০  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩২
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩২
বিজন রয় বলেছেন: বুদ্ধির শেষ কোথায়!!
২|  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৩০
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৩০
বিথী আক্তার বলেছেন: সুন্দর কবিতা
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৩
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
৩|  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৩০
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৩০
ঋতো আহমেদ বলেছেন: মানুষ,, অদ্ভুত নির্বোধ !.. by the way.. বিজনদা,
ছবিতে এই ফুলটার নাম কি?
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৩
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: আমারো তাই মনে হয়।
ফুলের নামটি আমার জানা নেই।
৪|  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৪
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল বিজন দা।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৪
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ অাপনাকে।
৫|  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৬
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৬
স্রাঞ্জি সে বলেছেন:   প্রীশু নিয়েন।  
মানুষ নির্বোধ, বোধগম্য হওয়ার জন্য চেষ্টা করি।  
কবিতা ও ফুলে ছবিতে +++। 
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৫
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
৬|  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৫
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৫
আরাফআহনাফ বলেছেন: তারা সব নির্বোধ মানুষ!
কেন ফুলের মতো নয়!! 
মানুষ আর এখন মানুষের পর্যায়ে নেই - 
আমার অল্প সুখের জন্য না  হ্য় আপনার জীবনটা উৎসর্গ করুন - কোন ক্ষতি নেই! 
ভালো থাকুন বিজন দা ।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৫
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৫
বিজন রয় বলেছেন: আমার অল্প সুখের জন্য না হ্য় আপনার জীবনটা উৎসর্গ করুন - কোন ক্ষতি নেই! 
আমি রাজি।
৭|  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:২৮
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল কবিতা।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৬
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ হাসুমামা।
৮|  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ২:৪৯
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ২:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: অনেকদিন পর আপনার নতুন লেখা পেলাম ভাইয়া। 
কবিতার মাধ্যমে অল্প কথায় অনেক দামী কথা বলেছেন।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৭
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: আমি ব্লগে আসার তেমন সময় পাইনা।
ধন্যবাদ।
৯|  ৩০ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:৪১
৩০ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৭
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
১০|  ৩০ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:৫৬
৩০ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!  দাদ ছোট্ট কবিতা কিন্তু ব্যাপ্তিটা বিশাল। 
শুভেচ্চা নিয়েন।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৮
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৮
বিজন রয় বলেছেন: সেই বিশালতায় আপনিও ভাল থাকুন।
১১|  ৩০ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:৩৫
৩০ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: মানুষের শুভবুদ্ধির উদয় হোক । 
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৮
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৮
বিজন রয় বলেছেন: আর কবিদের??
১২|  ৩০ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:৩৫
৩০ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:৩৫
ওমেরা বলেছেন: ছোট্ট কবিতা তবে ওজন আছে।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৯
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৯
বিজন রয় বলেছেন: ওজন মাপতে থাকুন।
১৩|  ৩০ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৩
৩০ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হোমোস্যপিয়েন্স থেকে মানুষ হ্ওয়া অনেক সাধনার কাজ!
দু পেয়ে জীবে মানুষ মিলবে কোথা?
মনূষ্যত্ব অর্জন করেছে যে সেই না মানুষ!
+++
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৯
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৩৯
বিজন রয় বলেছেন: আমরাই সেই অমানুষ!
১৪|  ৩১ শে জুলাই, ২০১৮  রাত ১২:৪৫
৩১ শে জুলাই, ২০১৮  রাত ১২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: 
বিশাল এক আফসোস কবি! সব মানুষ,  মানুষ নয়! কিছু সময় কিছু কিছু হায়েনা হয়ে যায়!
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪০
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: মানুষ বিচিত্র।
১৫|  ৩১ শে জুলাই, ২০১৮  ভোর ৬:৩৮
৩১ শে জুলাই, ২০১৮  ভোর ৬:৩৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: বড় নির্বোধ আমি, প্রিয় বিজন রয়এর এই কবিতার শেষ অর্শধাংশটা দুর্বোধ্যই থেকে গেল আমার কাছে।  
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪০
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: মানুষ কি সহজ জীব?
১৬|  ৩১ শে জুলাই, ২০১৮  ভোর ৬:৪২
৩১ শে জুলাই, ২০১৮  ভোর ৬:৪২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সংশোধনীঃ শেষ অর্ধাংশটা
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪১
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: বুঝতে পেরেছি।
১৭|  ৩১ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৫৯
৩১ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৫৯
সামিয়া বলেছেন: শিশুরা কিন্তু ফুলের মত। কবিতায় ভালোলাগা
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪১
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: শিশুরা মানুষ নয় দেবতা।
১৮|  ৩১ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০৪
৩১ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০৪
মোঃ শাওন কীপা বলেছেন: অনেক সুন্দর কবিতা লিখেন তো আপনি।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪২
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
১৯|  ৩১ শে জুলাই, ২০১৮  দুপুর ১:৫০
৩১ শে জুলাই, ২০১৮  দুপুর ১:৫০
অর্ক বলেছেন: খুব সত্য কথা প্রিয় কবি। আর আমি আপনি আমরা সবাই রয়েছি এর মাঝে। শুভেচ্ছা অফুরন্ত। এরকম আরও লেখা হোক।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪২
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪২
বিজন রয় বলেছেন: সময় পাইনা ব্লগিয় করার।
শুভকামনা রইল।
২০|  ৩১ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:৪০
৩১ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:৪০
মো: নিজাম গাজী বলেছেন: ভালো লেগেছে প্রিয় লেখক। শুভকামনা শতত।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৩
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৩
বিজন রয় বলেছেন: ভাল থাকুন।
শুভকামনা।
২১|  ৩১ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:৫৯
৩১ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:৫৯
রাকু হাসান বলেছেন: অল্প লাইনের হলেও ভাল লাগলো কবি । শেষ দুটি লাইন বেশি ভাল লাগলো ।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৪
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৪
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
 সাথে থাকুন।
২২|  ৩১ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৫
৩১ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৫
উদাসী স্বপ্ন বলেছেন: হুমম
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৪
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৪
বিজন রয় বলেছেন: বুঝেছি তো!
২৩|  ০১ লা আগস্ট, ২০১৮  রাত ১২:১১
০১ লা আগস্ট, ২০১৮  রাত ১২:১১
সুমন কর বলেছেন: কেমন আছেন?
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৫
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৫
বিজন রয় বলেছেন: খুব ভাল নেই সুমনদা।
আপনি ভাল থাকুন।
২৪|  ১৬ ই আগস্ট, ২০১৮  রাত ৩:৫৮
১৬ ই আগস্ট, ২০১৮  রাত ৩:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: ফুল কি কথা বলতে পারে?
  ১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৯
১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৯
বিজন রয় বলেছেন: না, ফুল কথা বলতে পারে না, কথা শোনাতে পারে।
কথা না বলে কথা শোনায় কিভাবে?
যার চোখ ও কান আছে শুধু সেইই জানে এই প্রশ্নের উত্তর।
২৫|  ১৩ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:০০
১৩ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
"মানুষ" নামের সবচেয়ে বুদ্ধিমান প্রানীটি আসলেই সবচেয়ে নির্বোধ ।
মনের ভাবের যথার্থ বহি:প্রকাশ।
  ১৩ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:১০
১৩ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:১০
বিজন রয় বলেছেন: সেই আপনি!
যে অনেক বিচক্ষণ মন্তব্য করে মনে ভাল করে দিতেন।
আপনি হয়তো বুঝেন না যে আমি আপনার অভাববোধ করি।
অনুরোধ করছি আবারো কিছুটা হলেও ব্লগে সময় দিন।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:২৬
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:২৬
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
"মানুষ" নামের সবচেয়ে বুদ্ধিমান প্রানীটি আসলেই সবচেয়ে নির্বোধ ।