![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কথা সুস্পষ্টভাবে মনে রাখবেন, নারীর মাতৃত্বই নারীকে ধ্বংস করে৷ মা হিসেবে প্রত্যেক নারী'ই সফল কারন, তা সফল করার দায়িত্ব সন্তানের, মায়ের নয়৷ এমন কোনো সন্তান নেই যে তার মাকে ভালোবাসে না৷ অথচ সেই সার্থক মা'ই একই সময়ে অন্য কারো বন্ধু হিসেবে পুরোপুরি সার্থক নয়৷ হতে পারে সে অক্ষমতার দোষ তার নিজের নয় কিন্তু বাস্তবতাটা তো তাই৷ সুতরাং প্রত্যেকটা নারী একই সাথে সার্থক এবং ব্যর্থ৷ সে একই সময়ে আছে এবং নেই, বড় এবং ছোট, গুরুত্বপূর্ণ এবং তুচ্ছ, মধুর এবং তিক্ত৷ সন্তানের চোখে তার যে রুপ, মায়ের প্রধান অস্তিত্ব সন্তানের চোখের মধ্যে অথচ স্বামীর বা সহধর্মীর চোখে তার যে রুপ তার জন্য সে নিজেও দায়ী কম হোক আর বেশি৷ সন্তান মাকে মায়ের মতো দেখতে পায় বলে চিরকাল বাবাকে ভুল বোঝে৷ অথচ বাবা সন্তানকে সন্তানের মতো দেখতে পায় বলে তাদের ভুল বোঝার অবিচারের জগদ্দল পাথর বুকের উপর চাপা দিয়ে নিরবে কষ্ট পেতে থাকে৷ সন্তানের কখনো চিন্তাতেই আসেনা মা কখনো কারো স্ত্রী হতে পারে অথচ বাবাকেই মেনে নিতে হয় যে স্ত্রীকেই কারো না কারো মা হতে হয়৷
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
গেম চেঞ্জার বলেছেন: এমন কোনো সন্তান নেই যে তার মাকে ভালোবাসে না৷ অথচ সেই সার্থক মা'ই একই সময়ে অন্য কারো বন্ধু হিসেবে পুরোপুরি সার্থক নয়৷ হতে পারে সে অক্ষমতার দোষ তার নিজের নয় কিন্তু বাস্তবতাটা তো তাই৷ সুতরাং প্রত্যেকটা নারী একই সাথে সার্থক এবং ব্যর্থ।
ভাল বলেছেন।