নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় আবাবিল

আমিতো মেঘে ঢাকা চাঁদ নই, খোপাতেও কোন ফুল নেই, বুকেতে ছোট্ট মনের ডায়েরী তাতেই আমি সব লিখে নেই...... তোমার ছন্নছাড়া সময় গুলো আমি একা গুনি তোমার উড়তে থাকা ঘুড়ির সুতো আমি ধরবই......

বিজয় আবাবিল › বিস্তারিত পোস্টঃ

মাতৃত্ব ও সফলতা- ব্যার্থতা

০৭ ই মার্চ, ২০১৫ রাত ২:০৮

একটা কথা সুস্পষ্টভাবে মনে রাখবেন, নারীর মাতৃত্বই নারীকে ধ্বংস করে৷ মা হিসেবে প্রত্যেক নারী'ই সফল কারন, তা সফল করার দায়িত্ব সন্তানের, মায়ের নয়৷ এমন কোনো সন্তান নেই যে তার মাকে ভালোবাসে না৷ অথচ সেই সার্থক মা'ই একই সময়ে অন্য কারো বন্ধু হিসেবে পুরোপুরি সার্থক নয়৷ হতে পারে সে অক্ষমতার দোষ তার নিজের নয় কিন্তু বাস্তবতাটা তো তাই৷ সুতরাং প্রত্যেকটা নারী একই সাথে সার্থক এবং ব্যর্থ৷ সে একই সময়ে আছে এবং নেই, বড় এবং ছোট, গুরুত্বপূর্ণ এবং তুচ্ছ, মধুর এবং তিক্ত৷ সন্তানের চোখে তার যে রুপ, মায়ের প্রধান অস্তিত্ব সন্তানের চোখের মধ্যে অথচ স্বামীর বা সহধর্মীর চোখে তার যে রুপ তার জন্য সে নিজেও দায়ী কম হোক আর বেশি৷ সন্তান মাকে মায়ের মতো দেখতে পায় বলে চিরকাল বাবাকে ভুল বোঝে৷ অথচ বাবা সন্তানকে সন্তানের মতো দেখতে পায় বলে তাদের ভুল বোঝার অবিচারের জগদ্দল পাথর বুকের উপর চাপা দিয়ে নিরবে কষ্ট পেতে থাকে৷ সন্তানের কখনো চিন্তাতেই আসেনা মা কখনো কারো স্ত্রী হতে পারে অথচ বাবাকেই মেনে নিতে হয় যে স্ত্রীকেই কারো না কারো মা হতে হয়৷

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

গেম চেঞ্জার বলেছেন: এমন কোনো সন্তান নেই যে তার মাকে ভালোবাসে না৷ অথচ সেই সার্থক মা'ই একই সময়ে অন্য কারো বন্ধু হিসেবে পুরোপুরি সার্থক নয়৷ হতে পারে সে অক্ষমতার দোষ তার নিজের নয় কিন্তু বাস্তবতাটা তো তাই৷ সুতরাং প্রত্যেকটা নারী একই সাথে সার্থক এবং ব্যর্থ।

ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.