নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় আবাবিল

আমিতো মেঘে ঢাকা চাঁদ নই, খোপাতেও কোন ফুল নেই, বুকেতে ছোট্ট মনের ডায়েরী তাতেই আমি সব লিখে নেই...... তোমার ছন্নছাড়া সময় গুলো আমি একা গুনি তোমার উড়তে থাকা ঘুড়ির সুতো আমি ধরবই......

বিজয় আবাবিল › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে রহস্যজনক ভূমিকায় ছিলেন জিয়াউর রহমান।

২৭ শে মার্চ, ২০১৫ রাত ৩:৩৩


পাকিস্তান ভাঙ্গার প্রধান ও প্রথম কারণ ভারত, দ্বিতীয় কারন রাশিয়ার বাতাস ভেসে চলা বামসম্প্রদায়, তৃতীয় ও উল্লেখযোগ্য কারন পাকিস্তানী হানাদার শাসকগোষ্ঠীর নির্বুদ্ধিতা। এই তিনটি কারণও ব্যার্থ হয়ে যেত যদি জিয়া রহস্যময় আচরন না করতেন।
৭১ এর আগে ভারত পাকিস্তানের কাছে নাস্তানাবুধ হওয়ার অন্যতম কারন পূর্ব পাকিস্তান। তাই পাকিস্তানের ক্ষমতা খর্ব করা ছিল ভারতের টার্গেট। সে টার্গেট অনুযায়ী তারা এদেশীয় বামপন্থীদের স্বপ্ন দেখায় একটা স্বাধীন রাষ্ট্রের যেখানে সমাজতন্ত্রের পতাকা ঊড়বে। বামদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
এজন্য ভাসানী সহ বামেরা ৭০ এর নির্বাচন বয়কট করে। প্রথমে সব বাম এক থাকলেও তা বেশী দিন টিকে নি। কারন ভারতের শত্রু ছিল চীন এবং পাকিস্তান। শত্রুর শত্রু বন্ধু এই নীতিতে পাকিস্তান ও চীন ছিল বন্ধু। তাই চীনের ইঙ্গিতে চীনের বাতাসে বড় হওয়া এদেশীয় বামেরা পাকিস্তান ভাঙ্গার চিন্তা থেকে সরে আসে।
এজন্য আপনারা দেখবেন ভাসানী মুক্তিযুদ্ধে নিষ্ক্রিয় ছিল। অথচ প্রথম স্বাধীনতার দাবী তুলেছিল ভাসানী। এটা ছাড়াও ১৪ই ডিসেম্বর মৃত্যুবরণ করা মুনীর চোধুরী সহ সকল চীনা বাম বুদ্ধিজীবীরা পাকিস্তানের প্রতি অনুগত থাকার শপথ করে বিবৃতি দিয়েছিল। তথ্যসূত্রঃ আখতার মুকুলের “চরমপত্র”।
অথচ এই মুনীর চোধুরী গংদের নাকি পাকিস্তানী ও আল বদরেরা হত্যা করেছিল। আজিব!! ১৪ ই ডিসেম্বর নিহত হওয়া সব বুদ্ধিজীবীই ছিল পাকিস্তানপন্থী।
ঐদিকে রাশিয়াপন্থীরা স্বাধীনতার জন্য বেশ তোড়জোড় শুরু করে। তারা বক্তব্য বিবৃতিসহ নানান ধরণের প্রস্তুতি। তারা প্রথম দোসরা মার্চ নতুন প্রস্তাবিত রাষ্ট্রের পতাকা উত্তোলন করেন শেখ মুজিবের বাড়ির সামনে। কিন্তু মুজিব তা নামিয়ে ফেলে দেন। সেখানে পাকিস্তানের পতাকা আবার উড়িয়ে দেন।
মুজিবের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রাধান বাধা হয়ে দাঁড়িয়েছে কুখ্যাত ভুট্টো। সে পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তা মুজিবের তুলনায় অনেক কম। ২৪ শে মার্চ পর্যন্ত শান্তিপূর্ণ আলোচনা চলতে থাকে। এখানে একটা কথা বলা দরকার, আলোচনা ইয়াহিয়া খানের সদিচ্ছার কারণে হচ্ছে। মুজিব যে কোন আলোচনার জন্য করাচি কিংবা পিন্ডি যেতে অসম্মত হয়েছে। তাই ইয়াহিয়া ভুট্টোকে নিয়ে ঢাকায় এসেছে। ভারত যখন দেখলো পাকিস্তান স্থিতিশীল পরিস্থিতির দিকে আগাচ্ছে তখনই তারা তাদের ট্রাম্পকার্ডটি ছাড়লো।
ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হল কয়েকটি ছবি, যাতে দেখানো হল ছাত্ররা সশস্ত্র প্যারেড করছে স্বাধীনতার দাবীতে। ছবিটি মিথ্যে ছিল না। রাশিয়াপন্থীরা ছবিটি সরবরাহ করেছে ভারতের কাছে। ব্যাস!! আর যায় কই? গোঁয়ার ভুট্টো এটাকে পুঁজি করে সেদিনই ঢাকা ছাড়ে ইয়াহিয়াকে নিয়ে। দূরত্ব বাড়তে থাকে।
এর মধ্যে হাজার হাজার সৈন্য আসতে থাকে ঢাকায়। ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমন করে বর্বর সেনাবাহিনী। ইকবাল হলে বাধা দেয় ছাত্ররা। কিন্তু সেনাবাহিনীর ভারী অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি ছাত্ররা। সেদিন প্রায় ৫০ জন কে হত্যা করা হয়। বিদ্রোহ হয় পুলিশ লাইনে। তাও নিয়ন্ত্রনে এসে যায় সকাল নাগাদ। তথ্যসূত্রঃ দ্যা ডেড রেকনিং, শর্মিলা বসু।
এতসব কিছুর পরও হয়তো পাকিস্তান ভাংতো না, যদি জিয়া দৃশ্যপটে না আসতেন। যদিও বামেরা বিপ্লব বিপ্লব করতো, কিন্তু তাদের প্রস্তুতি সে আকারে ছিল না। আওয়ামীলীগ কিংকর্তব্যবিমুঢ়। রাশিয়াপন্থীদের অলরেডি বিল্পব হজম হয়ে গিয়েছে সেনাবাহিনীর বর্বরতা দেখে।
হঠাৎ কালুরঘাট বেতারকেন্দ্র হতে স্বাধীনতা ঘোষনা করলেন অচেনা অখ্যাত একজন লোক। তিনিই জিয়া। বাংলাদেশের তথাকথিত স্বাধীনতার রূপকার। এটা আমার কাছে এখনো অপরিষ্কার জিয়া কার গুটি হয়ে এই ধরণের ঘোষনা দিলেন?
অনেকেই বলবেন হয়তো তার বাঙ্গালীপ্রেম জেগে উঠেছে। কিন্তু কথাটা সঠিক নয় এই কারণে যে, যদি দেশপ্রেম হত মূল উপজীব্য তাহলে তিনি তার সাথে থাকা আরো অনেক বাঙ্গালী অফিসারের সাথে আলোচনা করে এই ঘোষনা দিতেন। কিন্তু তিনি তা করেন নি। এবং তিনি নিজেকে বাংলাদেশের প্রেসিডেন্ট দাবী করেছেন। দেশপ্রেম হলে তা অবশ্যই নেতাদের কারো পক্ষ হয়ে ঘোষনা দিতেন। হোক ভাসানী কিংবা মুজিব।
যাই হোক, ইগোতে লাগলো আওয়ামীগের। কোথাকার কে ঘোষনা করে বসলো স্বাধীনতার!! এতক্ষনে তাহাদের হুঁশ হলো। তারা একত্রিত হতে লাগলো ওসমানীর সহযোগিতায় সীমান্তবর্তী জেলা মেহেরপুরে। ১০ এপ্রিল নতুন সরকার গঠিত হল। সেখানে কোন প্রতিনিধিত্বই ছিল না জিয়ার। স্বঘোষিত প্রেসিডেন্ট কে একটি সেক্টরের কমান্ডার করা হল মাত্র। আর জিয়ার ঘোষণাকে ম্লান করে দেয়ার উদ্দেশ্যে ঘোষনাপত্রের শেষে উল্লেখ করা হয় এই ঘোষনা পত্রটি কার্যকর হচ্ছে ২৬ মার্চ হতে।
এভাবেই একাত্তরে একটি কলঙ্কজনক ও লজ্জাজনক ইতিহাসের জন্ম হয়। আমার বিশ্বাস আগামী একশ বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম অত্যন্ত দুঃখ নিয়ে ৭১ এর ইতিহাস পড়বে। আমরা যেভাবে এখন দুঃখ নিয়ে নবাব সিরাজ উদ্দোলার ইতিহাস পড়ি। বাচ্চারা অবাক হবে কিভাবে ৭ কোটি মানুষ নিজেকে আলাদা করেছে ৪ কোটি থেকে। শুধু মাত্র কিছু মানুষের হটকারিতায়।
১৯৭১ সালে পাকিস্তানে বাঙ্গালী ছিল সাড়ে সাত কোটি, পাঞ্জাবী ছিল প্রায় দুই কোটি, সিন্ধি ও বেলুচ মিলে ছিল প্রায় দুই কোটি আর কাশ্মীরী সহ অন্যান্য জাতিগোষ্ঠী মিলে ছিল প্রায় ৫০ লক্ষ।
বিরল ও লজ্জাজনক ইতিহাসটি হলো সংখ্যাগুরু জনগোষ্ঠী স্বাধীনতা চেয়েছে সংখ্যালঘুর কাছে। অথচ কথা ছিল পুরো পাকিস্তান শাসন করবো আমরা বাঙ্গালীরা। সে সুযোগ, সামর্থ সবই আমাদের ছিল। আইনের বলে আমরাই পাকিস্তানের শাসক হই। কারণ ১৯৭০ এর নির্বাচনে আমরা বাঙ্গালীরা একক ভাবে সরকার গঠন করার মত আসন পেয়েছি।
তাহলে কার স্বার্থে এই স্বাধীনতা? কে চেয়েছে এমন ফালতু স্বাধীনতা? যে স্বাধীনতা আমার ক্ষমতা খর্ব করে দেয় !!
শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কখনোই স্বাধীনতা চায় নি। চাইতে পারে না। যদি চেয়ে থেকে তাহলে বুঝতে হবে শেখ মুজিবের কোন ধরণের রাজনৈতিক জ্ঞান নেই নতুবা তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল।
কারণ গণতান্ত্রিক পাকিস্তানে আওয়ামী লীগের পজিশন ছিল সবচাইতে ভালো। ১৯৫৩ সাল ও ১৯৭০ সালের নির্বাচনে তা খুব স্পষ্ট হয়ে উঠে। কিন্তু পাকিস্তানে গণতন্ত্রের চর্চা ছিল খুবই কম। তাই আওয়ামীলীগের মূল দাবী ছিল গণতন্ত্রের মুক্তির জন্য সংগ্রাম। স্বাধীনতা কখনোই নয়।
তাহলে আবারো প্রশ্ন রাখতে চাই কার স্বার্থে এই স্বাধীনতা? কেন এই স্বাধীনতা? কার স্বার্থে প্রচুর রক্ত ঢেলে, বহু নারীর ইজ্জত নষ্ট করে ক্ষমতা খর্ব করা হল? কিসের নেশায় স্বাধীনতার নাম করে এদেশের নিরস্ত্র খেটে খাওয়া সাধারন মানুষগুলোকে সেনাবাহিনীর বন্দুকের মুখে দাঁড় করানো হল?

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৫৭

কলাবাগান১ বলেছেন: রাজাকারের উত্তরসূরীদের কাছে ইতিহাস জানতে হবে??? পাকিস্হান ভাংগাতে খুব মন খারাপ তাহলে আপনার গুরু গোলাম আযমের মত পাকিস্হানকে আবার জোড়া লাগানোর জন্য লেগে পড়ুন।

আর কত বিকৃতি করবে আমাদের স্বাধীনতার ইতিহাসকে???? কিন্তু লাভ নাই.. সব ইতিহাস এখন হাতের কাছেই

২| ২৭ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৫৮

কলাবাগান১ বলেছেন: সামুর উচিত আপনার পিক থেকে বাংলাদেশের পতাকা সরিয়ে পাকিস্হানের পতাকা লাগানো

৩| ২৭ শে মার্চ, ২০১৫ ভোর ৬:১৩

রামন বলেছেন:
এদেশে এমন অনেক বিহারী রয়েছে যারা এক সময় পশ্চিম পাকিস্তানিদের গোলামী করত, বাঙালিদের হিংসা করত৷ দেশ স্বাধীন হওয়ার পর তারা এ দেশেই রয়ে গেছে , অনেকে বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করে বাঙালি সত্তা ও সংস্কৃতির মূলধারার সাথে মিশে গেছে কিন্তু দুঃখের বিষয় আজ ৪৪ বছর পরও এ দেশেরই অন্নে লালিত পালিত ৭১ এর হারামখোর রাজাকার ও তাদের বংশধরদের কোনই পরিবর্তন হয়নি৷ বাঙালি জাতির চিরশত্রু স্বাধীনতা বিরোধী ও জারজ রাজাকাররা এখনও বিভ্রান্তিকর প্রপাগান্ডার মাধ্যমে জনগনের বিরুদ্ধে ও দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে৷

৪| ২৭ শে মার্চ, ২০১৫ ভোর ৬:২৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: এজন্য আপনারা দেখবেন ভাসানী মুক্তিযুদ্ধে নিষ্ক্রিয় ছিল। অথচ প্রথম স্বাধীনতার দাবী তুলেছিল ভাসানী। এটা ছাড়াও ১৪ই ডিসেম্বর মৃত্যুবরণ করা মুনীর চোধুরী সহ সকল চীনা বাম বুদ্ধিজীবীরা পাকিস্তানের প্রতি অনুগত থাকার শপথ করে বিবৃতি দিয়েছিল।


ভাসানী মুক্তিযুদ্ধে নিষ্ক্রিয় ছিল? এই তথ্য আপনার মত জ্ঞানি মানুষের কাছ থেকে জাতি জানতে পারল।

৫| ২৭ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৩২

রাফা বলেছেন: শর্মিলা বসু আর গো.আজমের বয়ানে এটাই স্বাধীনতার ইতিহাস।

আবার তোরা রাজাকার হ ,তারপর চেষ্টা করে দেখ অপ-পাকিস্তানের প্রেতাত্মা ফিরিয়ে আনা যায় কিনা।বাংলাদেশ জামাতে ইসলামি মহিলা আমিরের মাধ্যমে।

ছাগল আর কাহাকে বলে,জিয়াউর রহমান ট্রান্সমিটার কোথায় পেলো স্বাধীনতা ঘোষণা করার জন্য।এখানেই আওলাদে রাজাকাররা নিরবতা পালন করে।জিয়াকে দিয়ে ঘোষণা দেওয়া হয়েছিলো শুধু সামরিক বাহিনির লোক বলেই।যাতে মুক্তিযোদ্ধাদের মনোবল দৃঢ় থেকে আরো দৃঢ়তর হয়।

৬| ২৭ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৫০

কলাবাগান১ বলেছেন: পোস্ট রিপোর্টেড

৭| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: হায়রে একটা মূর্খ এসেছে ইতিহাস শেখাতে!

৮| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৫২

আরণ্যক রাখাল বলেছেন: ছাগুর বাচ্চা বখরি, মুনির চৌধুরীর মত বুদ্ধিজীবিদের বাধ্য করেছিল পাকিরা বিবৃতিতে সই করতে| একাত্তরের দিনগুলি পড়িস একটু কষ্ট করে| ওখানে শহীদজননী স্পষ্ট করে এই কথা লিখেছে| আমি ভাবছি, এই গান্জাখোররা এখনো কথা বলার সুযোগ পায় কি করে

৯| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪৫

রানার ব্লগ বলেছেন: পোস্ট রিপোর্টেড

১০| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০১

অলুক তৎপুরুষ বলেছেন: ছাগুর হাতে রুপকথা.।

১১| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩০

শাহ আজিজ বলেছেন: গাদ্দাফি ৬৯ সালে লিবিয়ার রাজকীয় সরকারের পতন ঘটিয়ে অন্যান্য বহুমুখি দুর্যোগের দেশগুলোর ক্ষমতায় আহরনের আইডল হয়ে উঠলো। আমি জিয়া বা বি এনপির কেউনা কিন্তু জিয়া ওইসময় একজন মেধাবী সেনা ছিলেন এতটুকু বলতে পারি। তিনি সব ধরনের পরিস্থিতির খোজ রাখতেন এবং শেখ যে চলে গেছে এটা মুহুতেই জেনে যান। তিনি দেখলেন নেতৃত্বহীন দেশ , কেউ এগিয়ে আসছে না, পাশেও কেউ নেই। একটি ডি ফ্যাক্টো বাংলাদেশ গড়ার লক্ষে তিনি প্রথম ঘোষণা দেন " অস্থায়ী রাষ্ট্রপতি" হিসাবে। পাহাড় বেস্টিত অঞ্চলে দখল নেয়া, একটি রেডিও স্টেশন দখলে, বন্দরে অস্ত্র ভর্তি সোয়াত । কিন্তু তিনি ভুল করেছিলেন ভারতের অবস্থানকে গুরুত্ব না দিয়ে। সহজেই তিনি ঘোষণা বদলালেন এবং তার স্বপ্ন ভেঙ্গে গেল। তার অপর ইচ্ছে ছিল চীনা বামরা তাকে সমর্থন দেবে। এপ্রিল মাসে ভোল পালটাল এবং জিয়া আবার মেজর হলেন। কিন্তু ৪ বছরেই তিনি তার ইচ্ছেকে পরিপূর্ণ করলেন আরও ৫ বছরের জন্য। লক্ষ করুন মুজিবের হত্যাকারিরা লিবিয়ায় আশ্রয় পেয়েছিলেন। ডালিম চীনে ২য় সচিব হয়ে গেলেন। পূর্বপাকিস্তান প্রসঙ্গে চীন কিসিঞ্জারের গোপন সফরে শুধু বলেছিল সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। এটা সফরসঙ্গি সুলতান মোহাম্মাদ খানের মুখেই শোনা। যে কারনে না জিয়া না বাম কেউই খুব একটা গা করেনি একটি স্বাধীন সমাজতান্ত্রিক পূর্ব বাংলা গড়ার। এসব বিষয় খুব জটিল যদিনা আপনার কিছু রিসোর্স থাকে এটার মর্মার্থ বোঝার । আমি দীর্ঘ সময় নিজের গবেষণা করেছি ঢাকা ও বেইজিঙে বসে। অনেক কিছুই সংগ্রহে আছে।

শেখ মুজিব ওই সময়ে পাকিস্তানের উপর আস্থা রেখেছিলেন শুধুই রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য, তিনি ভুল করেননি কারন আঃ লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল । আরও ভাগ্যবান যে তিনিহীন একটি বাংলাদেশ জন্ম নিয়েছিল যেখানে তিনিই চিফ এক্সিকিউটিভ হলেন , এ এক বিশাল পাওয়া।

১২| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১২

রাখালছেলে বলেছেন: আলোচনা হোক । জানতে পারছি অনেক কিছুই । আলোচনা হলে মন্দ হয় না ।

১৩| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬

বিজয় আবাবিল বলেছেন: সবাই মনে করে যে, বাকীরা সবাই তার নিজের মত করেই সব কিছু চিন্তা করে। আর সেটা করলেই তারা খুশি হয়

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

আততায়ী আলতাইয়ার বলেছেন: সঠিকই বলেছেন,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.