![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সময় জিয়া থেকে শুরু করে সবার শ্লোগান ছিল 'জয় বাংলা'। মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রেরনাদায়ী গান ছিল জয় বাংলা বাংলার জয়। এই গানটিই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সবচেয়ে বেশী বাজানো হত।
কিন্তু হঠাত করে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল 'আমার সোনার বাংলা'। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ পরবর্তী আমলে যখন বর্তমান বাংলাদেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার দ্বার উন্মোচিত হয় তখন ওপারের দাদাবাবুরা এই কুম্ভীরাশ্রু গানটা লেখেন। উদ্দেশ্য একটাই, বাংলা এক করো। ক্ষমতার বিকেন্দ্রীকরন বন্ধ কর। ঢাকা যেন কোলকাতার সমতুল্য হতে না পারে সেটা নিশ্চিত কর।
পাক সার জমিন সাদ বাদ থেকে আমার সোনার বাংলা যেন পাকিস্তানের অধীনতা থেকে ভারতের অধীনতা গ্রহনের একটা জলজ্যান্ত দৃষ্টান্ত! পাক আমলে তাও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা ছিল, ভারতীয় আমলে সেটিও নেই।
তাই আমার শ্লোগান জয় বাংলা। আমার জাতীয় সঙ্গীত জয় বাংলা বাংলার জয়।
#জয়_বাংলা #জয়_বাংলা_বাংলার_জয়
©somewhere in net ltd.