![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাদারীপুর মস্তফাপুরের আলোচিত সুমাইয়া-হ্যাপী হত্যা ঘটনার সারে ৫ মাস পার হলেও আজও তার পরিবারের সদস্যদের চোখে ঘুম নেই। তারা প্রতিনিয়ত হুমকিসহ নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। পূনঃরায় ময়নাতদন্ত হলেও তাদের মন থেকে প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহারের কথা ভুলেনি। তারা তাদের মেয়ে হত্যার বিচার নিয়ে আজও শংকিত।
বেশ কিছু আসামী ধরা পড়লেও জামিনে শুধু প্রধান আসামী রানা বাদে সবাই বেড় হয়ে উল্টো সুমাইয়া-হ্যাপীর পরিবারকে হুমকি দেয়-দিচ্ছে। এরই মধ্যে এক আসামী বিদেশে চলে গেছে।
জেল থেকে বের হয়ে বাড়ির পাশে আসামীরা উৎসব করে, আনন্দ করে। আর অসহায় দুই পরিবার চোখের জল ফেলে।
চায়ের দোকানদার সুমাইয়ার গরীব অসহায় বাবা আর হ্যাপীর মা এদিক ওদিক ছুটে বেড়ায় সুষ্ঠু বিচারের দাবীতে।
তারা জানেনা তাদের মেয়ে হত্যার বিচার আজও পাবে কিনা।
আজ দুপুরে সুমাইয়ার বাবা আমার বাসায় এসে অনেক ক্ষণ কেদেছে। আমি তাকে সান্তনা দেয়ার ভাষা খুজে পাইনি।
সুমাইয়া-হ্যাপী, ক্ষমা করো আমায়... ক্ষমা করো আমাদের।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: ভাই বাংলাদেশের প্রচলিত আইন গরিবদের তেমন একটা কাজে আসে না। বরং প্রভাবশালীদের কতৃক গরিবদের নির্যাতনের একটি মাধ্যম মাত্র ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
শেষ বেলা বলেছেন: কি বলে শান্তনা দেব হ্যাপির পরিবারকে? বলার ভাষাও যে আজ অবরুদ্ধ। তবে একথা বলতে পারি সকল বিচারকের উপরে এক বিচারক থাকেন যে সব দেখেন, আমরা না হয় তার বিচারের অপেক্ষায় থাকলাম।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
শেষ বেলা বলেছেন: বিজয় আবাবিল আপনার লেখার সূত্র ধরে একটি লেখা গেল আমার ব্লগে, সময় পেলে দেখবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
অগ্নি কল্লোল বলেছেন: আমরা কি মানুষ।।
হে আল্লাহ
কি মেশিন বানালে।।
খালি পরিবেশ দূষণ করে।।