নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় আবাবিল

আমিতো মেঘে ঢাকা চাঁদ নই, খোপাতেও কোন ফুল নেই, বুকেতে ছোট্ট মনের ডায়েরী তাতেই আমি সব লিখে নেই...... তোমার ছন্নছাড়া সময় গুলো আমি একা গুনি তোমার উড়তে থাকা ঘুড়ির সুতো আমি ধরবই......

বিজয় আবাবিল › বিস্তারিত পোস্টঃ

আমরা হারিয়েছি ৮ কোটি ডলার, কিন্তু পেয়েছি অমূল্য রতন এক তানভীরকে

১৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৬

ফিলিপাইনে পাচার হওয়া বাংলাদেশের ৮ কোটি ডলার আর কখনোই হয়ত ফিরে পাওয়া যাবে না, কিন্তু এই হারানোর শোকের মধ্যেও বিপুল প্রাপ্তির সম্ভাবনা জাগিয়েছেন তানভীর হাসান জোহা। বাংলাদেশ যে সব সম্ভবের দেশ আবারও প্রমাণ করে ছেড়েছেন এই অত্যুজ্জ্বল ‘নক্ষত্র’। লোপাট হওয়া টাকা ফিরিয়ে আনার মহৎ দায়িত্ব পালনের নেশায় গত কয়েকদিনে নিজ দায়িত্বে কী না করেছেন তিনি!!! কখনো নিতে হয়েছে আইসিটি মন্ত্রণালয়ের সাইবার সিকিউরিটি স্পেশালিস্স্টটের পদবি, কখনো আবার হয়েছেন মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের ডাইরেক্টর (অপারেশন)!!!! আহ্ হা সরকার নড়েচড়ে বসার আগে এই মানুষটিই তো কাঁধে বয়ে বেড়াচ্ছিলেন তদন্তের বিপুল বোঝা! আমাদের গণমাধ্যম্ও তো হয়রান হয়েছে তার ‘অমূল্য‘ বাণী প্রচার নিয়ে...
চোরের ওপর বাটপারি.. বাগধারাটির ‘মহিমা’ নতুন করে ফিরিয়ে এনেছেন বিশেষজ্ঞ তানভীর। অবলীলায় তিনি অদ্ভুত তত্ত্ব হাজির করেছেন, মিডিয়াও গিলেছে গোগ্রাসে, বাংলাদেশ ব্যাংকেও ঘুরে বেড়িয়েছেন দাপটের সঙ্গে। বোধকরি এই সময়ে দারুণ তটস্থ বাংলাদেশ ব্যাংক তার পরিচয় নিশ্চিত হওয়ারও কেনো সাহস দেখায়নি। হ্যাঁ একেই তো বলে ‘বিরল প্রতিভা’। আমরা হারিয়েছি ৮ কোটি ডলার, কিন্তু পেয়েছি অমূল্য রতন এক তানভীরকে। তিনি এখনো হাল ছাড়েননি, আইসিটি মন্ত্রণালয়ের বিবৃতির পর ’ছায়া তদন্ত‘র সারথী করেছেন র‌্যাবকে।আর দেশের মানুষ সারাক্ষণ উন্মুখ যে সুধা পানের নেশায় তাও বিলানো শুরু করেছেন সময় মতোই। তানভীর বলছেন, ভারতীয় পরামশর্কের বিরোধিতা করার জন্যই নাকি হুমকিতে পড়েছে তার সাইবার অধিপতি পদ...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৬

রিফাত_হাসান বলেছেন: আট কোটি ডলার??

২| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০০

রাশেদ রাহাত বলেছেন: "সাহিত্য পাঠ" টি ভালো মতন পড়ে নিবেন।

৩| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৯

গোধুলী রঙ বলেছেন: মোটে ৮০০ কোটি খোয়া গেছে তাতেই গভর্নর সাহেবের চেয়ার নিয়া টানাটানি পড়ছে, ওদিকে তানভীর মিয়া আর বিসমিল্লাহ গ্রুপ মিলায়া ৪-৫ হাজার কোটি টাকা লোপাট করলো, সেই ব্যাংকের গুরুত্বপূর্ন কারোর চেয়ারের সামান্য ফোমও খসাইতে পারলো নাহ। ঘরের ছেলে অর্ধলাখ টাকার টিভি নষ্ট করলে সেটা কোন ব্যাপার না, পরের ছেলে বারান্দার একটা কাচ ভাংলে মহাপাপ।

৪| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

রিফাত_হাসান বলেছেন: @গোধুলী রঙ

মোটে ৮০০ কোটি কি? টাকা নাকি ডলার?

৫| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: টোটাল লস ৬০০ কোটি টাকা।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭

বলেছেন: হায় হায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.