![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে নিমন্ত্রণ করেছিলাম
কোন এক শ্রাবন সন্ধ্যায়,
সাথে নিমন্ত্রণ করেছিলাম
তোমার পোষা বিড়ালটিকেও।
তারপর বহুকাল অপেক্ষা করেছিলাম
তোমার পায়ের শব্দের জন্য,
গুছিয়ে রেখেছিলাম একগুচ্ছ অপরাজিতা,
বেশ পছন্দ করতে ওই নীল।
আর বুক সেলফে সাজিয়ে রেখেছিলাম,
তোমার আমার কিছু গোপন সুন্দর এ্যালিজি।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮
বিনয়ন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৭
রুদ্র জাহেদ বলেছেন: আর বুক সেলফে সাজিয়ে রেখেছিলাম,

তোমার আমার কিছু গোপন সুন্দর এ্যালিজি।
ভালো লাগল