![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেয়ে দ্যাখো,
এখানে যে ঝরা পাতাগুলো ছিলো তাও আর নেই
কান পেতে শোনো, এখানে কোনো শব্দের জন্ম আর হয় না!
অনুভব করে দ্যাখো,
এখানে কোনো প্রেম নেই, নেই ভালোবাসা অথবা মানবতা!
মনে পড়ে?!...
সেদিন বুঝতে পারিনি
একজোড়া অন্ধ চোখ কি অনলে পুড়ে,
বুঝতে পারিনি আলোহীনতা পরিণত করে
একজন মানুষ কে কীট-পতঙ্গে!
সেদিন বুঝতে পারিনি,
একজন বধীরের কী যন্ত্রনা
যার কাছে সুর এবং শব্দ দুটোই অচেনা
সেদিন...
★এই শহরের শেষ বাড়িটিও ভিজছে আমার মত,
তার বাগানের নির্জন রাস্তাটিও চুপ হয়ে শুনছে,
জলের সংগীত।
কাঁচরঙা জলকণা গুলো,
চোখের পাতা স্পর্শ করে নেমে যায়
নেমে যায় খুব গোপনে,
আর মুছে...
ঘুম ঘরে কে?
আমার কথাটা আমাকেই ফিরিয়ে দিলো ছায়া দেয়ালটা,
খানিক পর গভীর ঘুম---
এরা কারা !
একবার মনে হল এটা কোনো সমুদ্রতট,
হাওয়ার শব্দে ভেসে আসছে দূরের কোনো গাঁয়ের প্রার্থনা সংগীতের...
★★ কোনো এক সন্ধ্যাকালীন প্রদীপ উৎসবে,
প্রথম দেখা হয়েছিলো,
তখন তুমি চশমা ছাড়া,
বেশ বোকা ভুতের মত লাগছিলো
অনেক তরুণীর ভিড়ে ভয়ই পেয়েছিলে হয়তো,
আর আমি দূরে দাঁড়িয়ে বেশ মজাই পাচ্ছিলাম।
কি জানি,
ছেলেদের...
★মাঝরাতে যখন ভেসে আসে বিড়ালের কান্না,
তখন মনে হয় আমারো একটা ছেলেবেলা ছিলো,!
যখন প্রতিটি রাত তাড়া করে বেড়াতো কিছু দুঃস্বপ্নকে,
আর দুঃস্বপ্নগুলো ভয়ের চাকু দিয়ে খুন করতো,
আমার ছোট্ট...
সেদিন সূর্যটাকে বেশ ক্লান্ত হতে দেখলাম,
তোমার ওই অসুখী দৃষ্টির মতই,
পুড়ে যাচ্ছিলো যেন আলোর তরঙ্গ গুলো,
তোমার তপ্ত দীর্ঘশ্বাসের মত।
সেদিন আদখানা চাঁদকে দেখলাম লুকিয়ে আছে,
বিমর্ষতার ছায়া...
তোমাকে নিমন্ত্রণ করেছিলাম
কোন এক শ্রাবন সন্ধ্যায়,
সাথে নিমন্ত্রণ করেছিলাম
তোমার পোষা বিড়ালটিকেও।
তারপর বহুকাল অপেক্ষা করেছিলাম
তোমার পায়ের শব্দের জন্য,
গুছিয়ে রেখেছিলাম একগুচ্ছ অপরাজিতা,
বেশ পছন্দ করতে ওই নীল।
...
: প্রতিনিয়তই ছিড়ে ফেলছি,
স্বপ্ন কাতুরে এক একটি জীবন্ত পৃষ্ঠা।
আয়না ঘরের দেয়ালে টুকরো আমি,
ছড়িয়ে পড়ি দারুন অবিশ্বাসে।
পরম ভালোবাসায় হাতে পুরে নিই,
তোমার মৃত শীতল হাত।
সঙ্গমের নীল মোহনায়...
আর নয় হয়রানি, আর নয় প্রহসন
আর নয় নির্জীব আমরণ অনশন।
মুঠো করে একসাথে সবগুলো তোল হাত,
আলোকটা নিয়ে আসো, মুছে দাও এই রাত।
ঝাঁঝাল মিছিলে...
©somewhere in net ltd.