![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★মাঝরাতে যখন ভেসে আসে বিড়ালের কান্না,
তখন মনে হয় আমারো একটা ছেলেবেলা ছিলো,!
যখন প্রতিটি রাত তাড়া করে বেড়াতো কিছু দুঃস্বপ্নকে,
আর দুঃস্বপ্নগুলো ভয়ের চাকু দিয়ে খুন করতো,
আমার ছোট্ট শিশুমনটিকে!!!
★ যখন রাত কাটতো এক গুচ্ছ অভিমানে
যখন ভোর আসতো একডালা স্বপ্ন নিয়ে
তখনো আমি একজন মানুষ ছিলাম
যখন একটুকরো চাঁদ হাসতো
তখনো ওই অন্ধকার আস্তাকুড় কে
পৃথিবী বলে মনে হতো,
যখন বেঁচে ছিলাম প্রাণ নিয়ে
তখনো একটা মন ছিলো
যখন বিয়ে নামক শেকল
পড়লো পাঁয়ে তখন আমার
মৃত্যু হলো
সে মৃত্যুর কোনো শেষ ছিলো না
শুরুটা হয়েছিলো জন্ম নামক শব্দ দিয়ে!
২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
বিনয়ন বলেছেন: ধন্যবাদ, অনেক শুভেচ্ছা নেবেন
২| ২১ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২০
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে+
২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
বিনয়ন বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা নেবেন
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: দ্বিতীয় লেখাটা অনেক ভালো লাগলো । কবিতায় অসংখ্য ভালো লাগা । সবকিছু জীবনের অংশ ।

শুভেচ্ছা লেখক , ভালো থাকবেন ।