নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনয়ন

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই।

বিনয়ন

আমি আপনারে হারায়ে খুঁজি।

বিনয়ন › বিস্তারিত পোস্টঃ

অকবিতার কোরাস

১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৩

সেদিন সূর্যটাকে বেশ ক্লান্ত হতে দেখলাম,
তোমার ওই অসুখী দৃষ্টির মতই,
পুড়ে যাচ্ছিলো যেন আলোর তরঙ্গ গুলো,
তোমার তপ্ত দীর্ঘশ্বাসের মত।

সেদিন আদখানা চাঁদকে দেখলাম লুকিয়ে আছে,
বিমর্ষতার ছায়া গ্রাস করেছে তার কক্ষপথ,
সে একা হতে চায় খুব একা,
গুটিয়ে নিতে চায় তার হলুদ আলো চাঞ্চল্যতার নীড় থেকে।

তুমি যেন তারই মত গুটিয়ে নিতে চাও তোমার ভেতরের শিশুটিকে,
বন্ধি করে রাখো মাটির শরীর মেস বাড়ির ওই ছোট্ট ঘরটিতে,
আর আমি উড়ে যেতে চাই ইকারাসের মত,
তোমার নিঃস্পৃহ বারান্দায়।

তোমায় স্বপ্ন দেখাতে চাই একটু সবুজের,
বেধে রাখতে চাই এক টুকরো শান্তির ম্যাজিকে,
বেঁচে থাকতে চাই ওই হৃদয়ের পবিত্র পুরানে!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

বিনয়ন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.