নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনয়ন

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই।

বিনয়ন

আমি আপনারে হারায়ে খুঁজি।

বিনয়ন › বিস্তারিত পোস্টঃ

যোগ -বিয়োগ : কবিতা

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৮

★★ কোনো এক সন্ধ্যাকালীন প্রদীপ উৎসবে,
প্রথম দেখা হয়েছিলো,
তখন তুমি চশমা ছাড়া,
বেশ বোকা ভুতের মত লাগছিলো
অনেক তরুণীর ভিড়ে ভয়ই পেয়েছিলে হয়তো,
আর আমি দূরে দাঁড়িয়ে বেশ মজাই পাচ্ছিলাম।

কি জানি,
ছেলেদের এমন গোবুরে অবস্থা হয়তো বেশ ভালো লাগতো,
কি করবো বলো!
আমার যে ভদ্রতার অ আ কিছুই ছিলো না

সেদিন তোমার বৃষ্টি ভেজা চশমার কাঁচের মত,
আমিও যে নুয়ে পড়েছিলাম,
তুমি এতোটাই শান্ত ছিলে যে
আমিও বেমালুম ভুলে গেলাম,
আমি যে এক চঞ্চল ফড়িং!

এর পর তুমি আমি প্রণয় রসায়ন......
এরপর দুটি পথ, অসংখ্য না ঘুমানো রাত!

অন্বয় আজ তুমি কত দূর, জানি না!
তবে সেদিনের তুমি আর বর্তমান ;
এ যেন ভাগ হয়ে যাওয়া দুটি নদী,
যেখানে জল আছে নেই শুধু জীবন।


★★
" বস্তুত আমি কোনো পুরুষকে ভালোবাসতে চাইনি,
ভালোবাসতে চেয়েছি অপার বিমূর্ততা ........

আমি কোলাহল ভালোবাসতে চাই নি,
ভালোবাসতে চেয়েছি ছায়াহীন একাকীত্ব!

আমি মিলন ভালোবাসতে চাই নি,
চেয়েছি চির বিচ্ছেদ

আমি কোমলতা চাই নি,
দুটো চোখ কেবল খুজে বেড়ায় একরাশ বিবর্নতা...!!

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৬

ফ্লাইং সসার বলেছেন: কবিতা সুন্দর হয়েছে; বিরহ বিরহ লাগছে।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৭

বিনয়ন বলেছেন: মিলন বিরহ যে কাছাকাছি,তবে মুদ্রার এপিঠ ওপিঠ,
তাইতো যোগ বিয়োগ!

২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৬

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.