নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনয়ন

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই।

বিনয়ন

আমি আপনারে হারায়ে খুঁজি।

বিনয়ন › বিস্তারিত পোস্টঃ

ট্র্যাশ বাকশো ও লিরিক্স

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫০

★এই শহরের শেষ বাড়িটিও ভিজছে আমার মত,
তার বাগানের নির্জন রাস্তাটিও চুপ হয়ে শুনছে,
জলের সংগীত।

কাঁচরঙা জলকণা গুলো,
চোখের পাতা স্পর্শ করে নেমে যায়
নেমে যায় খুব গোপনে,
আর মুছে দেয় কান্নার রঙ।

তুমি আজো জানলে না
একঝাঁক নোনা বাতাস কি বলে গেলো তার কানে কানে!!


★রোদ আর মেঘের খেলা দেখতে দেখতে
আমিও একদিন;
বিশ্বাস কর অনিকেত এমন রোদ বিকেলেই,
আমি এই লোকারণ্যে হারিয়ে যাবো,
অভিমানী ছেলেটির মত।
আর তোর জন্য রেখে যাবো কিছু ক্লান্ত দিন,
কিছু ছেড়া অদৃশ্য তাসের ময়ুর।


★খেলাঘর ভেঙে দেয়ার আগে কেন বুঝলে না!?
এই সেই গুপ্ত প্রানের আঁধার!
মনে পড়ে,
মনে পড়ে অনিরুদ্ধ,
এই সেই নষ্ট সময় এটিই সেই যুদ্ধের মাঠ,
যেখানে তুই ছুরি মেরেছিলি পেছন থেকে!
তোর বৃত্ত আমার হাতের মুঠোয়,
বিগত দিনের সুখ ছাই উড়াবো বলে,
আজ আমি এক একটি ভয়ংকর বিষের গ্লাস।


★হয়তো এমনি হয়,
কিছু হিসেব মিলে না কখনো।
পাল ছেড়া নৌকারমত ভেসে বেড়ায়,
একূল থেকে ওকূলে।
মৃত্যুর পরো জোটে হয়তো সাদামাটা একটা এফিটাফ !!






মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০২

অলৌকিক আগন্তুক বলেছেন: তৃষ্ণার্ত হৃদয়ের আকুলতা। ভাল লিখেছেন, শুভেচ্ছা জানবেন।

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

বিনয়ন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২১

আধারের রাজপুত্র বলেছেন: শিরোনাম টা পছন্দ হয়েছে বলেই লেখাটা পড়া।ভালো লাগলো।

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১

বিনয়ন বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
শুধু শিরোনাম নয় ভবিষ্যতে ভেতরের লেখাও ভালো করার চেষ্টা করবো :)

৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৫

বাংলার ফেসবুক বলেছেন: মৃত্যুর পরো জোটে হয়তো সাদামাটা একটা এফিটাফ !! ( ভাই এই এফিটাফ এর অর্থ বুঝলাম না।

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

বিনয়ন বলেছেন: ধন্যবাদ
'এফিটাফ ' হলো সমাধি স্তম্ভের উপর লেখা ব্যক্তি ভেদে তাদের পরিচয়

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০

মাহবুবুল আজাদ বলেছেন: রোদ আর মেঘের খেলা দেখতে দেখতে
আমিও একদিন;
বিশ্বাস কর অনিকেত এমন রোদ বিকেলেই,
আমি এই লোকারণ্যে হারিয়ে যাবো,
অভিমানী ছেলেটির মত।
আর তোর জন্য রেখে যাবো কিছু ক্লান্ত দিন,
কিছু ছেড়া অদৃশ্য তাসের ময়ুর।

দুর্দান্ত

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

বিনয়ন বলেছেন: লেখালেখির সিকি মাত্রায় ও হয়তো প্রবেশ করতে পারিনি,
তবে লিখতে বেশ ভালো লাগে
এলোমেলো অনুভুতি গুলোকে প্রেম ও রোধের ভাষায় প্রকাশ করতে চাই,
আর সেই প্রচেষ্টা থেকেই এই লেখালেখি
অনেক ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্য :)

৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০

রুদ্র জাহেদ বলেছেন: হয়তো এমনি হয়,
কিছু হিসেব মিলে না কখনো।
পাল ছেড়া নৌকারমত ভেসে বেড়ায়,
একূল থেকে ওকূলে।
মৃত্যুর পরো জোটে হয়তো সাদামাটা একটা
এপিটাফ !!

পুরোটাই দারুণ

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

বিনয়ন বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ
অনেক শুভেচ্ছা নিবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.