![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেয়ে দ্যাখো,
এখানে যে ঝরা পাতাগুলো ছিলো তাও আর নেই
কান পেতে শোনো, এখানে কোনো শব্দের জন্ম আর হয় না!
অনুভব করে দ্যাখো,
এখানে কোনো প্রেম নেই, নেই ভালোবাসা অথবা মানবতা!
মনে পড়ে?! কোনো জন্মে আমরা কোকিল ছিলাম,
আমরা আমাদের সুরের তুলি দিয়ে পৃথিবীর বুকে এঁকে দিয়েছিলাম বসন্ত!
মনে পড়ে?
তখনো আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলাম না;
কি অদ্ভুত খেলা দ্যাখো!
এই জন্মে আমরা মানুষ, হৃদয়বান অথবা নিষ্ঠুর!
এখন আমরা সুরের পথে হাটতে পারি না।
এখন আমাদের দুটো হাত আছে, যা দিয়ে নিপুনভাবে তৈরী করি মৃত্যু ফাঁদ
আছে একটা লোভী জীব, যা সাপের চেয়েও সুন্দর।
আর আমাদের হৃদয়! সে তো কবেই বিলুপ্ত হয়েছে!
আমরা মহাশক্তিকেই ইশ্বর বলে ডাকি,
আর প্রার্থনা করি
" হে ইশ্বর আমরা তো এমন মানুষ হতে চাই নি!
বিশ্বাস করুন আমাদের বাগানে কোনো ফুল ফোটেনি,সেখানে বাসা বেধেছে অজস্র
মরনাস্ত্র!!
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৪০
পথে-ঘাটে বলেছেন: এক বুক দীর্ঘ শ্বাস ছাড়া আর কিছুই দেবার নেই।