নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিরে যেতে এসেছি, হারিয়ে যেতে নয়।

বিপ্লবী বেদুঈন

সত্যের সাথে থেকে - সুন্দর কে পাশে রেখে নতুন কিছু করে যেতে চাই! দেশ, জনগন ও পৃথিবীর জন্যে!

বিপ্লবী বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

মরণের স্বরন: আপনি,আপনার সম্পদ এবং আপনার সন্তান

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫

আপনি দেশের নামকরা ব্যবসায়ী! ঢাকার বুকে আছে আপনার পাচ-সাত টা ফ্ল্যাট! গার্মেন্টসও আপনার সাত-আট টা! সঙ্গত কারনেই আপনার অনেক টাকা,আপনি অনেক ধনী!

আপনার আদরের ছেলেটাকে/মেয়েটাকে পড়িয়েছেন ইংলিশ মিডিয়ামে! শেখার সুযোগ দেন নি ধর্মীয় কোন নৈতিক শিক্ষা! শিখিয়েছেন গান,চিত্রাংকন,নৃত্য! শেখান নি নামাজ -শেখান নি কোরআন! আপনি এতটাই বে-খেয়াল, বখিল যে আপনার সন্তান কে আপনার মৃত্যুর পর দুই হাত তুলে খোদার কাছে আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করারও শিক্ষা দিয়ে যান নি!

একটু ভাবুন তো....

সারাজীবন আপনি কাদের জন্যে কি করলেন- যারা আপনার মৃত্যুর পরেও একটু কোরআন খুলে আপনার মুক্তির জন্য দুইটা আয়াত পড়তে পারবে না!
সারাজীবন আপনি আপনার রক্ত জল করে কাদের জন্য এতকিছু করে আসলেন - যারা আপনার নাজাতের জন্য খোদার কাছে দু ফোটা চোখের পানিও ঝড়াতে পারবে না!

আপনি আপনার সন্তানদের এই শিক্ষাই দিয়ে এসেছেন- যারা বছরে একবার শুধুমাত্র আপনার মৃত্যু বার্ষিকী তে ভাড়া করা হুজুর এনে দায়সাড়া গোছের দোয়া করিয়ে দিয়েই দায়িত্ব শেষ ভাববে! আর সারা বছর তারা মেতে থাকবে আপনার শেখানো সেই নৃত্য,গান,চিত্রাংকন নিয়ে! কবর থেকে যার গোনাহের ভাগী হবেন আপনি নিজেও!

বেচে থাকতে তো সন্তানদের কাছ থেকে কিছুই পেলেন না, মৃত্যুর পর যেন কিছু ভালো আমলের সাওয়াব তারা আপনার জন্য পাঠাতে পারে অন্তত সেই ব্যবস্থাটুক করে যাবেন! তা না হলে এ কাল তো সারাজীবন পরিশ্রম করেই শেষ করে দিয়েছেন পরকালেও ঐ খালি হাতেই থাকতে হবে!

[আমার প্রথম পোস্ট, ভূল-ক্রুটি ক্ষমার চোখে দেখলে উৎসাহ পাবো]

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.