নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিরে যেতে এসেছি, হারিয়ে যেতে নয়।

বিপ্লবী বেদুঈন

সত্যের সাথে থেকে - সুন্দর কে পাশে রেখে নতুন কিছু করে যেতে চাই! দেশ, জনগন ও পৃথিবীর জন্যে!

বিপ্লবী বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

"ডেমোক্রেসি'র শুভাগমন"

১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৪

ভাই শুনে যান, শোনাবো আজ একটি দেশের
গনতন্ত্রের কথা-
'অফ দ্যা পিপল, বাই দ্যা পিপল, ফর দ্যা পিপল' যেথা।

ফায়ার প্লেসের কাষ্ঠ পিপল, লাইফ রিস্কে পিষ্ঠ পিপল পিপল সর্বেসর্বা
ডেমোক্রেসি'র হসপিটালে হোমিও প্যাথির ফুল কোর্সে
পিপল, বাসে পুড়ে কয়লা।

পিপল জ্বলে ফায়ার প্লেসে, পিপল মরে হাইওয়ে তে পিপল ভবন চাপা
পলিটিক্সে পিপল ভোলা, স্বার্থবাদীর স্বার্থে চলা
'পিপল মেরা-পিপল মেরা' টকশো করে
পিপল পেলো, ডেমোক্রেসি'র শুন্য থালা।

ভাসে পিপল ডোবে পিপল ডেমোক্রেসি'র হা হুতাশন
গেলো রে গেলো উবে গেলো ডেমোক্রেসি'র বুলি কথন।
ডেমোক্রেসি'র চাপে পড়ে দু'দলেরই ক্ষোভে জ্বলে পিপল মারে সকল দলে-
শোক জানাবে, তবু তো হায় নেয় না কেহ দোষ টা ঘারে।

মরলে মরে ঐ সে পিপল, ভুগলে ভোগে ঐ সে পিপল
পিপল বলে- পারছি না যে, ডেমোক্রেসি কোথায় সে রে?
পুড়ে,ডুবে,মরে পিপল দেখছে যে হায় শান্তি স্বপন
কবে হবে, এই দেশে তে ডেমোক্রেসি'র শুভাগমন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.