নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিরে যেতে এসেছি, হারিয়ে যেতে নয়।

বিপ্লবী বেদুঈন

সত্যের সাথে থেকে - সুন্দর কে পাশে রেখে নতুন কিছু করে যেতে চাই! দেশ, জনগন ও পৃথিবীর জন্যে!

বিপ্লবী বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ-ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল: অঘোষিত যুদ্ধ!

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৪

ফেসবুকে ঢুকতেই বিরক্ত লাগতেছে-
ঘুরে ফিরে বার বার একই টপিক, একই কেচ্ছা!

"বাংলাদেশ-ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল"! তাও ভালো যদি এটা খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকতো! ফেসবুকের একেক টা পোস্ট দেখে মনে হচ্ছে এই রেশ টা আর খেলার মাঠে নেই, রীতিমত যুদ্ধ শুরু হয়ে গেছে দুই দেশের মধ্যে!

অস্ত্রের যুদ্ধ না হলেও জমে ওঠেছে- তর্ক যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, মওকা মওকা যুদ্ধ আর সর্বশেষ সেই যুদ্ধের গরম তেলে বেগুন ছেড়ে দিলো সাইবার যুদ্ধ! শেষ খবর পাওয়া অবধি আজ সকাল পর্যন্ত হাজারের উপর ইন্ডিয়ান সাইট হ্যাক করে নিজেদের জানান দিতে পেরেছে বাংলাদেশী সাইবার যোদ্ধা রা! জবাবে ইন্ডিয়ান কোনো হ্যাকার গ্রুপের বাংলাদেশী কোনো সাইটে হামলার খবর এখনো পাওয়া যায় নি!! আর স্বস্তির খবর হলো- ইন্ডিয়া থেকে বাংলাদেশ কে হেয় করে 'মওকা-মওকা' নামের যে ভিডিও ইউটিউবে ছাড়া হয়েছিলো, বাংলাদেশীদের রিপোর্টের কারনে ভিডিও টি সরিয়ে নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ!!

তবে এতসব কিছুর মাঝে আসল বিষয়টিই হচ্ছে বাংলাদেশ-ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল!! সবার দৃষ্টি এখন মেলবোর্নে! কি ঘটতে চলেছে সেখানে আর মাত্র কয়েক ঘন্টা পর!! মজার খবর হচ্ছে- এই প্রথম আমাদের টাইগার রা ৯৫ হাজার দর্শকের সামনে নামছে তাদের ক্ষমতা দেখাতে!! বরাবরের মতো ১৬ কোটি আমরাতো আছিই!

দেখা যাক কি ঘটে- ১৯ তারিখ এমসিজি তে!!

#riseofthetigers

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩

আব্বাস বলেছেন: বাংলাদেশ-ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল কোন যুদ্ধ নয়, স্রেফ খেলা। খেলাটাকে যুদ্ধ বানিয়ে ফেলা একটা বালখিল্যতা ও মৌসুমী দেশপ্রেম মাত্র। এই নিয়ে আমার পোস্টে লিখেছি -
ভারত-বাংলাদেশ ক্রিকেট খেলা : মৌসুমি দেশপ্রেম এবং প্রতিবাদের সুস্থ ভাষা

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১২

বিপ্লবী বেদুঈন বলেছেন: আপনাকেই বা কে বলল এটা যুদ্ধ!! আজিব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.