নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

আমার পড়া হুমায়ূন তালিকা

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:০০

পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে।
শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য
আমি থাকবো না কোনো মানে হয়??
ছোটবেলা থেকেই আমি বই
পড়তে খুব পছন্দ করতাম।
হুমায়ূন আহমেদ স্যারের লেখার সাথে আমার পরিচয়, যখন আমি ক্লাস সেভেনে
(সম্ভবত) পড়ি, "আজ হিমুর বিয়ে"
উপন্যাস দিয়ে।
তারপর থেকে উনার লেখার জাদুতে
"হিমু" র প্রায় সব উপন্যাসই পড়ে ফেলি।
যদিও বই গুলো এখন নেই,
বন্ধুরা পড়তে নিয়ে আর কখনো ফেরত দেয়নি,
আমার পড়া স্যারের বই গুলোঃ-
*হিমু সমগ্র
*মিসির আলি-
দেবী,নিষাদ,পুফি,অন্য ভূবন,অনীশ.
*কৃষ্ণপক্ষ
*ছায়া বীথী
* জ্যোৎস্না ও জননী
*আজ আমি কোথাও যাব না
*কুটু মিয়া
* কুহুরানী
*বাদল দিনের দ্বিতীয় কদম ফুল
*সানাউল্লার মহা বিপদ
* সাইন্স ফিকশন সমগ্র
*আত্মজীবনী - আমার ছেলেবেলা,
হিজিবিজি।
*ভূত ভূতং ভূতৌ
*গল্প সমগ্র
*আজ দুপুরে তোমাদের নিমন্ত্রণ,
অসাধারণ টান ছিলো উনার লেখায়।
এমন হতো যে, স্যারের লেখা পড়ার অন্য সব লেখা কেমন পানসে লাগতো কিছুদিন।
তার লেখা কখনো কখনো হাসতে হাসতে কাঁদিয়ে দিতো। উনার চরিত্র উপস্থান দারুণ।
আমার প্রিয় চরিত্র অবশ্যই হিমু।
হিমুর বেখেয়ালি জীবন-যাপন,
উদাসীনতা দারুণ লাগত।
তবে রূপার প্রতি তার মনোভাব
মাঝেমধ্যে খুব রাগাতো।
যতদিন পৃথিবীতে বাংলা সাহিত্য বেঁচে থাকবে ততদিন উনি বেঁচে থাকবেন তার
লেখা প্রতিটি পাতায়,প্রতিটি চরিত্রে,
যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়...!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: আমি হুমায়ূন আহমেদের সব বই পড়েছি।

০৯ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৯

Subdeb ghosh বলেছেন: পড়াই ইচ্ছে আছে সবগুলো,
সময়ের সাথে পারিনা-

২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৭

জগতারন বলেছেন:
আমি হুমায়ুন আহমদের লিখা কোন বই পড়ি নাই।
আর তার লিখা কোন বই পড়ার ইচ্ছাও আমার নাই।

০৯ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪০

Subdeb ghosh বলেছেন: চিন্তা-চেতনা,ভিন্ন রুচি, চাহিদা,পছন্দ-অপছন্দ থাকতেই পারে। ধন্যবাদ!

৩| ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৫

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: একাধিক বই পড়েছি (সব বই পড়িনি - এক সময় কেনো যেনো টাইপড মনে হলো- এক জন অপ্রকৃতস্থ থাকবেন সংসারে) - তিনি পাঠক সৃষ্টিতে অসাধারণ - তার মতো এতা পাঠক প্রিয়তা আর কেউ পেয়েছেন বলে মনে হয় না-

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২২

Subdeb ghosh বলেছেন: পেন্সিলে আঁকা পড়ি পড়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.