![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ পরিবারের একটি ছেলে। আমি আমার দেশকে ভালবাসী কিন্তু দেশের রাজনিতি ও বর্তমান রাজনিতি ব্যক্তিদের ঘৃণা করি। আসুন না আমরা আমাদের সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি।
জামায়াতকে আমি যতদুর জানি এবং আমার দৃঢ় বিশ্বাস আঃলীগের সাথে আঁতাত করার মত ভুল জামায়াত দ্বিতীয়বার করবেনা। তবে সাঈদী সাহেবকে আমৃত্যু কারাদন্ড দিয়ে আঃলীগ আসলে এক ঢিলে অনেকগুলো পাখি মারতে চেয়েছে এবং আঁতাতের জন্য নয় আঃলীগ এটা নিজেদের চামড়া বাঁচানর জন্যেই করেছে।
কারন গুলো একটু ভেবে দেখুন....
*সাঈদীকে মৃত্যুদন্ড না দিয়ে আঃলীগ আসলে জামায়াত বিএনপির জোটগত সম্পর্কের মধ্যে এক ধরনের বিষ ঢেলে দিয়েছে। জামায়াত বিএনপি যদি এখনই এই বিষের চিকিতসা না করে তবে সন্দেহের ডালপালা আরও গজাবে এবং শেষ পর্যন্ত জোট ভেঙ্গে যাবে যা আঃলীগের প্রায় পোনের বছর ধরে চেষ্টা করছে। এবং এ কথা বলতে বাদ্ধ হচ্ছি তা হলো বিএনপির মধ্যেও একটি মহল এই জোট না রাখার তালে আছে। আমাদের মনে রাখতে হবে জোট ভেঙ্গে গেলে ভোট ভাগ হয়ে যাবে এবং আরেকটি ৯৬ হবে।
*পশ্চিমারা সহ বিশেষ করে মধ্য প্রাচ্চের দেশ গুলো আওয়ামী সরকারকে প্রচন্ড রকমের চাপে রেখেছিল সাঈদীকে মৃত্যুদন্ড না দেবার জন্য। যেহেতু হাসিনা সরকার এক তরফা নির্বাচন করে সারা বিশ্ব থেকে প্রায় একঘোরে হয়ে পড়েছে তাই সাঈদীর রায়কে পুঁজি করে কিছুটা হলেও বিশ্ব বাসির থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছে মাত্র।
*সাঈদীর মৃত্যুদন্ডের ধাক্কা সইবার ক্ষমতা আওয়ামীদের ছিলোনা। বিশৃঙ্খল পরিস্থিতিতে হয়তবা অনেক কিছুই ঘটে যেতে পারত। একটু ভেবে দেখেন এই রায়কে অনেকদিন যিয়ে রেখে অনেক বিচার বিশ্লেষন করে ভেবে চিন্তে দেয়া হয়েছে।
©somewhere in net ltd.