নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্নীত ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই !!!,বিরবল৩

বীরবল ৩

আমি অতি সাধারণ পরিবারের একটি ছেলে। আমি আমার দেশকে ভালবাসী কিন্তু দেশের রাজনিতি ও বর্তমান রাজনিতি ব্যক্তিদের ঘৃণা করি। আসুন না আমরা আমাদের সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি।

বীরবল ৩ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

স্বাধীনতার এতগুলো বছর পার হলেও যে প্রশ্নের উত্তর আজও পাইনি এই জাতি।
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর; বিকেল ৪টা ৩১ মিনিট। তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে আত্মসমপর্ণ দলিলে সই করেন লে. জে নিয়াজি আর যৌথ বাহিনীর পক্ষে সই করেন লে. জে. জগজিৎ সিং অরোরা।
আত্মসমর্পণ দলিলের মূল কপিটি আছে ভারত সরকারের কাছে। জগজিৎ সিং অরোরার ব্যক্তিগত সংগ্রহে আছে দলিলের একটি প্রতিরূপ।
বড়ই আফসোসের কথা হচ্ছে সেই আত্মসমর্পনের দলীল বাংলাদেশে কিন্তু নেই, আছে ভারতে। এমনকি বড়ই হাস্যকর ব্যাপার হচ্ছে বাংলাদেশ সরকার নাকি জানেই না যে, আত্মসমর্পনের সেই দলীল বাংলাদেশে নেই।
প্রশ্ন হচ্ছে কেন? সেই দলীল ভারতে থাকবে কেন? ঐ দলীল হচ্ছে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশে থাকবেনা কেন?
স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান নিয়ে আজকে আমি কোন প্রশ্ন তুলবনা। নিশ্চয় ভারত সেদিন বড়ই উপকার করেছিল যেই উদ্দেশ্যেই হোক তবে যুদ্ধ শেষে ভারতীয় বাহীনির লুটপাটের কথা নিশ্চয় সবায় জানেন। ভারতীয় আর্মির লুটপাট ঠেকাতে আমাদের চাঁপাই নবাবগঞ্জে ব্রিজ পর্যন্ত উড়িয়ে দিয়েছিল মুক্তি বাহীনি। বছর দশেক আগে দেখেছি আমাদের মহানন্দা নদীর তীরে তখনও একটি অকেজো ট্যাঙ্ক পড়েছিল। স্থানীয় জনতার বাধার কারনে ভারতীয় লুটেরারা সেটা রেখে যেতে বাদ্ধ হয়েছিল।
মুল যুদ্ধটা শুরু করেছে কে? আমাদের দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ ভারত নয়।
সম্মুখ যুদ্ধে মরনপণ লাড়াই করেছে কে? আমাদের দেশের মজদুর বীর সেনানীরা।
উপযুক্ত প্রশিক্ষণ পাইনি তারপরেও পৃথীবির প্রথম সারির এইলিট বাহীনিগুলোর একটি পাক বাহীনির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এক মহুর্ত দ্বিধা করেনি আমাদের মুক্তি বাহীনি। পেপে গাছের নলের সাহায্যে শত্রুর অপেক্ষাতে পানির নিচে ডুবে থেকেছে যন্টার পর ঘন্টা। মাইলের পর মাইল ডুব সাঁতার দিয়ে উড়িয়ে দিয়ে এসেছে শত্রুর আস্তানা। ভালো হাতিয়ার পাইনি ভাঙ্গচোরা অস্ত্র নিয়েই লুঙ্গি গেঞ্জি পরে মাথাই গামছা বেঁধে সেদিন শত্রু নিধনে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার গরিব মজদুর সন্তানেরা।
এই বিজয় আমাদের শুধুই আমাদের ভারতের নয়।
আফসোস লাগে যখন দেখি ১৬ ডিসেম্বরকে তাদেরই বিজয় বলে দাবি করে ভারত এবং আমাদের সরকার আঙ্গুল চুষে।
আফসোস হয় যখন শুনি স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলীল হচ্ছে আত্মসমর্পণের দলীল যেটা ভারত সরকার আর সব কিছুর মত লুট করে নিয়ে গেছে আর আমাদের সরকার নাকি জানেই না

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

কলাবাগান১ বলেছেন: বিজয় দিবস আসলে আপনাদের বুকে ব্যাথা উঠে??? যুগ যুগ ধরে রাজাকারদের দেখে আসছি ........সুযোগ খুজতে থাকে কিভাবে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা যায়.......। আজ একটা পতাকা আছে, মানচিত্র আছে, বিদেশে বুক ফুলিয়ে বলতে পারি বাংলাদেশী

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২

বীরবল ৩ বলেছেন: স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ নয় বরং আজ আমাদের স্বাধীনতা কি আসলেই আছে, সব স্বাধীনতা তো রাজনৈতিক নেতাদের হাতে।। তাই নয় কি কলাবাগান১ ভাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.