![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ পরিবারের একটি ছেলে। আমি আমার দেশকে ভালবাসী কিন্তু দেশের রাজনিতি ও বর্তমান রাজনিতি ব্যক্তিদের ঘৃণা করি। আসুন না আমরা আমাদের সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি।
একথা ঠিক যে, সুন্দরবনে যে তেলবাহী জানটি ডুবেছে সেটাকে দুর্ঘটনা বললে ভুল হবে। আসলে বলতে হবে বিশাল কোন পরিকল্পনার অংশ হিসাবে পরিকল্পিতভাবে সুন্দরবনে বিষ ঢেলে দেয়া হয়েছে।
আপনারা সবায় জানেন ভারতের সুবিধার্থে ওখানে পারমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে আমাদের সরকার যা সুন্দরবনকে এমনিতেই মেরে ফেলবে। এই মেরে ফেলার কাজটা এখন থেকেই শুরু করা হয়েছে এই আর কি।
কথা সেটা না, আমি আশা করেছিলাম হাসান মাহমুদ হয়ত এমন একটা বিবৃতি দিবেন যে বিবৃতি জণগনকে ব্যাপক আনোন্দ দিবে কিন্তু এবার মনে হচ্ছে সেটা হচ্ছেনা।
এই যেমন ধরেন হাসান মাহমুদ বলবেন, যে ট্যাঙ্কারটা সেখানে ডুবেছে সেটা ছিল তারেকের মালিকানাধিন কোকো-৩
যে তেল সেখানে ভাসছে তা ছিল জামায়াতের টাকায় কেনা। যে টাকা মমতা দিদি জামায়াতকে দিয়েছিল।
এবং খালেদার নির্দেশেই ঐ ট্যাঙ্কারটিকে ওখানে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে সরকার উতখাতের ষড়যন্ত্রের অংশ হিসাবে।
কিন্তু দুঃখের কথা হাসান সাহেব এবার কেন যেন চুপ থেকেছেন। ভেবেছিলাম আবারও বিনোদন পেতে যাচ্ছি কিন্তু......
আমি হতাস।
আর ঘটনা কিছু বুঝছিনা, ইদানিং দেখছি ইনু মেননরাও আর আগের মত প্রাণ খুলে কিছু বলছেন না।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
খেলাঘর বলেছেন:
সুন্দরবনের ক্ষতি হয়েছে, কারণ ১৭ কোটী জানতো না যে, বনের ভেতর দিয়ে শিপিং রাউট রাখা ভুল; আপনি ১৭ কোটীর মাঝে একজন বেকুব।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
ওয়েলকামজুয়েল বলেছেন: এটা হচ্ছে পরিকল্পিতভাবে সুন্দরবন ধ্বংস করার নীল নকশার প্রথম পদক্ষেপ
অনেক ভাবে বুঝানোর পর ও চেতনা ধারিরা বুঝতে চায় না।