![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ পরিবারের একটি ছেলে। আমি আমার দেশকে ভালবাসী কিন্তু দেশের রাজনিতি ও বর্তমান রাজনিতি ব্যক্তিদের ঘৃণা করি। আসুন না আমরা আমাদের সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি।
তুমি এলে,
অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো,
তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো...
বিকেল যাবো যাবো করছে , আর সন্ধ্যা নামছে নামছে এমন এক সন্ধিক্ষনে , হঠাৎ আকাশ থকে ঝুপ করে সুখ নেমে আসলো আর বন থেকে বিদ্যুৎ গতিতে আনন্দ বেরিয়ে এসে সুখকে তার মুঠোয় বন্দী করে ফেললো ! ভুবনের সমস্ত একাকী শূন্যও হৃদয় গুলো শান্তির প্রশান্তিতে উছলে উছলে পড়তে থাকলো ...
আজ অনেকদিন পর এ মুহূর্ত আসলো । কিন্তু অনুভূতি টাকে কি বলবো সুখ? নাকি আনন্দ? নাকি শান্তি ?
একবার মনে হচ্ছে সুখ ! একটা চাঁপা কস্ট ছিল। সেটা অনূভব করছিনা । তাহলে সুখ ! একটা অনুভূতি ! যা কাছে আসে মুহূর্তের ফাঁকে ফাঁকে ! হঠাৎ মনের মাঝে স্বপ্নের ছবি আঁকা শুরু হয়ে যায় । আবার অনুভূতিটা দূরে যায়, আবার কাছে আসে! ভাবনার সুর গুলো কেঁপে বাজতে থাকে ! উড়ে চলে তেপান্তরের মাঠ পেরিয়ে সুদূরে ।
মন বলছে আনন্দ ! সে কি সুখের বহিঃপ্রকাশ ! উচ্ছ্বাস ! একটু ছোঁয়া ! একটু কথা ! নূপুরের ধ্বনি ! মনে ফাল্গুন এর রঙিন সাত রঙ ! আকাশে রঙধ্নু ! পাখির শিষ বেজে ওঠে ! ঢেউ গুলো কিনারায় আছড়ে পড়ে কূল ভেঙে ফেলে ! মাঝি ভাউয়াইয়া সুর তোলে ! আকাশী বিদ্যুৎ গুলো চমকে চমকে মাটিতে আছড়ে পড়ে !
কখনো ভাবছি নাহ ! এ প্রশান্তি ! ওম শান্তি ! চারিদিকে রঙিন ফুল আর সাদা ফুলের সমারোহ, যা দেখতে দেখতে, রঙে, রুপে , রসে, গন্ধে , ডুবতে ডুবতে, স্বপ্নের জাল বুনতে বুনতে, ঘুমিয়ে যাওয়া ।।
এইইইই বুনো আসলে কি ছিলো ?? বলোনা...
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
সোহানখুলনা বলেছেন: সুন্দর