নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এগিয়ে চল..

বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বসেরা, যতই হোক আমাদের বিভেদ দিন শেষে সবাই মিলে আমরা এক মহান জাতি! বাংলাদেশী! বাঙালী!

বিশ্বাস করি 1971-এ

Someone wanna share ideas! :)

বিশ্বাস করি 1971-এ › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নগুলোর উত্তর খুবই দরকার। পারলে কেউ সাহায্য করুন প্লিজ!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

১.বাংলাদেশ কি আদৌ পাকিস্তান/ভারতের অংশ হবে? হলে কখন?



২. আ্ওয়ামী লীগ কি রাজাকার মুক্ত বাংলাদেশ চায়? যদি চায় কবের মধ্যে?



৩. বাংলাদেশ কি কখনো দারিদ্র মুক্ত হবে? কবে?



৪. আমরা কি কখনো দু:নীতি থেকে নিজেদের মুক্ত করতে পারব?



৫. দুই দলের একনায়কত্বের আদৌ কি সমাপ্তি হবে?



৬. মানুষ কবে থেকে সৎভাবে ট্যাক্স দেবে?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

মনে নাই বলেছেন: যে ব্লগার ১ নাম্বার প্রশ্নটা করেছেন তার কাছে আমারও একটা প্রশ্ন আছে, আপনি কি নিজেকে মানুষ মনে করেন নাকি কুকুর-শুয়র শ্রেনীর কিছু মনে করেন?

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রথম প্রশ্নটি কেউ কি করে করে যে কিনা বিশ্বাস করে 1971-এ ?
একজন ছাগলের পক্ষেই এটি বলা সম্ভব... কিছু মনে করবেন না....
X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

বিশ্বাস করি 1971-এ বলেছেন: পারলে আমাগো নেত্রীগো কনতো দেখি! ওনারা তো এইটা ডেইলী কন! তখন আপনি কৈ থাকনে ভাইজান?

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

রিওমারে বলেছেন: ১ সম্ভাবনা নাই বললেই চলে।।
২ ক্ষমতায় থাকার জন্য আওয়ামীলিগ জামাতের সাথে জোট বাধেও আপত্তি নাই।।
৩ পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে।।
৪ না
৫ হ্যা
৬ কোণদিন ও না।।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

সবুজ-ভাই বলেছেন: ১) না, পতিতাকে এমনিতে ব্যবহার করা গেলে কেও বিয়ে করে তার দায়িত্ব নিতে চাইবে না।

২) রাজাকার রা ক্ষতি করেছে ৭ কোটি মানুষের আওয়ামি , বিএনপি করছে ১৭ কোটি মানুষের। এদের মাঝে পার্থক্য নেই। এরা এদের বিচার করে ব্যাক্তিগত কারনে দেশ জাতি বা জনগনের জন্যে নয়। এটাকে বিচার বলে না।

৩) যখন বাংলাদেশের মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, নেতা খোজার মনমানসিকতা থেকে বেরিয়ে নিজেদের প্রতি আস্থাশীল ও শ্রদ্ধাশীল হবে।
সময় জানা নেই কবে।

৪) একশত ভাগ না তবে মানুষ্যত্ব লাভ করলে দূর্ণিতীর সংখ্যা কমে আসবে।
অবশ্য যদি আইনের সঠিক প্রয়োগ থাকে এবং আইন পরিচালক সংস্হাগুলোতে সৎ লোক নিয়োগ দেয়া হয়।

৫) যতদিন নিজেরদের গোলামী স্বভাব শেষ না হবে, যতদিন মানুষের ঘরে কাজ করার জন্যে কাজের মানুষের প্রয়োজন হবে ততদিন নিজের দেশকে ঠিক রাখতে নেতা নেত্রীর প্রয়োজন থাকবে। যখন মানুষ স্বনির্ভর হবে তখন নেতাদের কে যে বেতন দেয় দেশ পরিচালনার জন্যে তার হিসেব ঠিকই আদায় করে নেবে। কবে জানা নেই।

৬) যখন সে সৎভাবে আয় করে সামাজে স্বাধীন ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে ।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: ১.বাংলাদেশ কি আদৌ পাকিস্তান/ভারতের অংশ হবে? হলে কখন?

-এই প্রশ্নটা আপ্নের মাথায় ঢুকাইছে কে এইটা আগে বলেন।


২. আ্ওয়ামী লীগ কি রাজাকার মুক্ত বাংলাদেশ চায়? যদি চায় কবের মধ্যে?

-সম্প্রতি কোন জায়গা থেকে নতুন নতুন বায়াত গ্রহন করেছেন কিনা সেটা আগে জানতে হবে


৪. আমরা কি কখনো দু:নীতি থেকে নিজেদের মুক্ত করতে পারব?

-শতভাগ দুর্নীতি মুক্ত দেশ কোনটাই না


৫. দুই দলের একনায়কত্বের আদৌ কি সমাপ্তি হবে?

-অবশ্যই হবে। তবে বেল পাকলে কাকের(পড়ুন জামাতের) আশা নাই


৬. মানুষ কবে থেকে সৎভাবে ট্যাক্স দেবে?

-আপ্নে যেদিন সৎ হবেন

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

মিজানুর রহমান মিলন বলেছেন: আপনার ৫ নং প্রশ্নের উত্তর হ্যাঁ । আজ হোক আর কাল হোক তাদের একনায়কত্ব একদিন শেষ হবে।

আর বাকিসবগুলো প্রশ্নের ক্ষেত্রে না ।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

এন এফ এস বলেছেন: বাহ্ চমত্‍কার পোস্ট লিখেছেন তো তা আপনি কোন দেশের নাগরিক
১।ভাররত
২।ফাকিস্তান

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

শিক কাবাব বলেছেন: ১.বাংলাদেশ কি আদৌ পাকিস্তান/ভারতের অংশ হবে? হলে কখন?
সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে কখন সেটা বলা সম্ভব না। ওরা যদি কয়েক বস্তা এটমিক বানায়া ফালায় ......। তবে এই দেশ কি তারা অদৌ নিতে চাইবো?

২. আ্ওয়ামী লীগ কি রাজাকার মুক্ত বাংলাদেশ চায়? যদি চায় কবের মধ্যে?
চাইলেইতো আকাশের চাদ হাতে নেয়া যায় না। আম্রিকার চাপ, সৌদী আরবের চাপ, উর্ধ্ব চাপ নিম্ন চাপ, জনগনের চাপ ...।

৩. বাংলাদেশ কি কখনো দারিদ্র মুক্ত হবে? কবে?
এইটা আমি গর্ব করে বুক ফুলিয়ে ১০০% সঠিক উত্তর দিতে পারবো। উত্তর হচ্ছে, এটা কখনোই সম্ভব না। দারিদ্রমুক্ত তো দূরের কথা দারিদ্রতার কত নীচে নাম সেইটা দেখেন।

৪. আমরা কি কখনো দু:নীতি থেকে নিজেদের মুক্ত করতে পারব?
৩ নাম্বারের সমান উত্তর।

৫. দুই দলের একনায়কত্বের আদৌ কি সমাপ্তি হবে?
কক্ষনো না। কারণ স্বামী গেলে স্ত্রী আছে, বাবা গেলে মেয়ে আছে, মাতারা চলে গেলে বাচ্চারা আছে, বাচ্চাদেরও আবার বাচ্চা আছে, তাদেরও নাতী নাতনী হবে। সুতরাং হাজার বছরের জন্য অপেক্ষা করুন যদি কখনো এদের মধ্যে কেউ নিঃসন্তান হয়।

৬. মানুষ কবে থেকে সৎভাবে ট্যাক্স দেবে?
৩, ৪, ৬ প্রশ্নগুলি এতই কঠিন প্রশ্ন যে এর কোনো উত্তর নাই। কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

মোঃ মহিউদ্দিন বলেছেন: " দু:নীতি " এটা কোন দেশী শব্দ । আগে ভালো করে বাংলাভাষা শিখেন, বাঙ্গালী হোন, তারপর আপনার প্রশ্নের উত্তর দিবো ।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

শয়ন কুমার বলেছেন: ব্লগার প্রশ্ন করেছে-বাংলাদেশ কি আদৌ পাকিস্তান/ভারতের অংশ হবে? হলে কখন?

উত্তরে অনেকে বলেছেন-এই প্রশ্নটা আপ্নের মাথায় ঢুকাইছে কে ??
এই ব্যাপারে আমি বলবো লেখকের মাথায় এই প্রশ্নটা ঢুকাইছে বিম্পি-জামাত এবং হাসিনার লীগ।
বিম্পি-জামাত আমাদের পাবলিকরে ভয় দেখাইয়া কয়েছিল, লীগরে ভোট দিলে বাংলাদেশ ভারতের প্রদেশ হয়ে যাবে ।
আবার তেমনি লীগও পাবলিকরে ভয় দেখাইয়া কয় , বিম্পিরে ভোট দিলে বাংলাদেশ পাকিস্হান মার্কা হয়া যাইবো ।
সুতরাং লেখকের মাথায় ১ নং প্রশ্নটা ঢুকাইছে খালেদা-নিজামীর বিম্পি-জামাত এবং হাসিনার লীগ।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: শয়ন কুমার বলেছেন: সুতরাং লেখকের মাথায় ১ নং প্রশ্নটা ঢুকাইছে খালেদা-নিজামীর বিম্পি-জামাত এবং হাসিনার লীগ।


কথাটা পছন্দ হইছে। কমেন্টে প্লাস :)

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ১১ নাম্বার কমেন্টে প্লাস ।
হা হা প গে

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

মিজানুর রহমান রাজু বলেছেন: ৫ নং কমেন্টে সবুজ ভাই বলেছেন সবুজ-ভাই বলেছেন: ১) না, পতিতাকে এমনিতে ব্যবহার করা গেলে কেও বিয়ে করে তার দায়িত্ব নিতে চাইবে না।

২) রাজাকার রা ক্ষতি করেছে ৭ কোটি মানুষের আওয়ামি , বিএনপি করছে ১৭ কোটি মানুষের। এদের মাঝে পার্থক্য নেই। এরা এদের বিচার করে ব্যাক্তিগত কারনে দেশ জাতি বা জনগনের জন্যে নয়। এটাকে বিচার বলে না।

৩) যখন বাংলাদেশের মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, নেতা খোজার মনমানসিকতা থেকে বেরিয়ে নিজেদের প্রতি আস্থাশীল ও শ্রদ্ধাশীল হবে।
সময় জানা নেই কবে।

৪) একশত ভাগ না তবে মানুষ্যত্ব লাভ করলে দূর্ণিতীর সংখ্যা কমে আসবে।
অবশ্য যদি আইনের সঠিক প্রয়োগ থাকে এবং আইন পরিচালক সংস্হাগুলোতে সৎ লোক নিয়োগ দেয়া হয়।

৫) যতদিন নিজেরদের গোলামী স্বভাব শেষ না হবে, যতদিন মানুষের ঘরে কাজ করার জন্যে কাজের মানুষের প্রয়োজন হবে ততদিন নিজের দেশকে ঠিক রাখতে নেতা নেত্রীর প্রয়োজন থাকবে। যখন মানুষ স্বনির্ভর হবে তখন নেতাদের কে যে বেতন দেয় দেশ পরিচালনার জন্যে তার হিসেব ঠিকই আদায় করে নেবে। কবে জানা নেই।

৬) যখন সে সৎভাবে আয় করে সামাজে স্বাধীন ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে ।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

আলাউদ্দীন মিলন বলেছেন: সবুজ ভাই ের মন্তব্যের সাথে একমত।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

চলতি নিয়ম বলেছেন: @*কুনোব্যাঙ* +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.