![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Someone wanna share ideas! :)
মোফাজ্জল মিয়া, ৪৫ বছর বয়স, গ্রামের বাড়ি দিনাজপুর ঘোড়াঘাট, তিন সন্তানের জনক, একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, সম্পদ বলতে নিজের থাকার ভিটেখানা আর ২ বিঘা জমি। আমাদের সবুজ গ্রামের বাংলাদেশের অতি সাধারণ একজন প্রতিনিধি। উনার রিকশায় ওঠার পর আলাপ সূত্রে আজ পরিচিত হলাম।
মোফাজ্জল মিয়া ঢাকার অস্থায়ী বাসিন্দাদের একজন। প্রত্যেকবার ১০ দিনের জন্য ঢাকায় আসেন রিকশা চালিয়ে নগদ কিছু আয় করতে। থাকা, খাওয়া বাদ দিয়ে প্রতিদিন গড়পড়তা ৩০০ টাকা ধরে মাসে ১০ দিনে ৩০০০ টাকা কামাই হলেই ১৫ দিনের জন্যে বাড়ি ফিরে যান।
বাড়িতে নিজের ২ বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছেন ৬ মাসের জন্যে যার জন্যে খরচ ১৫,০০০ টাকা আর নিজের আর ছেলের গতর খাঁটুনি লেগেছে। আশা করছেন কমপক্ষে ৬৩ মন ভুট্টা ফলবে যা ৫০০ টাকা মণ দরে বিক্রয় করতে পারবেন। সব খরচ বাদ দিয়ে ১৬,৫০০ টাকার মত থাকবে।
মোফাজ্জল মিয়া বাড়িতে থাকা ১৫ দিনের মধ্যে কমপক্ষে ৫ দিন অন্যের জমিতে কামলা খেটে নগদ ১০০ করে পান প্রতিদিন। নিজের একটা গরুর গাড়ি আছে যা প্রতি হাটের হিসাবে সপ্তাহে ২ বার ভাড়া দিয়ে পান ১০০০ টাকা। এর বাইরে ছেলে প্রতিদিন দেশেই গাড়ি চালিয়ে যা আয় করে তা উপরি হিসেবে জমা থাকে ছেলের কাছে। হিসেবে ধরে মোফাজ্জল মিয়ার প্রতি বছর গড়পড়তা আয় ১২০,০০০-১৫০,০০০ টাকা যা মাস হিসেবে দাড়ায় ১০,০০০-১২,৫০০ টাকার মত।
ছেলেকে বিয়ে দিয়েছেন। আর বাকি দুই সন্তান স্কুলে পড়ছে। বেগম সাহেবা নিয়ে সুস্থ আর সুখে আছেন মোজাম্মেল মিয়া যদিও জীবনের শুরুর অনেকটাই কেটেছে না খেয়ে বা আধা পেট খেয়ে।
আজ আমরা যারা দেশে বদলের কথা বলছি, গঠনের কথা বলছি, রাজাকারদের ফাঁসির দাবীর কথা বলছি শাহবাগের প্রজন্ম চত্বরে তারা যেন ভুলে না যাই এই সব মোফাজ্জল মিয়াদের মত মুক্তিযোদ্ধাদের কথা যারা দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছেন ১৯৭১ সন থেকে প্রতিদিন। আজ শহীদ দিবসে মোফাজ্জল মিয়া সকল মু্ক্তিযোদ্ধা আর ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা, সালাম, সম্মান আর ভালোবাসা।
এগিয়ে যাক আমাদের এই বাংলাদেশ। জয় বাংলাদেশ।
©somewhere in net ltd.