নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এগিয়ে চল..

বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বসেরা, যতই হোক আমাদের বিভেদ দিন শেষে সবাই মিলে আমরা এক মহান জাতি! বাংলাদেশী! বাঙালী!

বিশ্বাস করি 1971-এ

Someone wanna share ideas! :)

বিশ্বাস করি 1971-এ › বিস্তারিত পোস্টঃ

Six Thinking Hats [সহজে চিন্তা করি চলুন: ছয় রঙা টুপির সহজ তরিকা]

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

সবকিছু বিবেচনায় এনে চিন্তা করা কিংবা জটিল সমস্যার সহজ সমাধান এদুটোই আমাদের জন্য খুব কাম্য কিন্তু কঠিন একটি বিষয়। বলতে দ্বিধা নেই আমাদের জীবনের ৮০% সমস্যাই সমাধান হয়ে যেত যদি আমরা এটা করতে পারতাম। আমার এই লেখায় আমি এমনই একটি উপায় আলোচনা করতে চাই যা আমাদের এই সমস্যা সমাধানে কিছুটা হলে্ও সাহায্য করতে পারে। আর এই উপায়টি বা সহায়কটির ইংরেজী নাম “Six Thinking Hat” যা আমি নাম দিয়েছি “ছয় রঙা টুপির সহজ তরিকা” [চাইলে আপনারা নতুন কোন মান প্রস্তাব করতে পারেন, :D]



যাহোক, ছয় হ্যাট বা ছয় রঙা টুপিগুলো হলো-

(১)সাদা টুপি- এই টুপি পরে আপনি শুধুমাত্র সংশিষ্ট ঘটনা বা তথ্যকে ভাববেন

(২)লাল টুপি- এই টুপি পরে আপনি শুধুমাত্র তাই ভাববেন যা আপনার মন চায়

(৩)কাল টুপি- এই টুপি পড়ুন আর শুধুমাত্র সমালোচক/হতাশাবাদী হয়ে যান

(৪)হলুদ টুপি- সকল সম্ভাবনাকে বিবেচনা করুন এই টুপি মাথায় দিয়ে

(৫)সবুজ টুপি- এই টুপি পড়ে আজ আপনি শুধুই একজন স্রষ্টা

(৬)নীল টুপি- যখনই এই টুপি মাথায় দিচ্ছেন আপনি তখনই ভাবতে পারছেন উপরের কোন টুপিটা ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের বা পারিপার্শ্বিকের সমস্যা দূর হবে



এবার চলুন জেনে নেই কিভাবে এই টুপিগুলোকে ব্যবহার করতে পারি।



প্রথমে প্রত্যেক টুপি চিন্তা শুরু করি কতগুলো প্রশ্ন দিয়ে।



সাদা টুপির জন্যে প্রশ্ন:

১. ভাবনাটা সম্পর্কে কতটুকু তথ্য আমাদের হাতে আছে?

২. ভাবনার বিষয় সম্পর্কে আরো কি কি তথ্য আমাদের দরকার?



লাল টুপির জন্যে প্রশ্ন:

১. ভাবনার বিষয়ে আমার নিজ অনুভূতি কেমন?



কাল টুপির জন্যে প্রশ্ন:

১. ভাবনাটা জড়িয়ে নেতিবাচক/ক্ষতিকর কোন দিক/কিছু আছে কি?

২. ভাবনাটা বা চিন্তাটার দূর্বল দিকগুলো কি কি?

৩. ভাবনাটা বা চিন্তাটাকে অনুসরণ করলে খারাপ কিছু কি ঘটতে পারে?



হলুদ টুপির জন্যে প্রশ্ন:

১. ভাবনাটা ভবিষ্যতে আমার জন্য ভবিষ্যতে ভাল কিছু বয়ে আনতে পারে?

২. এই ভাবনার ভাল দিকগুলো কি কি?

৩. এটা আমাকে অন্যান্য কোন বিষয়ে সাহায্য করতে পারে কি?

৪. কি কারণে এটা আমার জন্য ভাল ফল বয়ে আনতে পারে?



সবুজ টুপির জন্যে প্রশ্ন:

১. এই চিন্তাটা বাস্তবায়ন করতে আমার কি কি করতে হবে?

২. কিভাবে বাস্তবায়ন করলে আমি পুরোপুরিভাবে একে কাজে লাগাতে পারি?



নীল টুপির জন্যে প্রশ্ন:

১. আমরা/আমি আসলে কি অর্জন করতে চাই?

২. কোন টুপি পড়লে আমাকে আজ মানাবে? [মানে আমি আমার চিন্তাটাকে কাজে পরিণত করতে পারব?

৩. এ পর্যন্ত কি আমরা কিছু করেছি যা এই ভাবনাকে কাজে পরিণত করতে সাহায্য করতে পারে?

৪. আমরা কোথা থেকে শুরু করতে পারি?



নিজের জন্য হোক কিংবা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হোক যেকোন জায়গায় আপনি এই ছয় টুপির সহজ তরিকাকে কাজে লাগাতে পারেন। চলুন ছোট্ট একটি উদাহরণ দেখি:



ধরুন আপনি কোন ডেভেলপার কোম্পানীর পরিচালক হিসেবে নতুন অফিস বিল্ডিং তৈরীর প্রজেক্ট নেবেন কিনা সে সিদ্ধান্ত বিবেচনা করছেন। কোম্পানী ব্যবসা দ্রুত বাড়ছে এবং যার ফলে অফিস স্পেসের চাহিদা বাড়ছে। আপনি ছয় টুপির সহজ তরিকা ব্যবহার করতে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন।



আপনার প্রথম কাজ হবে সাদা টুপি পরে বর্তমান অফিস আর কোম্পানীর অফিস স্পেসের চাহিদা বিবেচনা করা আপনার বিবেচনা বলছে যে নতুন অফিস বিল্ডিং বানাতে যে সময় লাগবে এর মধ্যে চাহিদা আরো তীব্র আকার ধারণ করবে। অন্যদিকে ব্যবসার পূর্বাভাস বলছে আসছে বছরগুলোতে অর্থনীতি ভালো উন্নতি হবে।



লাল টুপি পরার পর আপনার মনে হচ্ছে প্রস্তাবিত অফিস বিল্ডিং প্রজেক্টের ডিজাইনগুলো ভাল নাও হতে পারে। যদিও এটা ব্যয়কে সংকোচন করবে কিন্তু কর্মচারীরা পছন্দ নাও করতে পারে।



কাল টুপি পড় আপনার মনে হলো সরকারের পূর্বাভাসমতো অর্থনীতি যদি ভালো না করে তবে অফিস স্পেসের চাহিদা নাও থাকতে পারে ফলে এগুলো অবিক্রিত থেকে যেতে পারে। অর্থনীতি ভালো থাকলেও যদি প্রজেক্টের বিল্ডিংগুলোর ডিজাইনগুলো ভাল না হলে বা পুরোনো হয়ে গেলে ক্রেতারা নাও কিনতে পারে।



হলুদ টুপি পড়ে আপনি ভাবছেন যে, সবকিছু সুন্দর মত চললে আর চিন্তামত অফিস স্পেস যদি বিক্রি করা যায় তবে কোম্পানীর লাভ খুবই ভালো হবে।



সবুজ টুপি আপনাকে ভাবতে বলছে যে, কম খরচের অফিস না বানিয়ে খুব উচ্চমানের এবং চাকচমক যুক্ত অফিস বানানোই ভালো হবে যাতে ব্যবসা খারাপ হলেও যে অল্প কজন ব্যবসায়ী লাভে থাকবে তারা এগুলোকে তাদের অফিস বানাবে। অথবা কোম্পানী স্বল্পমেয়াদী বিনিয়োগে যেতে পারে যাতে যদি অর্থনীতি যদি খারাপ হয় তবে কম দামে জায়গা কেনার জন্যে সেই স্বল্পমেয়াদী বিনিয়োগ ভেঙে ব্যবহার করা যেতে পারে।

নীল টুপি আপনাকে সাহায্য করবে উপরের সবগুলো দিককে বিবেচনা করে শেষ এবং চুড়ান্ত সিদ্ধান্ত নিতে।



ছয় টুপির সহজ তরিকা আপনি যখন ব্যবহার করবেন তখন আবেগকও আপনার প্রশয় দিতে হবে কেননা আবেগও আমাদের সিদ্ধান্ত আর বিবেচনার যে প্রক্রিয়া তার অবিচ্ছেদ্দ অংশ।



[এই উপায়টি/সহায়িকাটি (tool) ১৯৮০ এর দশকে ড: ডি বেনো প্রস্তাব করেন]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.