নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এগিয়ে চল..

বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বসেরা, যতই হোক আমাদের বিভেদ দিন শেষে সবাই মিলে আমরা এক মহান জাতি! বাংলাদেশী! বাঙালী!

বিশ্বাস করি 1971-এ

Someone wanna share ideas! :)

বিশ্বাস করি 1971-এ › বিস্তারিত পোস্টঃ

CSSBB or CSSGB এর ব্যাপারে সাহায্য চাই! কেউ থাকলে প্লিজ সাহায্য করেন।

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ভাইয়েরা, আমি CSSGB আর CSSBB পরীক্ষা দিতে চাইতেছি। কেউ কি সাহায্য করতে পারেন প্লিজ।



আমার Certified Six Sigma Green Belt Handbook বা Certified Six Sigma Black Belt Handbook বইগুলা খুব দরকার। বাংলাদেশে এই বই কোথায় পা্ওয়া যাইতে পারে কেউ কি বলতে পারেন? অথবা এই বই কি ইন্টারনেট থেকে pdf ডাউনলোডের করার কোন link কি কারো কাছে আছে? থাকলে প্লিজ share করেন। আমার জানামতে বাংলাদেশে এই বই পা্ওয়া যায় না। :)



খুব বিপদে পইরা সাহায্য চাইতেছি । আশা করি নিরাশ হবো না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২১

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, পরীক্ষার কি খবর?

২| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৪

ত্রিভুবন বলেছেন: মহানবী (সঃ) মুসলমানদের একে অপরকে গালাগালি করতে কঠোর ভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেনঃ
সিবাবুলমুসলিমী ফুসুওকুন ওয়াকিতালুহু কুফরূন-- অর্থাৎ মুসলমানদের গালি দেওয়া পাপ এবং তাকে হত্যা করা কুফরী । (বুখারি ও মুসলিম) |||

গালির জওয়াবে গালাগালি করে উত্তর দেওয়াও ইসলাম বিরোধী। মহানবী (সঃ) এর কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন,, হে আল্লাহর রাসূল ! আমাদের সম্প্রদায়ের ভিতর আমাকে এক ব্যক্তি গালি দেয় ; অতচ সে আমার থেকে নিচ। এর প্রতিশোধ নিতে আমার কী কোনো বাধা আছে ?? রাসূল (সঃ) তখন বললেন, পরস্পর গালমন্দকারী উভয়েই শয়তান, তারা পরস্পরকে মিত্যাবাদী বলে এবং একে অপরের প্রতি দোষারোপ করে।

নবী করিম (সঃ) আরও বলেছেন,,,
পিথামাতাকে গালি দেওয়া মহাপাপ। সাহাবিগণ তখন বললেন,, হে আল্লাহর রাসূল এমন কোনো নরাধম আছে যে আপন পিথামাতাকে গালি দেয় ?? তিনি বললেন,, যে অপরের পিতামাতাকে গালি দেয় এবং এভাবে তা অপরও তার পিতামাতাকে গালি দেয়।
( বুখারি ও মুসলিম)
এ হাদিস দ্বারা বোঝা যায় যে, অন্যীর পিতামাকে বা কাউকে গালি দেওয়ার অর্থ হচ্ছে নিজের পিতামাতাকে গালি দেওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.