![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Someone wanna share ideas! :)
আড়াই লাখ টাকা ভর্তি ফি আদায় করেছে রাজধানীর ক্যামব্রিয়ান কলেজ। ক্যামব্রিয়ান কলেজের একজন কর্মকর্তা প্রথম আলো ডট কমকে বলেন, ক্যামব্রিয়ানে পড়তে হলে জিপিএ ৫ পাওয়া একজন ছাত্রকে আড়াই লাখ টাকা পরিশোধ করতে হবে। প্রথমে ২৫ হাজার টাকা এবং পরে ১৮টি কিস্তিতে বাকি টাকা দিতে হয়। যদি কেউ কলেজের হোস্টেলে থাকে তাহলে আলাদাভাবে ২০ হাজার টাকা দিতে হবে। এর বাইরে প্রতি মাসে আট হাজার টাকা করে থাকা-খাওয়ার খরচ দিতে হবে।
ছাত্রছাত্রীদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হচ্ছে সেটা বেশি বলে মনে করেন কি না, জানতে চাইলে কলেজের চেয়ারম্যান নন ম্যাট্রকি এম কে বাশার বলেন, এখনও তাঁকে ব্যাংক থেকে ঋণ নিয়ে কলেজ চালাতে হচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য তিনি যা ব্যয় করেন, তার চেয়ে আয় কম। আড়াই লাখ টাকার মধ্যে ছাত্রছাত্রীদের খাতা-কলমের ব্যয়ও ধরা আছে।
শিক্ষা মন্ত্রণালয় কি গাঞ্জা খায়? দেশ আজ মগের মুল্লুক!
২| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৭
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: খালি শিক্ষা মন্ত্রণালয় না বর্তমানে প্রায় মন্ত্রণালয় ই গাঞ্জা খায়
৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৫
বটের ফল বলেছেন: যাগো টাকা আছে মাগার খরচ করার জায়গা নাই, তাগো পুলাপাইনরাই ঐসব কলেজে ভর্তি হয়। আপনের কি?? পরাইলেননা ঐখানে।
ভাইরে কি আর বলবো। সবখানে ব্যাবসা। আপনি আমি সবাই ভুক্তভোগী।
ভালো থাকবেন।
৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমি তো গতবছর দেখছিলাম ৪ লাখ টেকা লাগে............
তবে যাই বলেন ক্যামব্রিয়ান বর্তমানে ঢাকার সেরা একটি কলেজ
৫| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৫
দি সুফি বলেছেন: ভাই এটাকে বড়লোকদের কলেজ হিসেবে ধরে নেন, যেমন ম্যাপল লিফ্ বা স্কলাষ্টিকা!
৬| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫২
শিব্বির আহমেদ বলেছেন: দি সুফি বলেছেন: ভাই এটাকে বড়লোকদের কলেজ হিসেবে ধরে নেন, যেমন ম্যাপল লিফ্ বা স্কলাষ্টিকা!
সহমত
৭| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৫
রাজ হাসান বলেছেন: আমাদের দেশে এক একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে এক একটা ব্র্যান্ড।আর মানুষ গুলান ও তার পিছে ছুটে ছুটে হয়রান।আর সত্যি কথা বলতে কি বর্তমানে বাংলাদেশে যদি কোনো ব্যবসা থাকে তাহলে সেটা হল শিক্ষা এবং সাস্থ্য বিষয়ক সেক্টর গুলিতে।এই দুই সেক্টরে কোনো লস নাই শুধুই লাভ আর লাভ।
৮| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:২৮
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই, আমার কলেজে আমি ৩০০ টাকা বেতন দিয়া পড়ছি, কলেজের নাম শুনলে, ঐ বেটা নন মেট্রিক বাশার মুইতা দিব, আমি বুঝি না, টাকা অনেকের ই থাকতে পারে, কিন্তু তাই বলে এর যথেচ্ছ ব্যবহার তো মান যায় না, নাকি???
আর আমার পড়ার বছরটা মাত্র ছয় বছর আগের
৯| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: বাশারে মত ভন্ড ভাওঁতাবাজরা আর কয়দিন পর শিক্ষামন্ত্রনালয়ের নীতিনির্ধারক হয়ে যায় কিনা তা নিয়াই আমি শংকিত
। বিএম্পির আমলে ওর নেটওয়ার্কের সিগনাল নাকি আরো ক্লীয়ার হয়ে যায়........।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৫২
মাক্স বলেছেন: কই মগের মুল্লুক। আমারতো মনে হয় আগাইয়া যাইতাসে