নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এগিয়ে চল..

বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বসেরা, যতই হোক আমাদের বিভেদ দিন শেষে সবাই মিলে আমরা এক মহান জাতি! বাংলাদেশী! বাঙালী!

বিশ্বাস করি 1971-এ

Someone wanna share ideas! :)

বিশ্বাস করি 1971-এ › বিস্তারিত পোস্টঃ

মোজাম্মেল হক বাবুর ৭১ টিভি আর কান্দুপট্টির মোবাইল কমার্স

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮

সনটা ২০০৯, সদ্য নির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় । এক মোবাইল কোম্পানীতে চাকুরীর সুবাদে মাঝে মধ্যে তৎকালীন অখ্যাত সাংবাদিক তথা আওয়ামী ঘরানার আঁতেল মোজাম্মেল হক বাবুর বিপুল দৌড়ঝাঁপ চোখে পড়ে নিয়মিত।



তেমনি কোন একদিন জনাব মোজাম্মেল হক বাবুর মহান বয়ান আমার কানে আজ হঠাত বেজে চলেছে। যতটুকু মনে আছে উনি আমার ইউনিটের ম্যানেজারের সাথে বলছিলেন “হাসিনা আপা আমাকে নির্বাচনের পর বললেন “বল বাবু তোর কি চাই? তুই আমার আর দলের জন্য যা করেছিস তার বদলে কি চাস?” আমি বললাম আপনি যা দেবেন তাই মাথা পেতে নেবো। তখন হাসিনা আপা খুশী হয়ে আমাকে দেশে মোবাইল ফাইনান্সে চালুর দ্বায়িত্ব দিলেন।আর আমি সব মোবাইল অপারেটরদের সাথে বলেছি কে আমাকে সবচেয়ে বেশী কমিশন দিতে পারবে? গতকাল আমি দেশের সেরা অপারেটরের বোর্ড মেম্বারদের সাথে বৈঠকে বলেছি আপনারা সার্ভিস চালু করেন আর আমাকে সবাইকে দেয়ার জন্য ফ্রি সিম দেন। আমি ওইগুলান কান্দুপট্টির বেশ্যাপাড়ায় বেচুম আর সিমগুলো দিয়া মোবাইল ফাইনান্স সার্ভিস চালু করুম। ওরা মোবাইল ফাইনান্স দিয়া কাস্টমারের কাছ থেইকা ফি লইব। খালি টাকা আইবো আর আমি টাকা গুনুম। মাম্মা টাকায় টাকা!”



যদিও শেষ পর্যন্ত মোবাইল ফাইনান্স সার্ভিস মোজাম্মেল হক বাবু চালু করতে পারেননি বাংলাদেশ ব্যাংক আর বিটিআরসির জন্য, টিভি চ্যানেল ঠিকই বাগিয়ে নিয়েছেন। আর ওনার টিভি হয়ে উঠেছে মিতা হকের মত বুদ্ধিপ্রতিবন্ধীদের কথামালার স্থান।আর তাই বলতে ইচ্ছে করে “মাম্মা কথায় কথা”। B-)B-)B-)B-)B-)



মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪২

াজ বলেছেন: ভাই আমার www.only71.com এই সাইটে যান। আপনাদের ভালো লাগবে আশা করি। আপনার চাইলে লিখতেও পারেন।

২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:০২

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: B-)

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২০

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: মোজামমেল বাবু ১৯৯০ সালের দিকে ভোটার আইডির কনটাকটে ভালো পয়সা বানাইছিলো, যেইটা নিমনমানের আর নকলযোগ্য হওয়ায় পরে বাতল হৈছিল।

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩

আমি শফিক বলছি বলেছেন: এটা কোন মোজাম্মেল ভাই? চুল কুঁকড়ানো সেই লোক নাকি?

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৩

বিশ্বাস করি 1971-এ বলেছেন: শুধু চুল নয় বাল কুঁকড়ানো্ও!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.