নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এগিয়ে চল..

বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বসেরা, যতই হোক আমাদের বিভেদ দিন শেষে সবাই মিলে আমরা এক মহান জাতি! বাংলাদেশী! বাঙালী!

বিশ্বাস করি 1971-এ

Someone wanna share ideas! :)

বিশ্বাস করি 1971-এ › বিস্তারিত পোস্টঃ

আমরা কি জাতি হিসেবে দেশ হিসেবে এতটাই হতাশাবাদী? আপনি কি মনে করেন? জানান না প্লিজ!

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

দিনটা শুরু হয় দৈনিকের পাতায় চোখ বুলিয়ে। আরামদায়ক ঘুমের পর মনটা চনমনে থাকলেও এমন কোন দিন থাকে না যখন পত্র্রিকার হেডিংগুলোতে চোখ বুলিয়েই হতাশায় মনটা আচ্ছন্ন হয়ে পড়ে। 



দিনের বাকি সময় কাজের ফাঁকে অনলাইন পত্রিকাগুলোতে চোখ বুলিয়ে মেজাজটা আবার খারাপ হয়ে যায়। ভালো কিছু পেতে ব্লগে আসি কিন্তু তাও বেশীর ভাগ পোষ্ট পড়ে মেজাজ আরো বেশী খিঁচড়ে যায়। শুধুই নেতিবাচকতা, পরশ্রীকাতরতা আর নোংরামী। ফেসবুকটা বাদ দিয়েছি এই নেগেটিভ টাইপের কথা বার্তার জন্য। বন্ধুবান্ধবদের থেকে ভাল খবর পাওয়ার চেয়ে খারাপ খবর আর গুতোগুত খবরগুলোই বেশী থাকে। সারাটা দিন খেটেখুঁটে এসে টিভিটার সামনে যখন বসি নিউজে শুরু হয় সব এক্সপায়ার্ড লিডারগুলোর বকবকানি।আর এরপরতো চ্যানেলগুলোর বাচাল প্যাচালতো আছেই। জীবন তো এমনিতেই কষ্টকর কিন্তু এই মেডিয়া, সংবাদপত্রগুলো মনে হয় আরো খারাপ জিনিস তুলে ধরতে সবসময় মুখিয়ে থাকে।



একসময় ভেবেছিলাম যে সবাই চলে যাক আমি এই দেশেই এই মানুষগুলোর সাথে পাশে থেকে যাবো। কিন্তু আজ মনে হচ্ছে আমি তো জীবন পার করে দিলাম। আমার বংশধরদের জন্য হলেও আমার বাইরে চেষ্টা করা দরকার। এতে অন্তত হলেই আমার সন্তার এই নেতিবাচকতার পরিবেশ থেকে তো মুক্ত থাকবে।



আপনাদের কার কি মনে হয়? বাইরের দেশে যারা আছেন তারা কি ওখারকার পরিবেশের ব্যাপারে একটু বলবেন কি?

পরিশেষে সবাই আগাম ধন্যবাদ।   

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

নিরব বাংলাদেশী বলেছেন: পত্রিকা পড়েন কিন্তু মুল পাতা বাদ দিয়ে তাহলে এমন কিছু সব সময়ই পাবেন, চরম ক্রিয়েটিভ জাতির হতাশ হতে নাই

২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

আরিফ আহমেদ বলেছেন: বাইরে শান্তি আর শান্তি, তবে দেশের Future খারাপ না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.