![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Someone wanna share ideas! :)
চুম্বক অংশ:
->বেগম খালেদা জিয়া বললেন, '৭১ সালে আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। এটা রাজাকার ছাড়া কেউ বলতে পারে না। সুতরাং আপনারাই বিচার করেন তার (খালেদা জিয়া) চিন্তাধারা কী ধরনের। আমার মনে হয়, জাতির এটা সমুচিত জবাব দেওয়া উচিত।হ্যাঁ, হ্যাঁ তিনি তো পরিষ্কারভাবেই যুদ্ধাপরাধীদের পক্ষে আছেন। বেশ কিছুদিন আগেই আমি বলেছিলাম, তিনি জামায়াতের আমির। সেই ভূমিকাই তিনি পালন করছেন। তার তিনটি জন্মদিন আছে।
->বেগম জিয়া বললেন, আপনি তত্ত্বাবধায়কটা রাজি হয়ে যান, আমি আসছি, এটা সংলাপের ভাষা নয়।........... সংলাপের মানে হলো ইউ হ্যাভ টু গিভ অ্যান্ড টেক। কোথায় গিভ হবে আর কোথায় টেক হবে আমরা জানি না। আমি মনে করি, যারা তার সঙ্গে আছেন তাদেরও এটা চিন্তা করা উচিত যে, এরকম রাজাকার মানসিকতা যার, এরকম জঙ্গিবাদ আর সন্ত্রাসকে যিনি জাগিয়ে তোলেন, তার সঙ্গে থাকা উচিত কি-না। এ ব্যাপারে তাদের (১৮ দলের শরিক) সিদ্ধান্ত নেওয়া উচিত।
->হরতাল এখন প্রতিবাদের ভাষা নয়, হরতাল এখন সন্ত্রাসী কার্যক্রম। হরতাল আমার মতে, এ দেশে অবৈধ করা উচিত। হরতালকারীদের শাস্তি দেওয়া দরকার।
->আমার এলাকায় এত কাজ হয়েছে, সেখানে যে কোনো জায়গায় আমি গাড়িতেই যেতে পারি। হাঁটার প্রয়োজন পড়ে না।
->হিসাব করে দেখলাম, গত বছর প্রায় ৩০ বার সিলেট গেছি। দুই নম্বর হলো : তাদের কয়েকজন বলেন, দৃশ্যমান কাজ কিছু হয় নাই। এটা একটা বিভ্রান্তিকর তথ্য। আমি মনে করি, গত একশ বছরে যা হয়েছে এই সরকারের মেয়াদে তার চেয়ে বেশি কাজ হয়েছে। একশ বছর, নট থার্টি টু ইয়ারস... হান্ড্রেড ইয়ারস...।
->আমি সিলেটে যখন যাই যে কোনো কিছু উদ্বোধন করতে, সে উপলক্ষে কোনো সভা-সমিতি করি... তারপর কোনো মিটিং করি, সেগুলোতে আমি যে রেসপন্স দেখি... তাতে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, এখন আমি হাত নামিয়ে ফেলতে পারি। আমি যে জায়গায় যাই, প্রত্যেক খানে একই বক্তব্য থাকে যে, আমাদের কোনো দাবি-দাওয়া নাই। আমার এডভান্টেজ ছিল... আই ডিডেন্ট টেকেন টু হোয়াট ইজ গোয়িং ডান... এই উপজেলাগুলোতে... আমি তাদের ক্ষমতা মূল্যায়ন করিনি, আমি ভেবেছি হি ওয়াজ মাই ওয়ার্কার অ্যান্ড হি ইজ এন অনেস্ট ম্যান। তার ফলে এমনি কাজ হয়ে গেছে।
->পদ্মা সেতু নিয়ে আপনারা বেশি বলেন, বিভিন্ন সেতু নির্মাণ, তার মধ্যে পদ্মা সেতু আছে। ইট ওয়াজ মেক মোর ইমপর্টেন্ট আবুল হোসেন..
->রামপালে বিদ্যুৎ হবেই। কারণ আনু মুহাম্মদ সাহেবের যেসব আর্গুমেন্ট এগুলো ইল ফাইন্ডেড অ্যান্ড উইদাউট এনি নলেজ। রামপালে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে সুন্দরবন ধ্বংসের কোনো আশঙ্কা নেই। ইটস এ টুয়েন্টি ফাইভ কিলোমিটার ডিসটেন্স। এটাতে যে চুলি্ল করা হয়েছে দ্যাট ইজ ফোর হান্ড্রেড মিটার সামথিং লাইক দ্যাট...। আরেকটা ফলস ট্রিটম্যান্ট ছিল যে, ইন্ডিয়া হ্যাড এ প্ল্যান ফর দ্যা প্লান্ট...। ইট ইজ টোটালি রাবিশ। আমি ভারতীয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম... তারা বলেছে... টোটালি রাবিশ। এসব অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার। এটা হচ্ছে আনু মুহাম্মদ সাহেবের কোর কমিটির কাজ।
->ইব্রাহিম খালেদ টক ননসেন্স, দ্যাটস অল.তার রিপোর্টে যে ইনভেস্টিগেশনের কথা বলেছিলেন সবগুলোতে আমরা রেসপন্স করেছি। এর পর আর কোনো কথা থাকে না...।
->জেনারেল জিয়ার জনপ্রিয়তা ছিল, যা এরশাদের ছিল না। এ কারণে অনেক ক্ষেত্রে ক্ষমতায় থাকার জন্য তাকে (এরশাদ) আপোস করতে হয়েছে। এটাই তার রাজনৈতিক গুণ। এসব গুণের কারণে এরশাদ দীর্ঘসময়ব্যাপী বাংলাদেশে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত থাকতে পেরেছিলেন। এ ছাড়া প্রশাসনে তার (এরশাদ) খুব দক্ষতা ছিল। তিনি একজন নিপাট ভদ্রলোক (!!!) ছিলেন। কারও সঙ্গে অভদ্র ব্যবহার করেননি
->মার্শাল ল' সরকারে একটু বেশি স্বাধীন ছিলাম, এখন একটু কম স্বাধীন। .........যখন মনে করতাম, এটা হওয়া উচিত না এবং সেটাই চূড়ান্ত। এরশাদ সাহেব সেটা খুব মানতেন। জারিজুরি খুব কম করতেন।
->জনগণের জন্য আমার বক্তব্য হচ্ছে- আওয়ামী লীগের কোয়ালিশন সরকার এ দেশটাকে অনেক এগিয়ে নিয়েছে। প্রতিটি ক্ষেত্রে, শুধু অর্থনীতি নয়... রাজনীতিতেও...
বিস্তারিত
©somewhere in net ltd.