নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এগিয়ে চল..

বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বসেরা, যতই হোক আমাদের বিভেদ দিন শেষে সবাই মিলে আমরা এক মহান জাতি! বাংলাদেশী! বাঙালী!

বিশ্বাস করি 1971-এ

Someone wanna share ideas! :)

বিশ্বাস করি 1971-এ › বিস্তারিত পোস্টঃ

আম্মায় কইলো রাধুনী গুড়া মশলাতে [হলুদ, মরিচ] কালার বেশী মনে হইতেসে। আমি চেক করতেছি। সাবধানের মাইর নাই।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

আমরা প্রায় ৫ বছর ধরে আমরা রাধূনী গুড়া মশলা ব্যবহার করতেছি থুক্কু আমার মা ব্যবহার করতেছেন। আগে নিজেদের বাটা বা মেশিনে ভাঙানো মশলা ব্যবহার করতাম। মোটামুটি নিশ্চিত ছিলাম কোয়ালিটি নিয়া। আগে দুই একবার আম্মা বললেও কানে তুলি নাই। আজকে খাইতে বইসা মনে কামড় দিলো আর আম্মাও এমন সময় ডাক পাড়লো যে রাধুনী মসলারা কালারটা একটু বেশী রংচঙা মনে হইতেছে।



সত্য মিথ্যা জানি না তবে বাংলাদেশে যেহেতু প্রোডাক্ট কোয়ালিটি চেক করার কেউ [বিএসটিআআ তো মরা একটা কিছু] নাই আর কোম্পানীগুলা মানুষ ঠকাইয়া টাকা কামাইতে চায় আমি কিছু দিন রাধুনীর সাথে বাসায় বাটা বা মেশিনে নিজে কিনে ভাঙানো মসলার সাথে চেক করে নিবো।



আপনাদের জানাইলাম যাতে আপনারাও সজাগ থাকতে পারেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬

কৃষিবিদ মোঃ শহীদুল আলম বলেছেন: :( :( :( :(

২| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

ঢাকাবাসী বলেছেন: ঐ মশলার প্রায় সবই ভেজাল। বাজারের মেশিনে গুড়া করে খান।

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

সাদা রং- বলেছেন: এই মসলা নাকি কিসের এওয়াড পাইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.