নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এগিয়ে চল..

বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বসেরা, যতই হোক আমাদের বিভেদ দিন শেষে সবাই মিলে আমরা এক মহান জাতি! বাংলাদেশী! বাঙালী!

বিশ্বাস করি 1971-এ

Someone wanna share ideas! :)

বিশ্বাস করি 1971-এ › বিস্তারিত পোস্টঃ

জয়তু হাছান মাহমুদ। চামচা ডক্টরেট হইলে সুপার চামচা।B-)

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জনগণকে জিম্মি করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে ১৮-দলীয় জোট।এ সময় বিরোধীদলীয় নেতার বাসায় পানি-গ্যাস ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করে তিনি বলেন, ‘তবে খালেদা জিয়ার বাসায় বিশেষ একধরনের পানি বন্ধ করে দেওয়া হয়েছে।হরতালের কারণে ওই একধরনের পানি তাঁর বাসায় যেতে বাধাগ্রস্ত হচ্ছে।এ জন্য আমরা দায়ী নই।’





বনমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি অতীতের তুলনায় খালেদা জিয়াকে আরও পরিপাটি দেখাচ্ছে।তাঁর বাসায় যদি পানি, খাবার ও গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হতো, তাহলে কি তাঁকে এমন পরিপাটি দেখাত! হরতালকে কেন্দ্র করে সারা দেশে ঘৃণিত সন্ত্রাসী বেড়ে যাওয়ায় খালেদা জিয়ার বাড়িতে শুধু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

হেডস্যার বলেছেন:
মন্ত্রী সাহেব খারাপ বলে নাই।
মন্ত্রীকে কইষ্যা + B-))

২| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সেমিবস বলেছেন: ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যা দেখাইলো তা আমাদের কপাল!!

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৪

এই আমি সেই আমি বলেছেন: কতা কিন্তু মিছা কয় নাই ।

৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০

বিজন শররমা বলেছেন: আগামী নির্বাচন দলের অধীনে হলে অবশ্যই আওয়ামী লীগ জিতবে । আর তত্ত্বাবধায়কএর অধীনে হলে দু পক্ষেরই নির্বাচিত হবার সম্ভাবনা থাকবে । তবে আওয়ামী লীগ এই পাচ বছরে মানুষকে যে কষ্ট দিয়েছে তাতে আওয়ামী লীগ জিতবে বলে মনে হয় না ।
যাই হোক, আওয়ামী লীগ জিতলে এ দেশে সারা জীবনের জন্য গনতন্ত্রের চর্চা বন্ধ হয়ে যাবে । আর বি এন পি জিতলে অন্ততঃ তা বহাল থাকবে । তাতে কোন সরকার পছন্দ না হলে এদেশের মানুষ তাদের বদলাতে পারবে । আওয়ামী লীগ ইতিমধ্যেই যে সব নিয়ম করেছে তাতে অন্য দলের ক্ষমতায় আসা একেবারে বন্ধ হবে । আমরা কি ইচ্ছে করে গনতন্ত্রের লেবাসে একনায়কতন্ত্র বেছে নেবো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.