![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Someone wanna share ideas! :)
আজকাল প্রতিদিনই সকালে পেপারটা নিয়ে বসেই দেখতে হয় "একজনের মৃত্যূ আগুনে পুড়ে"
দুই তিন মাস আগে দেখতে হতো "আগুনে পুড়ে এতজন গারমেন্টর্স কর্মীর মৃত্যূ।"
দুইবছর আগে দেখতে হতো "শেয়ার বাজারে সব হারিয়ে একজনের আত্মহত্যা"
আগে আর এখনো দেখতে হয় "সড়ক দূর্ঘটনায় ২/৩/৪ জন নিহত"
৩-৪ বছর আগে দেখতে হতো "জাহাজ ভাঙার সময় র্দূঘটনায় এতজন শ্রমিক নিহত"
একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আর মনে হয়ে এই হয়তোবা আমাদের বাঙালী জীবন... শতবছর আগেও বলতে হতো.... এখনো বলতে হচ্ছে......হাজার বছর পরেও বলতে হবে হয়তোবা "স্বাভাবিক মৃত্যূর গ্যারান্টি চাই।"
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
রিভানুলো বলেছেন: .হাজার বছর পরেও বলতে হবে হয়তোবা "স্বাভাবিক মৃত্যূর গ্যারান্টি চাই।"
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
টয়ম্যান বলেছেন: এই দেশে মরাটা কুনো ব্যাপারনা ভাই
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
HHH বলেছেন: একজন আহমেদিনেজাদ চাই
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
অয়োময় বলেছেন: ভাই নিজেদের দূর্বলতা,অক্ষমতা কেন বাবা মায়ের উপর চাপান?
এই অসুস্থ সরকার গুলোকে আমরাই নির্বাচিত করে ক্ষমতায় আনি/আনব!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
বিশ্বাস করি 1971-এ বলেছেন: বাবা মা র উপর তো দোষ দেই নাই ভাই! আমি শুধু বাস্তবতাটা বলেছি। আমাদের কি এই মানবজন্মে আরো বেশী কিছু করতে পারার কথা না? আমরা কি বলতে পারবো না হ্যা আমরা এমন এক পরিবেশে বাস করি যেখানে আমরা ম্যাসলোর "নীড অব হায়ারর্কি" অনুসারে বলতে পারি আমাদের খাবারের, বাসস্থানের, চিকিতসা, সঙ্গের নিশ্চয়তা আছে। আমাদের শিশুরা নিজেদেরকে নিয়োজিত করতে পারে ভবিষ্যতের জন্য। কল্পনা করতে পারে নিজের শুভ, সৃষ্টিশীল চিন্তাকে বাস্তবে রুপ দিতে।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমাদের আগুনে পুড়ে,সড়ক দূর্ঘটনায় নিহত হওয়া উচিৎ এটাই আমাদের পাওনা । পুরাটাই পাবলিকের দোষ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১
স্বপনচারিণী বলেছেন: হতাশা শধুই হতাশা!