নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এগিয়ে চল..

বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বসেরা, যতই হোক আমাদের বিভেদ দিন শেষে সবাই মিলে আমরা এক মহান জাতি! বাংলাদেশী! বাঙালী!

বিশ্বাস করি 1971-এ

Someone wanna share ideas! :)

বিশ্বাস করি 1971-এ › বিস্তারিত পোস্টঃ

কাল দেশে ফিরছেন জয়, নামবেন নির্বাচনী প্রচারে

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় দেশে ফিরছেন। তিনি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রচারে অংশ নেবেন বলে জানা গেছে।



আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, একটি নিয়মিত ফ্লাইটে সজীব ওয়াজেদ জয় কাল সন্ধ্যা সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গেও আলাপ করবেন তিনি।



আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, বড় কোনো অঘটন না ঘটলে এই সফরে জয় দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অবস্থান করবেন। এ সময় পুরো দেশে নির্বাচনী জনসভা, কর্মিসভা করবেন এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের বিষয়টি সমন্বয় করবেন। এ ছাড়া দেশব্যাপী বিএনপি-জামায়াত সহিংসতা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, বক্তব্যের মাধ্যমে সে বিষয়টিও জনগণের সামনে তুলে ধরবেন সজীব ওয়াজেদ। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

বিশ্বাস করি 1971-এ বলেছেন: এই নিউজটা স্পেশালি বালবৈশাখীর জন্য। হাজার হোক জাতির নাতি নাকি বালবৈশাখীর আব্বা লাগে! =p~ =p~ =p~ =p~ =p~

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: ইডিয়ট কোথায় গিয়েছিল, আসছে কেন?

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

বিশ্বাস করি 1971-এ বলেছেন: ইউএচএ!... জানেন না? জাতির নাতি সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করেন।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩

HHH বলেছেন: অটিস্টিক চাইল্ড

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: আল্লাহ্ যেন জয়কে হেদায়েত দান করেন। আল্লাহ্ বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য জয়ের মনকে ইসলামের দিকে ঘুরিয়ে দিন। আমিন।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: জয় বাবা তুমি আরো আগে এলেনা কেন? তোর মার জনপ্রিয়তার কারনে ১৫৪টি আসন পেয়েছেন। আর তোমার প্রচারে আরো জনপ্রিয় হয়ে ১৪৬টিও পাবে। জয় বাংলা , জয় জয়বাবা............. কই সাক্‌

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

বিশ্বাস করি 1971-এ বলেছেন: জয় বাবা সজীব নাথ!

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

হু-কেয়ারস বলেছেন: আজাইরা কষ্ট করার কি দরকার................কেউ উনারে ১ বোতল খাটি সরিষার তৈল মর্দন থুক্কু কিনিয়া দেন। নাকে দিয়া ঘুমাক। এমনিতেই ৩০০ আইসা পড়বো ;)

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

~*~নির্ঘুম~*~ বলেছেন: HHH ভাইকে ++ B-)

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: ওনারে কি গন্ধগকুল তৈল দেয়া যায় না? হু-কেয়ারস বাই, আপনের চেনা গন্ধগোকুল তেলের কোন পাইকার আছে নি? নাতি আলুর কামও করতে পারতো। দিতে চান যখন কামের জিনিস দেয়া ভালা না? তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.