![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Someone wanna share ideas! :)
“যাদের বিরুদ্ধে পদ্মা সেতুর নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা আমার কেউ নয়। আওয়ামী লীগেরও কেউ নয়।"-হাসিনা আপা
"অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দেবেন। নৌকা মার্কার প্রার্থীকে বিপুলভাবে নির্বাচিত করবেন"-হাসিনা আপা
‘২৯ ডিসেম্বর খালেদার পরাজয়ের দিন’‘২৯ ডিসেম্বর খালেদার পরাজয়ের দিন’-হাসিনা আপা
"পতাকা অবমাননার ষড়যন্ত্র করছে বিএনপি"-আশরাফ: :-&
"ডেমোক্রেসির নয়, হিপোক্রেসির মার্চ"!!!!!!!- কাউলা বেড়াল সুরসিক গুপ্ত
"সবে তো একতরফা হয়, দেশ আমার ভোট হবে আমার আর আমার ভাইদের মধ্যে। এ গ্রামে আছে কারা? আমরা আর মামুরা, আমরা আর মামুদের মধ্যে তো সব হবে"-বস্ত্রলতিফ চিদ্দিকী
খালেদার বক্তব্য তাণ্ডবের পূর্বাভাস -বন্যমন্ত্রী হা.মা
নির্বাচনের আগে কোন সমাবেশ করতে দিবো না!!!- নাসিম
"তফসিলের তথ্য যাচাই করার অধিকার শুধুমাত্র এনবিআর-এর"- মখা আলমগীর
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
পাঠক১৯৭১ বলেছেন: বাকশাল' বুঝার ক্ষমতা আপনার নেই, অনেক কিছু বুঝার ক্ষমতা আপনার নেই।
কসব বালছাল লিখেল ব্লগ ভরায়ে ফেলছেন!
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩
বিশ্বাস করি 1971-এ বলেছেন: বলেছেন: তুমি আমাকে বাকশাল বুঝাইতে আয়ো না কাগু। বাকশাল আগে বঙ্গবন্ধু খুব সুন্দর ভাষণ দিছিলো আর বাকশাল করার আগে দেশের লোকগুলার উপর কি পরিমাণ অত্যাচার করছিলো তা কি মনে আছে? নাকি অস্বীকার করবা? সারাজীবন খারাপ করিয়া শেষকালে ভালো হলে তার কি কোন মূল্য আছে? আর এইটা কি কাগু তুমি অস্বীকার করবা যে বাকশাল করিয়া বঙ্গবন্ধু সবাইরে বাধ্য করছে এইডাটে যোগ দিতে? চারটা বাদে সব পত্রিকা নিষিদ্ধ করছিলো? সব দলগুলারে কঠোর হাতে দমন করছে? নিজের দলের লোকগুলার অন্যায়, দূর্নীতি বন্ধ করতে ব্যর্থ হইতে?
আমি লিখি যা আমার ইচ্ছা! তুমি কি লেখো না চান্দু? আর যে অন্য লেখা আসতেছে তা চোখে পড়ে না? একাত্তর প্রজন্ম এত দলকানা হইলে কেমনে চলে?
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭
HHH বলেছেন: তাদের নির্লজ্জতা দেখলে পর্ণস্টার রাও লজ্জায় সুইসাইড করে
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫
রাফছানজানি বলেছেন: আমাদের বাকশাল বুঝার জন্য পূর্ব অভিজ্ঞতার দরকার নাই। দেশে এখন যা হচ্ছে তা বাকশালের বাপকেও ছাড়িয়ে গেছে।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২
পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,
আমি কেন, কেহই আপনাকে 'বাকশাল' বুঝাতে পারবে না: আপনার চড়ুই মগজে মেমোরী সেল কম।
শেখ সাহেব 'বাকশাল' এর কথা ভেবেছিলেন, আপনি শেখ সাহেবের তুলনায় নিশ্চয়ই লিলিপুটিয়ান, শেখ সাহেব যা বুঝতো ওটা তো আপনার পিগমী মগজে ঢোকার কথা নয়!
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
বিশ্বাস করি 1971-এ বলেছেন: ভাগিনা, এই রকম স্বপ্ন স্বপ্ন করতে করতে বঙ্গবন্ধুরে তো অনেক বাশ দিলা তোমরা। কয়দিন পর দেখা যাইবো পাবলিক টয়লেট উদ্বোধন করতে গিয়া মন্ত্রী মিনিষ্টার কইবো এইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো! যে চিন্তা বাস্তবায়ন করতে পারে না সেই চিন্তার কোন দাম আছে? সময় সমর্থন কোনটা কম আছিল ৭২-৭৫ পর্যন্ত? দুর্ভিক্ষ কি হয় নাই? ১০ লাক্ষ মানুষ কি মারা যায় নাই? দূর্নীতি কি হয় নাই? রক্ষীবাহিনী কি অত্যাচার করে নাই? মুজিববাহিনী কি হত্যাযজ্ঞ চালায় নাই? ৭২-৭৪ পর্যন্ত শাসন ক্ষমতার যে ব্যর্থতা তার জন্য কে দায়ী? শোনো মিয়া সমস্যা হইলো বঙ্গবন্ধু না সমস্যা হইলো তোমাগো মত অন্ধ সাপোর্টাররা যারা নেতারে বলতে পারে না যে নেতা আপনার ভুল হইতেছে এইভাবে না এইভাবে করেন। তোমাদের মত লোকজন বঙ্গবন্ধুর সময় দাবী তুলছিল এক দেশ এক নেতা। আর বঙ্গবন্ধুর মত সোজা মানুষ তোমাগো মত লোকজনগো সাপোর্টে মনে করছিল আমি সারাজীবন থাকবো আমার মত নেতা কই? Remember absolute power create absolute corruption। হয়তোবা শেখ সাহেব করেন নাই কিন্তু তার আশে পাশের লোকেরা করছে যার মূল্য দিতে হইছে বঙ্গবন্ধুরে আর আওয়ামী লীগরে!
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: দেশ আমার, ভোট হবে ভাইদের মধ্যে: পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী