নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এগিয়ে চল..

বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বসেরা, যতই হোক আমাদের বিভেদ দিন শেষে সবাই মিলে আমরা এক মহান জাতি! বাংলাদেশী! বাঙালী!

বিশ্বাস করি 1971-এ

Someone wanna share ideas! :)

বিশ্বাস করি 1971-এ › বিস্তারিত পোস্টঃ

কে কে উদ্দোক্তা হতে চান? চান দেশটাকে গড়তে? দয়া করে পোষ্টটা একটু ঘুরে যান।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

ইউটিউবে ঘোরাঘুরি করা আমার শখ এবং নেশা। চাকরি করলেও মনে মনে সবসময় ভাবি দেশের জন্য একটা কিছু করবো উদ্দোক্তা হিসেবে নিজেকে গড়ে। নতুন শিল্প প্রতিষ্ঠা, নতুন কর্মসংস্থান ইত্যাদি ইত্যাদি কত কি কল্পনা। দিনশেষে সেই চাকরই রয়ে যাই [অন্তত এখন পর্যন্ত :( :( ]।



যাই হোক যে কারনে আপনাদের ডাকছি! কিছুদিন আগে অসাধারণ একটা ডকুমেন্টারী দেখলাম ইউটিউবে। ডকুমেন্টারীটা চারজর উদ্দোক্তাকে নিয়ে যারা আমেরিকাকে গড়ে তুলেছিলেন। এই চারজন সিভিল ওয়ারে ১৮৬৫তে ধ্বংসপ্রাপ্ত আমেরিকাকে মাত্র ৩৫ বছরে গড়ে তুলেছিলেন বিশ্বের সেরা্ একটি অর্থনীতি হিসেবে। নিজ নিজ শিল্পে তারা আজো বিশ্বসেরা [তারা না থাকলেও তাদের কোম্পানীগুলো আজো টিকে আছে এবং বিশ্বসেরা ৫০০ কোম্পানীর মধ্যে রয়েছে এবং শত বছর ধরে টিকে আছে এবঙ রাজত্ব করছে]।



এই লোকগুলো নামগুলো হলো এন্ড্রু কার্নেগী, জেপি মরগান, জন ডি রকফেলার এবং কর্ণেলিয়ার ভেন্ডারবিল্ট এবং পরবর্তীতে হেনরি ফোর্ড। ডকুমেন্টারীটার নাম "The Entrepreneurs Who Built America". মোট চার পর্বে এই ডকুমেন্টারীটা ইউটিউবে আছে। আমি নীচে প্রথম পর্বটা দিচ্ছি। প্রথম পর্বটা শেষ করলে পরবর্তী পর্বগুলোর লিংক পেয়ে যাবেন।

The Entrepreneurs Who Built America



আশা করছি সিরিজগুলো ভালো লাগবে। আশেপাশের এত নেগেটিভ ব্লগের মধ্যে এই পজিটিভ ব্লগটি করে আমার নিজের ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আসলেই খুশী হব।



:)







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

লেজারবিম বলেছেন: আপণার এই মতের সাথে আমি একমত।আমি আছি আপণার সাথে।ধন্যবাদ

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

লেজারবিম বলেছেন: যদি সাধ্য থাকত তাহলে Harrow চালিয়ে সব সমান করে আবার নতুন করে শুরু করতাম।বিষিয়ে উঠেছি রে ভাই।নিজে কে দেখলেও ভয় লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.