![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।
দুনিয়াটা একটা বিশাল লেনদেনের কারবার।
যেই বন্ধুটার সাথে থাকলে টাকা পয়সা তেমন একটা খরচ হয় না,যার গাড়িতে সামনের সিটে বসে ফুল ভলিয়মে গান শুনে শহরময় ঘুরে বেড়ানো যায় সে মানুষ হিসেবে বিরক্তিকর হলেও দেখবেন খারাপ লাগবে না। সে আসলে একজন ইন্টারেস্টিং মানুষের সময় কিনে নিল। তবে আমরা আসলে তা কখনই স্বীকার করতে চাইব না।
প্রেমের শুরুর দিকে প্রেমিকাকে নিয়ে লেখা কোন কবিতায় নিজের রূপের বর্ণনা শুনে খিটখিটে মেয়েটাও কবিতা ভালবাসতে শুরু করে।কিছুদিন পর এই ভালবাসা কর্পূরের মত উবে যায় দামি গিফটের আশায় আশায়।
যেই ছেলে মা বাবাকে টাকা পয়সা বেশি দেয় সে শত দুর্নীতিবাজ হোক আর যাই হোক মা বাবার চোখে কখনও খারাপ হয় না।আজকাল সমাজের চোখেও হয় না।
আজ কাল সৎ মানুষ হচ্ছে এক প্রকার ক্ষেত এবং গেঁয়ো।
©somewhere in net ltd.