নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়✌প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো মানুষ

বিবেকহীন জ্ঞানি

আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।

বিবেকহীন জ্ঞানি › বিস্তারিত পোস্টঃ

কিছু হিসাব নিকাষ

১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

দুনিয়াটা একটা বিশাল লেনদেনের কারবার।
যেই বন্ধুটার সাথে থাকলে টাকা পয়সা তেমন একটা খরচ হয় না,যার গাড়িতে সামনের সিটে বসে ফুল ভলিয়মে গান শুনে শহরময় ঘুরে বেড়ানো যায় সে মানুষ হিসেবে বিরক্তিকর হলেও দেখবেন খারাপ লাগবে না। সে আসলে একজন ইন্টারেস্টিং মানুষের সময় কিনে নিল। তবে আমরা আসলে তা কখনই স্বীকার করতে চাইব না।
প্রেমের শুরুর দিকে প্রেমিকাকে নিয়ে লেখা কোন কবিতায় নিজের রূপের বর্ণনা শুনে খিটখিটে মেয়েটাও কবিতা ভালবাসতে শুরু করে।কিছুদিন পর এই ভালবাসা কর্পূরের মত উবে যায় দামি গিফটের আশায় আশায়।
যেই ছেলে মা বাবাকে টাকা পয়সা বেশি দেয় সে শত দুর্নীতিবাজ হোক আর যাই হোক মা বাবার চোখে কখনও খারাপ হয় না।আজকাল সমাজের চোখেও হয় না।
আজ কাল সৎ মানুষ হচ্ছে এক প্রকার ক্ষেত এবং গেঁয়ো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.