![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।
এপারেতে বসে আছি আমি কত স্বপ্ন সাজিয়ে
ওপারেতে থেকো তুমি অপেক্ষায় যেওনা যেন হারিয়ে।
আর কারো হবেনা তুমি শুধু শোনাও এই আশারবাণী
আসুক যত সংকেত অশনি আমি ভেঙ্গে পড়বো না জানি।
হৃদয় মন সঁপেছি তোমায় হয়েছি দ্বারস্থ তোমারই দুয়ারে
ফিরিয়ে দিও না আমায় যেন অপারগতার খেয়ালে।
আমার চাওয়া গুলো আটকে আছে সরলতার বৃত্তে বন্দী
নিরাশ্রিত আকাঙখা গুলোকে হৃদয়কোণে দাও ঠাঁই ঘটিয়ে মনের সন্ধি।
©somewhere in net ltd.