![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।
গত ১৩ই ফেব্রুয়ারি সকাল ৮ ঘটিকায় আমার ঘনিষ্ঠ এক বন্ধুর পিতা মারা জানা।তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক(আইডি নং-ইবি৪০১৩৪৬,সেনা নং-৪০০৫৯০৩)।বাহিরে মিশনে অংশগ্রহনও করেছিলেন।রিটায়ার্ড এর পর চট্টগ্রাম এর একে খান কোম্পানির টাইগার-পাস হেড অফিসে চাকুরী চলাকালীন সময়ে মৃত্যুবরন করেন।
যথারীতি অফিস থেকে উনার সকল দায়িত্ব বহন করে পরিবার এর কাছে হস্তান্তর করেন।
উনি এলাকার কিছু সামাজিক কাজে জড়িত ছিলেন এবং মানুষের মুখ রচিত একজন ভালো মানুষ ও ছিলেন। পরিবার তাকে একদিন ফ্রিজার-ভ্যান এ রাখার সিদ্ধান্ত নিলেন তার মেয়ের জামাতা কাতার থেকে এসে সকল কাজে অংশগ্রহণ করবে বলে।
অনেক মানুষ তাকে দেখতে আসে।কেউ কান্না করছে কেউ পরিবার কে সমবেদনা জানাচ্ছে কেউ এদিক-ওদিক সাহায্য করছে।তবে এদের মাঝে সকলে মানুষ ও নোন কিছু নিকৃষ্ট মানুষ ও থাকেন।বাসা থেকে তিনটা মোবাইল, দুটো হাত ঘড়ি আর জুতা সহ অনেক কিছু নিয়ে যায়।
একটা মানুষের মৃত্যুর সংবাদ শুধু তার আপন মানুষ গুলা বুজে কতোটা হৃদয়বিদারক হতে পারে।কিন্তু আসে পাশের মানুষ গুলা আপন না হলেও তারা কিছুটা বুঝতে পারে মৃত্যু যন্ত্রণা কি।কিন্তু বুঝে-ও মানুষ কিভাবে এরুপ নিন্ম মনমানসিকতার কাজ করতে পারে।
একটা মোবাইল ছিল বন্ধুর পিতার। উনার শেষ ব্যবহৃত সিম,মোবাইল, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ সব কিছু এখন উনার মতোই স্মৃতি হয়ে গেলো।
পরিবারের মানুষ মৃত ব্যক্তি নিয়ে ছোটাছুটি করবে নাকি এতো মানুষের ভিড়ে এগুলার দিকে নজর দিবে নাকি শোকে বিবর থাকবে।
আমরা বাঙালি জাতি কতোটা নির্মম আর নির্লজ্জ হলে এরুপ আচরন করতে পারি।
©somewhere in net ltd.