![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।
চিরদিনই কি ঘুরে ফিরবো হয়ে সুখের প্রত্যাশী,
সুখ হলো যে অলীক বস্তু,দুঃখ বেদনার বিনাশী।
জগৎজুড়ে বহু ঘুরে করলাম কত তার অন্বেষণ,
সুখপাখি তো দেয়না ধরা জাগিয়ে সম্ভাবনা ভীষণ।
সুখের জন্য কত আয়োজন,দিচ্ছি বিসর্জন নীতি,
সুখের আচ্ছাদনেই যে টানতে চাই আমরা জীবনের যত ইতি।
আশায় আশায় প্রহর গুনি,অপেক্ষা তো ফুরোবার নয়,
আসবে কবে পরম সেই সুখ,চাওয়া পাওয়ার মাঝখানে হবে যত সমন্বয়।।
©somewhere in net ltd.