![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।
আমি বললাম- আমার কোথাও যাওয়ার জায়গা না থাকলে, আমি ঘরে ফিরে আসি।
সে বললো- ঘর?
আমি বললাম- হুম, ঘর।
সে জবাব দিল- কোন ঘর?
আমি স্পষ্টস্বরে বললাম- তোমার চেয়ে বেশি ব্যক্তিগত আমার তো আর কোন ঘর নেই।
সে কিঞ্চিত ভ্রূ কুঁচকে বললো- শেষ আশ্রয় ভাবো আমাকে?
আমি জবাব দিলাম- সন্দেহ আছে কোন?
সে বললো- উহু। সন্দেহ নেই। তবে, কষ্ট আছে।
আমি ভয়ার্ত কন্ঠে বললাম- কষ্ট? কিসের কষ্ট?
সে ভারী কন্ঠে জবাব দিল- শেষ আশ্রয় হওয়ার কষ্ট।
আমি কাঁপাকাঁপা গলায় প্রশ্ন করলাম- এখানে কষ্টের কি আছে?
সে কাঁদো কাঁদো স্বরে জবাব দিল- যদি তোমার কোথাও যাওয়ার জায়গা থাকতো; যদি পথে যেতে যেতে মাঝ পথে আরেকটা ঘর পেয়ে যাও, তবে আর কখনোই এই ঘরে ফিরবেনা। তোমার এই না ফেরবার অনিশ্চয়তাটাই কি কষ্টের নয়?
আমি সাহসী কন্ঠে জবাব দিলাম- পথিক মাঝ পথে কোথাও একটু জিরিয়ে নিতে পারে, থেমে যায়না। পথিককে একসময় ঠিকই তার শেষ আশ্রয়ের গন্তব্যে ফিরতে হয়।
সে নরম স্বরে জবাব দিল- এই যে এই মাঝ পথে জিরিয়ে নিয়ে, ঘরে ফেরা মানুষটা কি আর সেই আগের মানুষ থাকে?
আমি তো চাই, আমি আমার মানুষটার একমাত্র আশ্রয় হই। একমাত্র ঘর। যে মানুষ জীবনের পথে হাটতে হাটতে ক্লান্ত হলেও, জিরিয়ে নেওয়ার জন্য আর কোন ঘরেই পা রাখেনা।
এমন একটা মানুষ হতে পারবে?
©somewhere in net ltd.