![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও
অত্যন্ত সুখের এবং ভালো খবর হলো, যখন রেডিও মানুষের মন থেকে প্রায় মুছেই যাচ্ছিল ঠিক ঐ সময় এফএম রেডিওর জন্ম হয় বাংলাদেশে এবং খুব দ্রুত রেডিওকে আবারে শ্রোতাদের মন জাগ্রত করেছে। সেই ২০০৬ থেকে আজ ২০১৩ ইং সাল পর্যন্ত। এখন বাংলাদেশে ৬টি পুরোপুরি বাণিজ্যিকভাবে সম্প্রচার সহ আরো ২টি পরীক্ষামূলক সম্প্রচারে আছে। বাংলাগান এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য, শহুরে মানুষকে পথ চলতে সাহায্য করছে। বিশ্বের অনেক দেশের মানুষই ঘর থেকে বাইরে বের হওয়ার পূর্বে রেডিওর আবহাওয়াবার্তা এবং ট্রাফিক আপডেট শুনে পূর্ণ প্রস্তুতি নিয়ে তখনি বের হয়। বাংলাদেশ এখনও অনেক দূর! মাত্র গুটিকয়েক রেডিও জকি এবং হাতে গোনা কয়েকটা রেডিও অনুষ্ঠান এই এফএম রেডিওর তীব্র গতীতে সামনে এগিয়ে যাওয়াকে রোধ করে রেখেছে। দেখার বা শোনার তেমন কেউ নেই, নেই তেমন কোনো প্রতিষ্ঠান, যারা একটু মনিটর করলেই হয়। তবে এটা অনস্বীকায় যে, কয়টা অনুষ্ঠান আর গুটিকতক রেডিওজকির জন্যে এ শিল্প পড়ে থাকবে না, থেমে থাকবে না। ঠিক একদিন আমরাও একটু বিনোদনের জন্যে রেডিওর উপরই নির্ভর করবো বা রেডিওর তথ্য শুনে আমাদের ও ঘরের বাইরে বের হতে হবে। হয়তো খুব শিগগীরই এই শিল্পকে আমরা ঠিক আমাদের মতো করে কাছে পাবো। বাংলাদেশে এফএম রেডিওর জয় হোক।
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২
আশিক মাসুম বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো বেতন দিলে , অনেক দক্ষ রেডিও জকি পাওয়া যাবে ।
আমিও করতে রাজি আছি
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সম্ভবনার জায়গা, সমস্ত দেশে ছড়ানোর জন্যে এখনি চেষ্টা শুরু করা দরকার....
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
অচিন্ত্য বলেছেন: ভাল বলেছেন
৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০
শ্বর্ণকিট বলেছেন: এখনও গুটিকয়েক আরজে আছে যারা বাংলিসে কথা বলাকে একটি স্মাটনেস হিসেবে দেখে ।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
ব্ল্যাক নাইট বলেছেন: হা হা হা, একদম ঠিক বলেছেন। এটাকে তারা তাদের স্মার্টনেস মনে করে। আমরা যারা শ্রোতা আছি, ইচ্ছে করলে আমরাও হয়তো আরজেদের এই আতলামো কিছুটা বন্ধ করতে পারি। যদি সময় হয় তাহলে একটু ঘুরে পছন্দ করে আসুন। মনে হয় ভালোই লাগবে।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
নূরে অ।লম মিলন বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: সম্ভবনার জায়গা, সমস্ত দেশে ছড়ানোর জন্যে এখনি চেষ্টা শুরু করা দরকার....
সত্যিই তাই, এখন শুধু সারাদেশের সব জায়গায় এফএম রেডিওর নেটওয়ার্ক থাকা উচিৎ। কিন্তু অমরা শহুরেরাই বিরক্ত হয়ে যাই আরচেদের প্যান প্যানে... আল্লাহই জানে মফস্বলের শ্রোতারা কিভাবে নেবে বা নেয়।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫
ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো বেতন দিলে , অনেক দক্ষ রেডিও জকি পাওয়া যাবে ।