![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাদকের মরণ ফাঁদ থেকে কি কেউ ফিরতে পেরেছেন?যদি আপনার জীবনে ঘটে থাকে এরকম কোন সফলতার ঘটনা তাহলে কি কষ্ট করে আপনার ঐ অভিশপ্ত জীবনের শুরু থেকে আবার এই সুন্দর জীবনে ফিরে আসার গল্পটা শোনাবেন আমাদের?
কে বলতে পারে বলুন, আপনার সেই সত্য ঘটনা শুনে বদলেওতো যেতে পারে আরো কিছু তরুণের অভিশপ্ত জীবনের পথচলা। আপনিও নিশ্চয়ই এর ব্যতিক্রম চাইবেন না!
জানিনা আপনারা কে কিভাবে নেবেন। জীবনের ঠিক এইক্ষণে এসে আমিও খুঁজে বেড়াই আমার জীবনের এখন থেকে ১০ বছর আগের সেই হাড়িয়ে যাওয়া ১০টি মাস। সত্যি বলছি কোনভাবেই হাতরে পাইনা আমার জীবনের ঐ হারানো ১০টি মাস।
বলেই ফেলি; কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখার ৩০ দিনের মধ্যেই প্রথম সিগারেটের স্বাদ বুঝতে পারলাম তারপর আর থামা নেই, দিনের পর দিন বেড়েই চললো ঐ স্বাদ, ঐ গন্ধ, ঐ আড্ডা! এখানে বলে রাখি, দূর্ভাগ্যক্রমে তখন আমি ভালোই গাইতাম, প্রায় সব অনুষ্ঠানেই আমার উপস্থিতি নিশ্চিত। এভাবে দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু মানুষতো, তাই আরো চাই, আরো চাই, যেনো আমাকে চাইতেই হবে। কিছু কাছের ভালো বন্ধুদের মূল্যবান পরামর্শে কোনো গানের মঞ্চে ওঠার আগে সিগারেটের সাথে কিছু বাড়তি সংযোগ শুরু করলাম। যা আমাকে ঐ মঞ্চগুলোতে আগের চেয়ে অনেক বেশী আলোকিত করতো। বেশ ভালো লাগতো তখন। তারপর আরো ভালো চাই আমার। বাড়তে থাকলো প্রতিটি মঞ্চের আগে আগে। ঠিক বুঝতেই পারিনি কখন যে কি হয়ে গেলো। আস্তে আস্তে শুধু মঞ্চ নয়। রাতের হলের ছাদে সাথে গীটার আর সিগারেটের সাথে মিশ্রণ সত্যি এ এক অন্যরকম অনূভূতি! সাথীদের মজা দিতে দিতে কখন যে মধ্য রাত পেরিয়ে ভোর হয়ে যেতো বুঝতেই পারতাম না। তারপর আবার বিকেলের খোলা মাঠ সাথে গীটার আর তার সাথে ঐ সিগারেটের সাথে বাড়তি মিশ্রণ (মারিজুয়ানা)। ঠিক বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরুনো পর্যন্ত আর যেনো আমি থামতেই চাইনি।
উফ! পড়াশোনার ঝক্কিঝামেলা শেষ! ক্লাস নেই! পরীক্ষা নেই! হলের ছাদ নেই! ঐ খোলা মাঠ নেই! কিন্তু ঐ যে অমিয় মারিজুয়ানা! ওই ব্যাটা কিন্ত ঠিক আছে। শুধু আছে বললে ভুল হবে। বলতে পারেন ভাতের বদলে মারিজুয়ানা! ব্যাটা সবসময় পকেটে বর্তমান। আর যায় কোথায়। মঞ্চে আমার ঐ আলোকিত উপস্থিতি একমাত্র বাবা মারিজুয়ানাই করতে পারেন। তাছাড়া নয়। আস্তে! আস্তে!! আস্তে!!! আমার ঐ আলো ক্ষীণ হতে লাগলো, আবার কখন যে একেবারে ক্ষীণ থেকে আরো ক্ষীণ হয়ে গেলো টেরই পাইনি!
বিশ্ববিদ্যালয় পেরুনোর ১২ মাস পর, কি জানি, হয়তো অলৌকিকভাবে মাথায় একটা ভাবনা ঢুকলো। ফিরে পেতে চাইলাম আমার সেই সোনালী, আলোকিত মঞ্চ, ছাদ, মাঠ, আ্ড্ডা। কিন্তু ততদিনে সব শেষ।
এরপর। এরপর আর একটিবারের জন্যও আমি ঐ মধু মিশ্রণে যাইনি। নেইনি মারিজুয়ানা। খুব ভালো আছি আমি, খুব ভালো। জীবনের ঠিক এই ক্ষণে এসে আমার জীবনের ঐ ১০ টি মাস আমি এখনো খুঁজে বেড়াই। কিন্তু পাবো কোথায় বলতে পারেন?
-----------------------------------
২| ২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৮
ব্ল্যাক নাইট বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
৩| ২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪২
খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক শ্রদ্ধা। আপনি আলোর পথে ফিরে এসেছেন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
ব্ল্যাক নাইট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
৪| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২
মোমেরমানুষ৭১ বলেছেন: আপনার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন, এটাই বড়ই জিনিস
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
ব্ল্যাক নাইট বলেছেন: :-) হুম এটাই ভেবে আরো বেশী শান্তি পাই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৬
আমি অপদার্থ বলেছেন:
ছেড়ে দিয়েছেন এটাই সুখের কথা।
হারানো সময় কি কখন ফিরে পাওয়া যায়?
উত্তরঃ- যায় না।
কিন্তু আপনি আবার ফিরে পেয়েছেন আপনার স্বাভাবিক জীবন। এটাই কম কিসের।
সুস্থ ও সুন্দর জীবন যাপন করুণ সেই কামনা রইলো।