![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের কি দুখের ঠিক বুঝতে পারছি না। আমাদের দেশে এইমুহুর্তে প্রায় ১০টি এফএম রেডিও শুনতে পাই, অনএয়ারের অপেক্ষায় আছে আরো কয়েকটি এবং এই সরকার ঘোষনা করেছে আরো ১৪টি বেসরকারী এফএম রেডিওর লাইসেন্স। হয়তো এইগুলোও খুব শীগ্রই অনএয়ারে চলে আসাবে।
বর্তমানে চালু রেডিওগুলো:
1. Radio Today 89.6
2. Radio Foorti 88.0
3. Radio Aamar 88.4.
4. ABC Radio 89.2
5. Dhaka FM 90.4
6. Peoples Radio 91.6
7. Radio Shadhin 92.8
8. Radio Bhumi 92.4
9. Asian Radio 90.8
10. City FM 96.0
এখন কথা হলো যে, আমাদের এই রেডিওগুলো কি শ্রোতাদের রেডিও শোনার চাহিদা সম্পূর্ণ পুরণ করতে পারছে? যদি তাই হয় তাহলে নতুন রেডিওগুলো এসে কি করবে! আমরা কেনো শুনবো? যদি কোনো ভিন্নতা বা নতুনত্ব না থাকে।
বন্ধুদের মাঝে এমন কেউ কি আছেন, যার একটু সময় হবে এখানে একটু লেখার! এমন কোন বিষয় কি আছে যে, বাংলাদেশের এফএম রেডিওগুলো এখনও ঐ বিষয়ের উপর কোনো অনুষ্ঠান এখন পর্যন্ত করে নাই বা করার কথা ভাবছেও না! আপনি কি ভাবতে পারছেন এমন আকর্ষণীয় এবং ভিন্নধর্মী কোন বিষয়!
আপনার মূল্যবান এই সামান্য পরামর্শই বাংলাদেশের এফএম রেডিওর গতানুগতকি এই ধারাকে পাল্টে দিতে পারে, আর আপনিও হতে পারেন এর মাইলফলক! তবে কেনো নয়!
আসুন না এবং কষ্ট করে দুটো কথা লিখে ফেলুন।
আপনার মূল্যবান সময় এবং মনোযোগ দিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
ব্ল্যাক নাইট বলেছেন: আপনার সাথে আমি একমত কিন্তু রেডিওগুলো যা করে সবই তাদের ম্রোতাদের কথা মাথায় রেখেই করে।
বাংলাদেশের চেয়ে ভারতের বাংলাগান সমৃদ্ধ কিন্তু রেডিওগুলো যদি বাংলাদেশের বাংলাগানের পাশাপাশি ভারতের জনপ্রিয় বাংলাগানগুলো বাজায়, তাহলেও কিন্তু রেডিওগুলোকে কথা শুনতে হয়।
বাংলাদেশে বাংলাগানের পাশাপাশি হিন্দি গানেরও শ্রোতাপ্রিয়তা কিন্তু ভালোই।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
নিজাম বলেছেন: ব্যাঙের ছাতার মতো রেডিও বেড়ে উঠছে। এতে দেশের মেধা, শ্রম আর অর্থের অপচয় হচ্ছে। এর চেয়ে একটি বিশেষজ্ঞ কমিটি দিয়ে নির্দিষ্ট কয়েকটি রেডিও চ্যানেল রেখে বাকিগুলি বন্ধ করা উচিত।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
ব্ল্যাক নাইট বলেছেন: হা হা হা, ভাই নিজ+আম, আপনি বলছেন দেশের মেধা, শ্রম আর অর্থ অপচয় হচ্ছে। কিন্তু এটাওতো ভাবতে হবে আপনাকে যে, অনেক নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে পাশাপাশি এদেশের সাংস্কৃতিক অঙ্গন আরো সমৃদ্ধ হচ্ছে এবং হবে।
যেখানে যতো বেশী প্রতিযোগী সেখানে খেলাটা জমে ঠিক ততোটাই।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
লিন্কিন পার্ক বলেছেন:
অনেকদিন যাবত রেডিও শোনা হয় না । ওইদিন মোবাইল এ স্টেশন সেট করতে গিয়ে দেখি অনেকগুলা চ্যানেল ! যদিও আগের অনেক প্রোগ্রাম মিস করি ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
ব্ল্যাক নাইট বলেছেন: :-)
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
বিবর্ণ ক্যানভাস বলেছেন: শ্রোতাপ্রিয়তা থাকলেই যে সেটাই চালাতে হবে এমন তো কোন কথা নেই। এদেশে তো সানিলিওনেরও অনেক জনপ্রিয়তা তাই বলে কি আমাদের টিভি চ্যানেলগুলো পর্ণ প্রচার করবে??
হিন্দি গানের উপর বড়জোর ২-১ টা অনুষ্ঠান করা যেতে পারে তাই বলে তো বাংলা গানের চেয়ে বেশি হিন্দি গান বাজানোটা কখনোই আশা করা যায় না , যেখানে দেশটা বাংলাদেশ!
হিন্দিতে গাওয়া গান শুনলে সমস্যা হয় না অথচ বাংলায় গাওয়া কলকাতার গান শুনলে কথা হয়! এটা ঠিক বুঝলাম না!! তাহলে কি তারা জাতীয় সঙ্গীতও বয়কট করবেন!! ওটাও তো ওপারের এক বাবুর লেখা! ভুপেন হাজারিকা, মান্না দেরাও ওপারের! যেখানে মাধ্যমটা শুধুই ভাষা সেখানে ভাষা দিয়েই বিচার হোক, শ্রোতাপ্রিয়তা দিয়ে নয়!!
ধন্যবাদ ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
বিবর্ণ ক্যানভাস বলেছেন: একমাত্র রেডিও ভূমি ছাড়া আর কেউ বাংলা গান বাজায় বলে মনেই হয় না!! বাংলা গানের ৩ গুন হিন্দি গান বাজানোতেই যেন তাদের সকল আনন্দ নিহিত!!