![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহুর্তের দৃষ্টিপাতের
অতীতের রুপরসে
দূরে বা কাছে
অক্ষরে, অক্ষরে
প্রেরণার অনুপ্রাণে
স্মৃতিমাখা ভাবনার
কার্ণিশে ...
Poetic Submission ready to surrender
Ponder upon moments felt
Search meaning of a
Purposeful beyond
In True Retrospect ...
কবিতার বই:‘স্মৃতির কার্ণিশে’ এবং ইংরেজী কবিতার বই ‘Retrospect’
প্রকাশকাল: ফেব্রুয়ারী, ২০১৪
প্রকাশক: আগামী প্রকাশনী
‘স্মৃতির কার্ণিশে’ সময়ের কবি শামস মনোয়ার এর প্রকাশিত ৭ম বাংলা কবিতার বই। যেখানে ৪৪টি কবিতা স্থান পেয়েছে এবং ৫ম ইংরেজী কবিতার বই Retrospect যেখানে স্থান হয়েছে ৩৯টি ইংরেজী কবিতা।
স্মৃতির পশরা সাজিয়ে গুচ্ছগুচ্ছ কবিতার স্থান হয়েছে এই বইয়ে। বর্তমানকে আগলে ধরে নতুন দৃষ্টান্তে লুফে নিতে চায় ভবিষ্যতকে। তারমধ্যে বইয়ের প্রথম কবিতা ‘মোনালিসা’ যেখানে কবি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তার ফেলে আসা জৌলুসময় ভাবাবেগ। বইয়ের আরকেটি অনবদ্য কবিতা ‘পিতা’ যেখানে কবি সত্যিই সক্ষম হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি প্রাণবন্ত কবিতায় রুপ দিতে।
“দেখতে চাই ভাত খায় মানুষ
রক্তের নদীতে বয়ে যাক দু:খ
সবুজ পালে ফলাবো ফসল
স্বাধীন ব্রতে
বসে থাকবোনা বিপ্লবের আশায়
নেতার ঈশারায়?”
‘নতুন আশা’ কবিতার এই ক’টি লাইন পড়তেই কেমন যেন শিহরণ জাগে। এইরুপ আল্পনার বাসর, মাঝি. শকুন, ভাগ্য ক্ষমা সহ বেশকিছু মর্মস্পর্শি কবিতা রয়েছে এই ‘স্মৃতির কার্ণিশে’ যা সত্যিই কবিতা পাঠকদের স্মৃতিময় আবেশে নিয়ে যেতে পারবে অনায়াশেই।
কবি শামস মনোয়ারের প্রকাশিত ৫ম ইংরেজি কবিতার বই Retrospect সেখানেও কবি তার পেছনকে, পেছনের বিভিন্ন ভাবনাকে অনেক সুন্দরভাবে ইংরেজি ভাষায় উপস্থাপন করেছেন, যা সত্যিই প্রশংসাযোগ্য। আমাদের দেশে, বাঙালী কবির এইরুপ ইংরেজি কবিতা সাধারনত: দেখাই যায় না।
যেখানে সময়ের আবর্তে বলতে পারেন, শুরুর ফের শেষে ভাবনা পাখি কত না মুহুর্তের ভাগ্যরোদনে ঘুরেফিরে জাতি ধর্ম নির্বিশেষে একটি নতুন বার্তার যেনো ঘন্টা আমরা শুনতে পারি দেশ দেশান্তরে।
ভিনদেশী বলেন আর আপন দেশে ভিন্নধারার এই কবি একসময় গীতিকার ও গীতিকবিতায় নতুনের আহবানী সত্ত্বায় দৃষ্টিসংকুল। এখানে বই দুটিতে স্থান পেয়েছে এক সময় সরলা মানুষের আত্মদান আবার অন্যপ্রান্তে যুদ্ধ, শান্তি, মানবতা ও সর্বোপরী মঙ্গলের কামনায় হাটি হাটি পায়ে এই কবি হেটে চলেছে, আমরা তাকে জানাই সাধুবাদ।
সময়ের কবি শামস মনোয়ার কালের আবর্তনে নতুন সম্পুরকে পাঠকদের সুবিধার্থে সাজিয়েছেন তার নিজস্ব ওয়েব সাইট যেখানে কবির সফল পরিচিতি, সকল বাংলা-ইংরেজি কবিতা ও কবিতার বই, সকল গীতিকবিতাসহ কবির সকল সৃষ্টি পাঠক অনায়াসেই পাবেন হাতের নাগালে। এছাড়া রয়েছে কবির নিজস্ব ফ্যান পেইজ নিজেকে স্মৃতিময় করতে যেখানে পাঠক ঘুরে আসতে পারেন যে কোন সময়।
ভবিষ্যতে এইরুপ আরো কবিতা এবং কবিতার বই কবিতা পাঠকদের উপহার দেবেন সময়ের এই কবি ‘শামস মনোয়ার’ এই প্রত্যাশাই রইল -
সৃজনের স্বাক্ষী-
“ব্ল্যাকনাইট”
©somewhere in net ltd.